আলিপুরদুয়ার, 11 জুন : ব্যাঙ্ক কর্মী সেজে এক ছাত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল । ঘটনাটি আলিপুরদুয়ার পররপার গ্রাম পঞ্চায়েতের । সুনিতা বর্মন নামের ওই ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 30 হাজারেরও বেশি টাকা তুলে নেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ সুনিতা বর্মনের মোবাইলে একটি ফোন আসে । সেই ফোনে সুনিতাকে জানানো হয় ব্যাংক থেকে ফোন করা হয়েছে এবং তাঁর এটিএমটি ব্লক করা হয়েছে । প্রতারক নিজেকে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে পরিচয় দেয় ৷ এবং সেই এটিএম কার্ডটি পুনরায় চালু করার জন্য কার্ডের নম্বার এবং পিছনে থাকা সিভিভি নম্বর ওই ছাত্রীর কাছ থেকে চায় ।
সুনিতা কার্ড নম্বরটি দিলেও সিভিভি নম্বর চাওয়ায় তাঁর সন্দেহ হয় ৷ সেই সময় ওই ব্যক্তিকে নম্বর দিতে না চাইলে প্রতারক সুনিতাকে বলে যদি সে নম্বর না দেয় তবে সে তাঁর কার্ডটি পুনরায় চালু করতে পারবে না ৷ এই কথা শুনে সুনিতা প্রতারককে সিভিভি নম্বর দিয়ে দেয় ৷ খুবই তৎপরতার সঙ্গে ব্যাঙ্কের যাবতীয় তথ্য সুনিতার কাছ থেকে প্রতারক নিয়ে নেয় । এর কিছুক্ষণ পর থেকেই তাঁর অ্যাকাউন্ট থেকে জমানো 30 হাজার 674 টাকা আস্তে আস্তে কাটতে শুরু করে ।
আরও পড়ুন : চিলাপাতায় পর্যটনের সঙ্গে যুক্তদের করোনার টিকা
অবশেষে প্রতারকের ফাঁদে পড়েছে বুঝতে পেরে সুনিতা আলিপুরদুয়ার সাইবার সেলে একটি লিখিত অভিযোগ জানায় ৷ ঘটনার তদন্তে নেমেছে আলিপুরদুয়ার সাইবার সেল ৷