ETV Bharat / sports

Chanu Saikhom Mirabai : অলিম্পিকসে সোনার পদক পেতে পারেন চানু - Tokyo Olympics

টোকিয়ো অলিম্পিকসে সোনা জিততে পারেন মীরাবাঈ চানু ৷ শনিবার ভারোত্তোলনে সোনা জিতেছিলেন চিনের জীহুই হউ ৷ তবে জানা যায়, তাঁর ডোপ টেস্ট করা হয়েছে ৷ সেই পরীক্ষায় ডোপ নেওয়া প্রমাণিত হলে সোনার পদক জিতবেন চানুই ৷

Chanu Saikhom Mirabai
অলিম্পিকসে সোনার পদক পেতে পারেন চানু
author img

By

Published : Jul 26, 2021, 3:52 PM IST

টোকিয়ো, 26 জুলাই: টোকিয়ো অলিম্পিকসে ভারোত্তোলনে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু ৷ এবার সোনা জিততে পারেন তিনি ৷ শনিবার ভারোত্তোলনে সোনা জিতেছিলেন চিনের জীহুই হউ ৷ তবে আজ জানা যায় তাঁর ডোপ টেস্ট করা হয়েছে ৷ সেই পরীক্ষায় ডোপ নেওয়া প্রমাণিত হলে সোনার পদক জিতবেন চানুই ৷ অ্যান্টি ডোপিং অথরিটি এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করেছে ৷ ইতিমধ্যেই জীহুই হউকে টোকিও না ছাড়ারও নির্দেশ দিয়েছে অলিম্পিকস কর্তৃপক্ষ ৷

শনিবার ভারোত্তোলনে রুপো জেতার পর আজই দেশে ফিরছেন তিনি ৷ গোটা দেশকে গর্বিত করেছেন ৷ টোকিয়োয় তেরঙ্গা উড়িয়েছেন ৷ এবার ঘরের ফেরার পালা ৷ কয়েক ঘণ্টার মধ্যে দেশে ফিরছেন অলিম্পিকসে রুপো জয়ী মীরাবাঈ চানু ৷ সঙ্গে থাকবেন তাঁর কোচ বিজয় শর্মা ৷ রুপোর পদকজয়ী ভারোত্তোলককে স্বাগত জানাতে তৈরি দেশ ৷

আরও পড়ুন: আজই ফিরছেন রুপোর মেয়ে, চানুকে স্বাগত জানাতে তৈরি দেশ

চানু মোট 202 কেজি ওজন তুলে রুপো জিতেছিলেন ৷ চিনের জীহুই হউ মোট 210 কেজি ওজন তুলে সোনা জিতেছিলেন ৷ অলিম্পিকসে 210 কেজি তুলে রেকর্ডও করেন হউ ৷ তবে যদি ডোপ নেওয়া প্রমাণিত হয় তাহলে চানু সোনা জিতে আরও একটি দৃষ্টান্ত স্থাপন করবেন অলিম্পিকসে ৷

টোকিয়ো, 26 জুলাই: টোকিয়ো অলিম্পিকসে ভারোত্তোলনে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু ৷ এবার সোনা জিততে পারেন তিনি ৷ শনিবার ভারোত্তোলনে সোনা জিতেছিলেন চিনের জীহুই হউ ৷ তবে আজ জানা যায় তাঁর ডোপ টেস্ট করা হয়েছে ৷ সেই পরীক্ষায় ডোপ নেওয়া প্রমাণিত হলে সোনার পদক জিতবেন চানুই ৷ অ্যান্টি ডোপিং অথরিটি এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করেছে ৷ ইতিমধ্যেই জীহুই হউকে টোকিও না ছাড়ারও নির্দেশ দিয়েছে অলিম্পিকস কর্তৃপক্ষ ৷

শনিবার ভারোত্তোলনে রুপো জেতার পর আজই দেশে ফিরছেন তিনি ৷ গোটা দেশকে গর্বিত করেছেন ৷ টোকিয়োয় তেরঙ্গা উড়িয়েছেন ৷ এবার ঘরের ফেরার পালা ৷ কয়েক ঘণ্টার মধ্যে দেশে ফিরছেন অলিম্পিকসে রুপো জয়ী মীরাবাঈ চানু ৷ সঙ্গে থাকবেন তাঁর কোচ বিজয় শর্মা ৷ রুপোর পদকজয়ী ভারোত্তোলককে স্বাগত জানাতে তৈরি দেশ ৷

আরও পড়ুন: আজই ফিরছেন রুপোর মেয়ে, চানুকে স্বাগত জানাতে তৈরি দেশ

চানু মোট 202 কেজি ওজন তুলে রুপো জিতেছিলেন ৷ চিনের জীহুই হউ মোট 210 কেজি ওজন তুলে সোনা জিতেছিলেন ৷ অলিম্পিকসে 210 কেজি তুলে রেকর্ডও করেন হউ ৷ তবে যদি ডোপ নেওয়া প্রমাণিত হয় তাহলে চানু সোনা জিতে আরও একটি দৃষ্টান্ত স্থাপন করবেন অলিম্পিকসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.