ETV Bharat / state

গভীর জঙ্গলে উদ্ধার নিখোঁজ যুবকের খুবলে খাওয়া মৃতদেহ

স্থানীয় সূত্রে খবর, কাপড়ের দোকানের কর্মী পিন্টু এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত । সাতদিন আগে সে নিখোঁজ হয়ে যায় । বাড়ির লোকজন তাঁর খোঁজ শুরু করে । কিন্তু সন্ধান না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয় ।

পিন্টু দাস
author img

By

Published : May 8, 2019, 6:25 AM IST

Updated : May 8, 2019, 7:46 PM IST

আলিপুরদুয়ার, 8 মে : সাতদিন নিখোঁজ থাকার পর গভীর জঙ্গল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ । তাঁর নাম পিন্টু দাস (35) । আলিপুরদুয়ার থানার পুলিশ জানিয়েছে, আলিপুরদুয়ার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের প্রমোদনগরের বাসিন্দা পিন্টু । গতকাল সন্ধে নাগাদ রাজাভাত খাওয়ার পানিঝোড়া জঙ্গল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় । মৃতদেহের হাত-পা ও মাথার অংশ খুবলে খাওয়া হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে গভীর জঙ্গলে ফেলে দেওয়া হয় মৃতদেহ । সেখানেই মৃতদেহ খুবলে খায় বন্যজন্তুরা । এই ঘটনায় শাহনওয়াজ হোসেন, সোনু হোসেন ও মণীশ গুপ্তা নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, কাপড়ের দোকানের কর্মী পিন্টু এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত । সাতদিন আগে সে নিখোঁজ হয়ে যায় । বাড়ির লোকজন তাঁর খোঁজ শুরু করে । কিন্তু সন্ধান না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয় । আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ । অবশেষে গতকাল সন্ধে নাগাদ পিন্টুর মৃতদেহ উদ্ধার হয় । পিন্টুর দাদা সঞ্জীব দাস ও প্রতিবেশী গোবিন্দ সরকার মৃতদেহ শনাক্ত করেন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খুন করা হয়েছে পিন্টুকে । তবে খুন হওয়ার মতো কোনও কাজ পিন্টু করতেই পারে না । কাপড়ের দোকানে কাজ করত সে । কারও সাথে শত্রুতা ছিল না ।

আজ পিন্টুর মৃতদেহের ময়নাতদন্ত করা হবে । এই ঘটনায় শাহনওয়াজ হোসেন, সোনু হোসেন ও মণীশ গুপ্তা নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আদালত তাদের 6 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ।

আলিপুরদুয়ার, 8 মে : সাতদিন নিখোঁজ থাকার পর গভীর জঙ্গল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ । তাঁর নাম পিন্টু দাস (35) । আলিপুরদুয়ার থানার পুলিশ জানিয়েছে, আলিপুরদুয়ার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের প্রমোদনগরের বাসিন্দা পিন্টু । গতকাল সন্ধে নাগাদ রাজাভাত খাওয়ার পানিঝোড়া জঙ্গল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় । মৃতদেহের হাত-পা ও মাথার অংশ খুবলে খাওয়া হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে গভীর জঙ্গলে ফেলে দেওয়া হয় মৃতদেহ । সেখানেই মৃতদেহ খুবলে খায় বন্যজন্তুরা । এই ঘটনায় শাহনওয়াজ হোসেন, সোনু হোসেন ও মণীশ গুপ্তা নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, কাপড়ের দোকানের কর্মী পিন্টু এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত । সাতদিন আগে সে নিখোঁজ হয়ে যায় । বাড়ির লোকজন তাঁর খোঁজ শুরু করে । কিন্তু সন্ধান না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয় । আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ । অবশেষে গতকাল সন্ধে নাগাদ পিন্টুর মৃতদেহ উদ্ধার হয় । পিন্টুর দাদা সঞ্জীব দাস ও প্রতিবেশী গোবিন্দ সরকার মৃতদেহ শনাক্ত করেন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খুন করা হয়েছে পিন্টুকে । তবে খুন হওয়ার মতো কোনও কাজ পিন্টু করতেই পারে না । কাপড়ের দোকানে কাজ করত সে । কারও সাথে শত্রুতা ছিল না ।

আজ পিন্টুর মৃতদেহের ময়নাতদন্ত করা হবে । এই ঘটনায় শাহনওয়াজ হোসেন, সোনু হোসেন ও মণীশ গুপ্তা নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আদালত তাদের 6 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ।

sample description
Last Updated : May 8, 2019, 7:46 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.