ETV Bharat / sports

Chanu Saikhom Mirabai : মীরাবাঈয়ের রুপোলি আলোয় আপ্লুত মমতা-রাহুল-অমিত-শুভেন্দুরা - রাহুল গান্ধি

ভারোত্তলনের 49 কেজি বিভাগে রুপো পেয়েছেন মীরাবাঈ চানু ৷ তাঁর সেই রূপোলি আলোর ছটায় আপ্লুত গোটা দেশ ৷ টোকিও থেকে সেই খবর ভারতে আসতেই ইম্ফলের এই মেয়েকে শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে গিয়েছে ৷

mamata banerjee to rahul gandhi all politician congratulate Mirabai Chanu
Chanu Saikhom Mirabai : মীরাবাঈয়ের রূপোলি আলোয় আপ্লুত মমতা-রাহুল-অমিত-শুভেন্দুরা
author img

By

Published : Jul 24, 2021, 7:25 PM IST

Updated : Jul 24, 2021, 8:53 PM IST

কলকাতা, 24 জুলাই : সূর্যোদয়ের দেশে অলিম্পিক্স শুরু হতে না হতেই পদকপ্রাপ্তি ঘটেছে ভারতের ৷ শনিবার বেলা শুরুর আগেই ভারতবাসী জেনেছে এবার অলিম্পিক্সে প্রথম পদক আনলেন মীরাবাঈ চানু ৷ আর তাঁর সেই রুপোলি আলোর ছটায় আপ্লুত গোটা দেশ ৷

তিনি ভারোত্তলনের 49 কেজি বিভাগে রুপো পেয়েছেন ৷ টোকিও থেকে সেই খবর ভারতে আসতেই ইম্ফলের এই মেয়েকে শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে গিয়েছে ৷ রাজনীতিক থেকে সেলিব্রিটি সবাই সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন চানুকে ৷

  • Heartiest congratulations to Mirabai Chanu on winning the silver medal in the Women's 49kg weightlifting category at #TokyoOlympics.

    You have made all of us very, very proud. Your achievements are an inspiration for all.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Olympics : প্রথম পদক, ভারোত্তোলনে রুপো জিতলেন মীরাবাঈ চানু, অভিনন্দন প্রধানমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চানুকে পদক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘তুমি আমাদের সকলকে খুব, খুব গর্বিত করেছ ৷ তোমার এই প্রাপ্তি আমাদের সকলের কাছে অনুপ্রেরণা ৷’’ আর কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমানে কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি লিখেছেন, ‘‘প্রথম দিন দেশের জন্য পদক এনে দেওয়ায় মীরাবাঈ চানুকে শুভেচ্ছা ৷ ভারত তার মেয়ের জন্য গর্বিত ৷’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শুভেচ্ছা জানিয়েছেন চানুকে ৷ সঙ্গে তাঁর ভবিষ্যতের সাফল্যের জন্যও শুভকামনা জানিয়েছেন ৷ চানুর সাফল্যের শুভেচ্ছা জানাতে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ তিনিও শুভেচ্ছা জানিয়েছেন টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক বিজয়ীকে ৷ সঙ্গে যুক্ত করে চিয়ার ফর ইন্ডিয়া হ্যাসট্যাগটিও ৷

আরও পড়ুন : Tokyo Olympics : দারুণ শুরু, চানুর সাফল্যে উচ্ছ্বসিত দেশ, অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

শুভেচ্ছা জানিয়েছেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও ৷ তবে তিনি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েও থেমে যাননি ৷ বরং সরাসরি ফোনে কথা বলেছেন চানুর সঙ্গে ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ চানুকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকও ৷

কলকাতা, 24 জুলাই : সূর্যোদয়ের দেশে অলিম্পিক্স শুরু হতে না হতেই পদকপ্রাপ্তি ঘটেছে ভারতের ৷ শনিবার বেলা শুরুর আগেই ভারতবাসী জেনেছে এবার অলিম্পিক্সে প্রথম পদক আনলেন মীরাবাঈ চানু ৷ আর তাঁর সেই রুপোলি আলোর ছটায় আপ্লুত গোটা দেশ ৷

তিনি ভারোত্তলনের 49 কেজি বিভাগে রুপো পেয়েছেন ৷ টোকিও থেকে সেই খবর ভারতে আসতেই ইম্ফলের এই মেয়েকে শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে গিয়েছে ৷ রাজনীতিক থেকে সেলিব্রিটি সবাই সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন চানুকে ৷

  • Heartiest congratulations to Mirabai Chanu on winning the silver medal in the Women's 49kg weightlifting category at #TokyoOlympics.

    You have made all of us very, very proud. Your achievements are an inspiration for all.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Olympics : প্রথম পদক, ভারোত্তোলনে রুপো জিতলেন মীরাবাঈ চানু, অভিনন্দন প্রধানমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চানুকে পদক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘তুমি আমাদের সকলকে খুব, খুব গর্বিত করেছ ৷ তোমার এই প্রাপ্তি আমাদের সকলের কাছে অনুপ্রেরণা ৷’’ আর কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমানে কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি লিখেছেন, ‘‘প্রথম দিন দেশের জন্য পদক এনে দেওয়ায় মীরাবাঈ চানুকে শুভেচ্ছা ৷ ভারত তার মেয়ের জন্য গর্বিত ৷’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শুভেচ্ছা জানিয়েছেন চানুকে ৷ সঙ্গে তাঁর ভবিষ্যতের সাফল্যের জন্যও শুভকামনা জানিয়েছেন ৷ চানুর সাফল্যের শুভেচ্ছা জানাতে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ তিনিও শুভেচ্ছা জানিয়েছেন টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক বিজয়ীকে ৷ সঙ্গে যুক্ত করে চিয়ার ফর ইন্ডিয়া হ্যাসট্যাগটিও ৷

আরও পড়ুন : Tokyo Olympics : দারুণ শুরু, চানুর সাফল্যে উচ্ছ্বসিত দেশ, অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

শুভেচ্ছা জানিয়েছেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও ৷ তবে তিনি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েও থেমে যাননি ৷ বরং সরাসরি ফোনে কথা বলেছেন চানুর সঙ্গে ৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ চানুকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকও ৷

Last Updated : Jul 24, 2021, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.