ETV Bharat / state

দুর্গাবাড়ির অন্ন-সন্দেশ ভোগ থেকে বঞ্চিত হবে আলিপুরদুয়ারবাসী - আলিপুরদুয়ার দুর্গাবাড়ির পুজো

117 বছরের প্রাচীন বড় বাজার দুর্গাবাড়িতে এবার ভিড় জমাতে পারবে না লক্ষাধিক মানুষ । দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে গোটা মন্দির মুড়ে ফেলা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে ।

দুর্গাবাড়ির অষ্টমীর অন্ন ও সন্দেশ ভোগ থেকে বঞ্চিত হবেন আলিপুরদুয়ারবাসী
দুর্গাবাড়ির অষ্টমীর অন্ন ও সন্দেশ ভোগ থেকে বঞ্চিত হবেন আলিপুরদুয়ারবাসী
author img

By

Published : Oct 14, 2020, 4:45 PM IST

আলিপুরদুয়ার, 14 অক্টোবর : আলিপুরদুয়ার বাসিন্দাদের আবেগের পুজো বড় বাজার দুর্গাবাড়ির দুর্গাপুজাে । প্রত্যেক বছর বড় বাজারের দুর্গাপ্রতিমা দেখতে জেলার কয়েক লাখ মানুষ ভিড় জমায় ৷ এই পুজোর নাম ছড়িয়ে গেছে প্রতিবেশী রাজ্য অসমেও ৷ সেখান থেকেও প্রতিবছর কয়েক হাজার মানুষ আসে প্রতিমা দর্শনে ৷ কিন্তু কোরোনায় তাল কেটেছে আলিপুরদুয়ারের 117 বছরের প্রাচীন এই দুর্গাপুজােয় । বড় বাজার দুর্গাবাড়ির পুজোয় এবার মায়ের অন্নভোগ ও সন্দেশ ভোগ থেকে বঞ্চিত হবেন জেলাবাসী ।

117 বছরের প্রাচীন বড় বাজার দুর্গাবাড়িতে এবার ভিড় জমাতে পারবে না লক্ষাধিক মানুষ । দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে গোটা মন্দির মুড়ে ফেলা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে । ঠাকুর দেখার পাশাপাশি দুর্গাবাড়ির প্রতিমা দর্শনে আসা মানুষকে পাত পেড়ে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় ৷ সঙ্গে থাকে সন্দেশ ভোগ ৷ এত বছরের ইতিহাসে এই প্রথম থাকছে না ভোগের ব্যবস্থা ৷ অষ্টমীর অঞ্জলিতেও থাকছে একাধিক বাধানিষেধ । অন্যান্য বছর একসঙ্গে হাজারখানেক মানুষ অঞ্জলি দিতে পারত ৷ সেই জায়গায় এবার চল্লিশ জনের বেশি একসঙ্গে অঞ্জলি দিতে পারবে না ৷ নিয়মের বেড়াজালে থাকছে দশমীর সিঁদুর খেলাও । সরাসরি মাকে সিঁদুর পরানো যাবে না ৷

117 বছরের প্রাচীন বড় বাজার দুর্গাবাড়িতে এবার ভিড় জমাতে পারবেন না লক্ষাধিক মানুষ
117 বছরের প্রাচীন বড় বাজার দুর্গাবাড়িতে এবার ভিড় জমাতে পারবেন না লক্ষাধিক মানুষ
এই পুজাের সঙ্গে জড়িত আলিপুরদুয়ার জেলার ইতিহাস । ব্রিটিশ আমলের এই পুজোয় শুধুমাত্র অষ্টমীতেই অন্ন ভোগের জন্য প্রায় সাত-আট হাজার মানুষ তাদের বরাত প্রদান করে পুজো কমিটিকে । এছাড়াও হাজার পাঁচেক সন্দেশ ভোগও মাকে নিবেদন করে জেলার মানুষ । তবে কোরোনার দাপটে এবার স্থগিত রাখা হয়েছে অন্নভোগ ও সন্দেশ ভোগ । পুজো কমিটির এই সিদ্ধান্তে মন খারাপ জেলার মানুষের । মায়ের ভোগ ভক্তরা পাবে না ভেবে মন খারাপ মন্দিরের পুরোহিত সুদর্শন চক্রবর্তীরও ।
সামাজিক দূরত্ব বজায় রাখতে দেওয়া হচ্ছে বাঁশের ব্যারিকেড
সামাজিক দূরত্ব বজায় রাখতে দেওয়া হচ্ছে বাঁশের ব্যারিকেড

বড় বাজার দুর্গাপূজা কমিটির যুগ্ম-সম্পাদক শ্যামলচন্দ্র দে বলেন, "কোরোনার জন্য এবার মন্দিরে বাঁশের ব্যারিকেড করা হয়েছে । তাছাড়া এবারের পুজোয় মাকে অন্নভোগ ও সন্দেশ ভোগ নিবেদন করা যাবে না । মন্দির কর্তৃপক্ষ শুধু পুজোর কয়েকদিন মাকে ভোগ উৎসর্গ করবে । দর্শনার্থীদের জন্য এবার ভোগ প্রদান বন্ধ থাকছে ।"

