জয়গাঁ, 4 সেপ্টেম্বর : জঙ্গল থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ ৷ নাম রাজু বিশ্বাস (35) ৷ কালচিনি ব্লকের জয়গাঁ থানার খোকলা-তড়িবাড়ি এলাকার ঘটনা ৷ ঘটনায় চতুর শর্মা নামে একজনকে গ্রেপ্তার করেছে জয়গাঁ থানার পুলিশ ৷
আজ সকালে খোকলা-তড়িবাড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ৷ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়৷ স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি খোকলা-তড়িবাড়ি এলাকারই বাসিন্দা ৷ পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে ৷
আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত রয়েছে ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
এই নিয়ে সাত দিনে তিনটি খুনের ঘটনা ঘটল কালচিনি ব্লকে ৷ এর আগে 31 অগাস্ট রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় কালচিনির মেজ পাড়ার বাসিন্দা বীরজিৎ ওরাওঁ (26) ও সেন্ট্রাল ডুয়ার্সের বাসিন্দা হাবিল ওরাওঁ (50) -এর দেহ ৷ এই দুটি ঘটনাতেও পুলিশ খুনের অনুমান করেছিল ৷ ঘটনায় দু'জনকে গ্রেপ্তারও করে পুলিশ ৷