আলিপুরদুয়ার, 29 মার্চ : জলদাপাড়া জাতীয় উদ্যানের পর এবার বক্সার বাঘবনে আগুন লাগার ঘটনা ঘটল । তাতে বেশ কয়েকটি বড় শালগাছ দাউদাউ করে জ্বলে, নষ্ট হয় ছয়-সাত বিঘা জঙ্গল ৷ খবর পেয়ে দমকল কর্মীরা ও বনকর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে ৷
জলদাপাড়া জাতীয় উদ্যানের পর এবার বক্সার বাঘবনে ৷ তবে দিনের আলোতে জঙ্গলে আগুন লাগায় জলদাপাড়ার মতো বিধ্বংসী আগুন জঙ্গলে ছড়িয়ে পড়েনি। রবিবার দুপুর দেড়টা নাগাদ বক্সা টাইগার রিজার্ভের ইষ্ট ডিভিশনের ভলকারেঞ্জে আচমকাই আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুনের জেরে জঙ্গলের শালবনের বেশ কয়েকটি বড় শালগাছে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।জঙ্গলে আগুন লাগার ফলে ছয়-সাত বিঘা জঙ্গল নষ্ট হয়ে যায়। জঙ্গল সংলগ্ন বস্তিবাসী ও বনকর্মীরা গাছের কাচা ডাল ভেঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে ৷ খবর দেওয়া হয় কুমারগ্রামের বারবিশা দমকল কেন্দ্রে ৷ দলকর্মীরা দুইটি দমকলের ইঞ্জিনের সহায়তায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ।
বক্সা টাইগার রিজার্ভের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর স্যানাল জানান, আগুনের জেরে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । তবে কোন জীব জন্তুর ক্ষতি হয়নি।আগুন লাগার কারন তদন্ত করে দেখা হচ্ছে ।