ETV Bharat / state

বয়স শুধুই একটা সংখ্যা, কোরোনাকে হারিয়ে প্রমাণ দিলেন কালচিনির 101-র বৃদ্ধা

প্রথম দু'দিন চিকিৎসায় তেমন সারা না দিলেও তৃতীয় দিন থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন । শুধু অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধেই ধীরে ধীরে সুস্থ হয়েছেন তিনি ।

pic
ছবি
author img

By

Published : Sep 3, 2020, 4:42 PM IST

আলিপুরদুয়ার, 3 সেপ্টেম্বর : হাসপাতাল থেকে বাড়িতে যখন ফোনটা আসে, ওপারের কথা শুনে অনেকেই বিশ্বাস করতে পারেননি । আনন্দে উচ্ছ্বাসে চিকিৎসকদের ধন্যবাদ জানানোর ভাষা হারিয়েছিলেন তাঁরা । কারণ কয়েকদিন আগেই যমে মানুষে টানাটানি পড়েছিল তাঁদের বাড়িতে । কোরোনার মতো ভাইরাস শরীরে ঢুকেছিল তাঁদের পরিবারের সবচেয়ে পুরোনো সদস্যের । কতদিন বাঁচবেন, এই ভয়ে রীতিমতো চাপে ছিলেন তাঁরা । কিন্তু গতকাল সমস্ত ভয়কে জয় করে, কোরোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন কালচিনির বৃদ্ধা । সঙ্গে দেখিয়ে দিলেন, 100 বছরটা শুধুই একটা সংখ্যা মাত্র । মনের জোর আর ইচ্ছেশক্তির থাকলে সব কিছুকেই হারিয়ে দেওয়া যায় ।

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের জয়গাঁ শহরের বাসিন্দা তিনি । 17 অগাস্ট শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি হন । সোয়াবের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁকে স্থানান্তরিত করা হয় তপসিখাতা কোভিড হাসপাতালে । সেখানেই CCU-তে ছিলেন তিনি । স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ওই বৃদ্ধা প্রথম দু'দিন চিকিৎসায় তেমন সারা না দিলেও তৃতীয় দিন থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন । শুধু অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধেই ধীরে ধীরে সুস্থ হয়েছেন তিনি । মঙ্গলবার সকালে দ্বিতীয়বার তাঁর লালারস পরীক্ষা হয় । বিকেলে চিকিৎসকরা তাঁকে কোরোনা মুক্ত বলে ঘোষণা করেন । এরপর স্বাস্থ্য বিভাগের যাবতীয় প্রথা মেনে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয় । হাসপাতাল থেকে ছাড়ার আগে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয় ।

তাঁর এক আত্মীয় বলেন, "তিনি এক সময় এতটাই সংকটজনক হয়ে পড়েছিলেন যে আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম । চিকিৎসকদের সহায়তায় যে ভাবে ফিরে এসেছেন, তাঁকে সেলাম জানাতেই হয় ।"

জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) সুবর্ণ গোস্বামী জানিয়েছেন "ওই বৃদ্ধার জীবন রক্ষা করাটা আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল । আমার চিকিৎসার ইতিহাসে এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে । যতদিন বেঁচে থাকব এই ঘটনা মনে থাকবে । কোরোনা জয়ে ওই বৃদ্ধা বিশ্বে রোল মডেল হয়ে থাকবেন ।"

আলিপুরদুয়ার, 3 সেপ্টেম্বর : হাসপাতাল থেকে বাড়িতে যখন ফোনটা আসে, ওপারের কথা শুনে অনেকেই বিশ্বাস করতে পারেননি । আনন্দে উচ্ছ্বাসে চিকিৎসকদের ধন্যবাদ জানানোর ভাষা হারিয়েছিলেন তাঁরা । কারণ কয়েকদিন আগেই যমে মানুষে টানাটানি পড়েছিল তাঁদের বাড়িতে । কোরোনার মতো ভাইরাস শরীরে ঢুকেছিল তাঁদের পরিবারের সবচেয়ে পুরোনো সদস্যের । কতদিন বাঁচবেন, এই ভয়ে রীতিমতো চাপে ছিলেন তাঁরা । কিন্তু গতকাল সমস্ত ভয়কে জয় করে, কোরোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন কালচিনির বৃদ্ধা । সঙ্গে দেখিয়ে দিলেন, 100 বছরটা শুধুই একটা সংখ্যা মাত্র । মনের জোর আর ইচ্ছেশক্তির থাকলে সব কিছুকেই হারিয়ে দেওয়া যায় ।

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের জয়গাঁ শহরের বাসিন্দা তিনি । 17 অগাস্ট শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি হন । সোয়াবের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁকে স্থানান্তরিত করা হয় তপসিখাতা কোভিড হাসপাতালে । সেখানেই CCU-তে ছিলেন তিনি । স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ওই বৃদ্ধা প্রথম দু'দিন চিকিৎসায় তেমন সারা না দিলেও তৃতীয় দিন থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন । শুধু অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধেই ধীরে ধীরে সুস্থ হয়েছেন তিনি । মঙ্গলবার সকালে দ্বিতীয়বার তাঁর লালারস পরীক্ষা হয় । বিকেলে চিকিৎসকরা তাঁকে কোরোনা মুক্ত বলে ঘোষণা করেন । এরপর স্বাস্থ্য বিভাগের যাবতীয় প্রথা মেনে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয় । হাসপাতাল থেকে ছাড়ার আগে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয় ।

তাঁর এক আত্মীয় বলেন, "তিনি এক সময় এতটাই সংকটজনক হয়ে পড়েছিলেন যে আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম । চিকিৎসকদের সহায়তায় যে ভাবে ফিরে এসেছেন, তাঁকে সেলাম জানাতেই হয় ।"

জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) সুবর্ণ গোস্বামী জানিয়েছেন "ওই বৃদ্ধার জীবন রক্ষা করাটা আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল । আমার চিকিৎসার ইতিহাসে এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে । যতদিন বেঁচে থাকব এই ঘটনা মনে থাকবে । কোরোনা জয়ে ওই বৃদ্ধা বিশ্বে রোল মডেল হয়ে থাকবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.