দুর্গাবাড়ির অন্ন ও সন্দেশ ভোগ থেকেও বঞ্চিত হবে আলিপুরদুয়ারবাসী

আলিপুরদুয়ার, 14 অক্টোবর : আলিপুরদুয়ার বাসিন্দাদের আবেগের পুজো বড় বাজার দুর্গাবাড়ির দুর্গাপুজাে । প্রত্যেক বছর বড় বাজারের দুর্গাপ্রতিমা দেখতে জেলার কয়েক লাখ মানুষ ভিড় জমায় ৷ এই পুজোর নাম ছড়িয়ে গেছে প্রতিবেশী রাজ্য অসমেও ৷ সেখান থেকেও প্রতিবছর কয়েক হাজার মানুষ আসে প্রতিমা দর্শনে ৷ কিন্তু কোরোনায় তাল কেটেছে আলিপুরদুয়ারের 117 বছরের প্রাচীন এই দুর্গাপুজােয় । বড় বাজার দুর্গাবাড়ির পুজোয় এবার মায়ের অন্নভোগ ও সন্দেশ ভোগ থেকে বঞ্চিত হবেন জেলাবাসী ।

117 বছরের প্রাচীন বড় বাজার দুর্গাবাড়িতে এবার ভিড় জমাতে পারবে না লক্ষাধিক মানুষ । দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে গোটা মন্দির মুড়ে ফেলা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে । ঠাকুর দেখার পাশাপাশি দুর্গাবাড়ির প্রতিমা দর্শনে আসা মানুষকে পাত পেড়ে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় ৷ সঙ্গে থাকে সন্দেশ ভোগ ৷ এত বছরের ইতিহাসে এই প্রথম থাকছে না ভোগের ব্যবস্থা ৷ অষ্টমীর অঞ্জলিতেও থাকছে একাধিক বাধানিষেধ । অন্যান্য বছর একসঙ্গে হাজারখানেক মানুষ অঞ্জলি দিতে পারত ৷ সেই জায়গায় এবার চল্লিশ জনের বেশি একসঙ্গে অঞ্জলি দিতে পারবে না ৷ নিয়মের বেড়াজালে থাকছে দশমীর সিঁদুর খেলাও । সরাসরি মাকে সিঁদুর পরানো যাবে না ৷

117 বছরের প্রাচীন বড় বাজার দুর্গাবাড়িতে এবার ভিড় জমাতে পারবেন না লক্ষাধিক মানুষ
117 বছরের প্রাচীন বড় বাজার দুর্গাবাড়িতে এবার ভিড় জমাতে পারবেন না লক্ষাধিক মানুষ
এই পুজাের সঙ্গে জড়িত আলিপুরদুয়ার জেলার ইতিহাস । ব্রিটিশ আমলের এই পুজোয় শুধুমাত্র অষ্টমীতেই অন্ন ভোগের জন্য প্রায় সাত-আট হাজার মানুষ তাদের বরাত প্রদান করে পুজো কমিটিকে । এছাড়াও হাজার পাঁচেক সন্দেশ ভোগও মাকে নিবেদন করে জেলার মানুষ । তবে কোরোনার দাপটে এবার স্থগিত রাখা হয়েছে অন্নভোগ ও সন্দেশ ভোগ । পুজো কমিটির এই সিদ্ধান্তে মন খারাপ জেলার মানুষের । মায়ের ভোগ ভক্তরা পাবে না ভেবে মন খারাপ মন্দিরের পুরোহিত সুদর্শন চক্রবর্তীরও ।
সামাজিক দূরত্ব বজায় রাখতে দেওয়া হচ্ছে বাঁশের ব্যারিকেড
সামাজিক দূরত্ব বজায় রাখতে দেওয়া হচ্ছে বাঁশের ব্যারিকেড

বড় বাজার দুর্গাপূজা কমিটির যুগ্ম-সম্পাদক শ্যামলচন্দ্র দে বলেন, "কোরোনার জন্য এবার মন্দিরে বাঁশের ব্যারিকেড করা হয়েছে । তাছাড়া এবারের পুজোয় মাকে অন্নভোগ ও সন্দেশ ভোগ নিবেদন করা যাবে না । মন্দির কর্তৃপক্ষ শুধু পুজোর কয়েকদিন মাকে ভোগ উৎসর্গ করবে । দর্শনার্থীদের জন্য এবার ভোগ প্রদান বন্ধ থাকছে ।"

দুর্গাবাড়ির অন্ন ও সন্দেশ ভোগ থেকেও বঞ্চিত হবে আলিপুরদুয়ারবাসী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.