জলপাইগুড়ি, 9 নভেম্বর: আলিপুরদুয়ারের জনপ্রিয় পর্যটনস্থল রাজাভাতখাওয়ায় অত্যাধুনিক কোচ রেস্তোরাঁর উদ্বোধন করল রেল। বৃহস্পতিবার আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের রাজাভাতখাওয়া স্টেশনের কোচ রেস্তোরাঁর উদ্বোধন করেন আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম ৷ সঙ্গে ছিলেন ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অঙ্কিত গুপ্তা। কোচ রেস্টুরেন্টটির নাম দেওয়া হয়েছে 'ফ্লেভার অব ডুয়ার্স'।
আলিপুরদুয়ারের পর্যটনস্থল রাজাভাতখাওয়া। আলিপুরদুয়ারের জেলার পর্যটনস্থল রাজাভাতখাওয়া, জয়ন্তী ও বক্সাকে কেন্দ্র করে হাজার হাজার পর্যটকরা আসেন। পর্যটকদের কথা চিন্তা করেই রেলের পক্ষ থেকে কোচ রেস্টুরেন্ট তৈরি করেছে রেল । রাজাভাতখাওয়া স্টেশনে যেহেতু পর্যটকদের ভিড় লেগেই থাকে, তাই এর সামনেই বিরাট এলাকাজুড়ে এই রেলকোচ রেস্টুরেন্ট করা হল ।
এদিন কোচ রেস্টুরেন্টের উদ্বোধনের পর আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম বলেন,"পর্যটকদের কাছে এই কোচ রেস্টুরেন্ট আকর্ষণীয় হবে বলে আমরা মনে করছি । পর্যটনস্থলে এমন একটা উদ্যোগে পর্যটন মানচিত্রে নতুন পালক যুক্ত হল । পর্যটকদের কাছে একটা আলাদা মাত্রা পাবে । এখানে ভেজ, নন ভেজ সব খাবারই পাবেন পর্যটকরা । রেলের কোচকে রেস্টুরেন্টের আদলে তৈরি করা হয়েছে । পর্যটকদের কাছে নতুন কিছু তুলে দিতে পেরে খুব ভালো লাগছে ।"
এই বিষয়ে রাজাভাতখাওয়ার পর্যটন ব্যবসায়ী উত্তম সিংহ বলেন, "রাজাভাতখাওয়া ও জয়ন্তীকে কেন্দ্র করে পর্যটন মানচিত্রে একটা পালক যুক্ত হল বলে আমরা মনে করছি। এখানে প্রচুর পর্যটক আসেন। তাদের জন্য বেশ কয়েকটি রেস্টুরেন্ট বেসরকারি উদ্যোগে থাকলেও রেলের উদ্যোগে এই কোচ রেস্টুরেন্টটিতে পর্যটকদের আকর্ষণীয় করবে বলে আমরা মনে করি । রেল এই কোচ রেস্টুরেন্টটিকে আধুনিকভাবে তৈরি করেছে । বাইরে থেকে আসা পর্যটকদের কাছে ভালো লাগবে । কারণ আমাদের এদিকে এই ধরনের রেলের কোচ রেস্টুরেন্টের কনসেপ্ট আগে ছিল না । ফলত পর্যটকদের যেমন ভালো লাগবে, তেমনি আমরাও পর্যটকদের এই রেস্টুরেন্টে নিয়ে যেতে পারব ।
আরও পড়ুন : মাত্র 14 মিনিটেই সাফ হবে বন্দে ভারত ট্রেন! অত্যাধুনিক ব্যবস্থাপনা পূর্ব রেলের