ETV Bharat / state

মাস্ক না পরার শাস্তি ! আটকদের দিয়েই সচেতনতা প্রচার পুলিশের - campaign by detainees without masks

গ্রিন জ়োন হওয়ায় লকডাউনের নিয়ম কিছুটা শিথিল আলিপুরদুয়ারে । সেই সুযোগ নিতে দেখা যায় অনেককে । মাস্ক না পরেই বাইরে বের হন অনেকে । এর বিরুদ্ধে এবার পদক্ষেপ করল আলিপুরদুয়ার পুলিশ ।

Without mask will be arrested in Alipurduar
আলিপুরদুয়ার
author img

By

Published : May 7, 2020, 7:27 PM IST

আলিপুরদুয়ার, 7 মে: এবার থেকে মাস্ক না পরে রাস্তায় বেরোলেই গ্রেপ্তার করা হবে। আর আজ মাস্ক না পরার শাস্তি হিসেবে 15 জন শহরবাসীকে আটক করে তাঁদের দিয়েই একঘণ্টা ধরে সচেতনতা প্রচার চালাল আলিপুরদুয়ার জেলা পুলিশ।

গ্রিন জ়োন হওয়ায় লকডাউনের নিয়ম কিছুটা শিথিল আলিপুরদুয়ারে । সেই সুযোগ নিতে দেখা যায় অনেককে । রাস্তায় বেরোনো অনেকের মুখেই মাস্ক নেই। অন্যদিকে লকডাউন শিথিল হতেই মোটরবাইক নিয়ে অকারণে রাস্তায় নেমে পড়েছে অনেকে । এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবার কড়া মনোভাব দেখাল আলিপুরদুয়ার পুলিশ-প্রশাসন। বৃহস্পতিবার জেলা সদরে সকাল 10 টা অভিযান চালায় পুলিশ। দু'ঘণ্টায় 15 জনকে আটক করা হয়। আর আজ মাস্ক না পরায় যে ব্যাক্তিদের আটক করা হয়, শাস্তি স্বরূপ তাঁদের দিয়েই টানা প্রায় একঘণ্টা সচেতনতা প্রচার চালানো হয়। পুলিশের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনও করেন তাঁরা।

এই বিষয়ে SDPO কুতুবউদ্দিন খান বলেন, "মাস্ক না পরার অপরাধে আজ যাদের আটক করা হয় তাদের দিয়ে কেবল সচেতনতার প্রচারই করা হয়নি পাশাপাশি কাজ শেষ হওয়ার পর সবাইকে শপথবাক্য পাঠ করানো হয়েছে। এরপর থেকে রাস্তায় মাস্ক না পরে বের হলেই গ্রেপ্তার করা হবে।"

SDO শ্রীরাজেশ বলেন, "কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সকলকে পাশে চাই আমরা। মানুষ অসচেতন হলে বিপদ হবে সকলেরই।"

আলিপুরদুয়ার, 7 মে: এবার থেকে মাস্ক না পরে রাস্তায় বেরোলেই গ্রেপ্তার করা হবে। আর আজ মাস্ক না পরার শাস্তি হিসেবে 15 জন শহরবাসীকে আটক করে তাঁদের দিয়েই একঘণ্টা ধরে সচেতনতা প্রচার চালাল আলিপুরদুয়ার জেলা পুলিশ।

গ্রিন জ়োন হওয়ায় লকডাউনের নিয়ম কিছুটা শিথিল আলিপুরদুয়ারে । সেই সুযোগ নিতে দেখা যায় অনেককে । রাস্তায় বেরোনো অনেকের মুখেই মাস্ক নেই। অন্যদিকে লকডাউন শিথিল হতেই মোটরবাইক নিয়ে অকারণে রাস্তায় নেমে পড়েছে অনেকে । এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবার কড়া মনোভাব দেখাল আলিপুরদুয়ার পুলিশ-প্রশাসন। বৃহস্পতিবার জেলা সদরে সকাল 10 টা অভিযান চালায় পুলিশ। দু'ঘণ্টায় 15 জনকে আটক করা হয়। আর আজ মাস্ক না পরায় যে ব্যাক্তিদের আটক করা হয়, শাস্তি স্বরূপ তাঁদের দিয়েই টানা প্রায় একঘণ্টা সচেতনতা প্রচার চালানো হয়। পুলিশের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনও করেন তাঁরা।

এই বিষয়ে SDPO কুতুবউদ্দিন খান বলেন, "মাস্ক না পরার অপরাধে আজ যাদের আটক করা হয় তাদের দিয়ে কেবল সচেতনতার প্রচারই করা হয়নি পাশাপাশি কাজ শেষ হওয়ার পর সবাইকে শপথবাক্য পাঠ করানো হয়েছে। এরপর থেকে রাস্তায় মাস্ক না পরে বের হলেই গ্রেপ্তার করা হবে।"

SDO শ্রীরাজেশ বলেন, "কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সকলকে পাশে চাই আমরা। মানুষ অসচেতন হলে বিপদ হবে সকলেরই।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.