ETV Bharat / sports

উইম্বলডনে জর্জিয়ান প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মারে - জর্জিয়া

ঘাসের কোর্টে প্রত্যাবর্তন ম্যাচ জিতলেন অ্যান্ডি মারে ৷ উইম্বলডনের সেন্টার কোর্টে চার সেটে জয় ছিনিয়ে নিলেন তিনি ৷ প্রথম রাউন্ডে জর্জিয়ার নিকলজ বাসিলাসভিলিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন তিনি ৷

andy-murray-made-a-winning-return-to-the-grass-court-as-he-won-his-first-round-match-of-wimbledon
উইম্বলডনে জর্জিয়ান প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে অ্যান্ডি মারে
author img

By

Published : Jun 29, 2021, 11:25 AM IST

লন্ডন, 29 জুন : উইম্বলডনে ঘাসের কোর্টে প্রথম রাউন্ডে জয়ী ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে (Andy Murray) ৷ তবে, দীর্ঘ দিন পর টেনিস কোর্টে ফেরার পর প্রথম জয় পেতে একটু বেশি কষ্ট করতে হয়েছে তাঁকে ৷ উইম্বলডনের (Wimbledon) সেন্টার কোর্টে চার সেটে লড়াইয়ে 6-4, 6-3, 5-7, 6-3 স্কোর লাইনে জর্জিয়ার নিকলজ বাসিলাসভিলিকে (Nikoloz Basilashvili) হারিয়েছেন তিনি ৷ 2017 সালের পর উইম্বলডনে এটাই অ্যান্ডি মারের প্রথম জয় ৷ এর আগে 2013 এবং 2016 সালে অ্যান্ডি মারে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ৷

ইংল্যান্ডের স্থানীয় সময় সোমবারের এই ম্যাচে অ্য়ান্ডি মারে প্রথম দু’টি সেটে জর্জিয়ার বাসিলাসভিলির বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেন ৷ প্রথম সেটে 6-4 এবং দ্বিতীয় সেটে 6-3 স্কোরে এগিয়ে যান তিনি ৷ এক সময় মনে করা হচ্ছিল স্ট্রেট সেটে সহজ ছিনিয়ে নেবেন 34 বছরের অ্যান্ডি মারে কিন্তু, তৃতীয় সেটে ব্রিটিশ তারকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন জর্জিয়ান টেনিস খেলোয়াড় ৷ টাইব্রেকারে গড়ায় তৃতীয় সেটের ম্যাচ ৷ যে সেটটি 5-7 ফলাফলে নিজের নামে করেন নিকলজ বাসিলাসভিলি ৷ তবে, চতুর্থ সেটে জর্জিয়ান প্রতিপক্ষকে ঘুরে দাঁড়াতে দেননি অ্যান্ডি মারে ৷ 6-3 গেমে চতুর্থ সেট নিজের নামে করে প্রথম রাউন্ডের ম্যাচ জিতে নেন তিনি ৷

আরও পড়ুন : Wimbledon : প্রথম রাউন্ডেই বিদায় তৃতীয় বাছাই সিসিপাসের

সোমবার উইম্বলডনে প্রথম রাউন্ডে জিতে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকভিচ ৷ অন্যদিকে, আশ্চর্যজনকভাবে প্রথম রাউন্ডে হেরে উইম্বলডন থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই স্তেফানোস সিসিপাস ৷ আজ উইম্বলডনের সেন্টার কোর্ট প্রথম রাউন্ডে নামছেন সুইস তারকা রজার ফেডেরার ৷ তাঁর প্রতিপক্ষ আদরিয়ান মান্নারিও ৷

লন্ডন, 29 জুন : উইম্বলডনে ঘাসের কোর্টে প্রথম রাউন্ডে জয়ী ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে (Andy Murray) ৷ তবে, দীর্ঘ দিন পর টেনিস কোর্টে ফেরার পর প্রথম জয় পেতে একটু বেশি কষ্ট করতে হয়েছে তাঁকে ৷ উইম্বলডনের (Wimbledon) সেন্টার কোর্টে চার সেটে লড়াইয়ে 6-4, 6-3, 5-7, 6-3 স্কোর লাইনে জর্জিয়ার নিকলজ বাসিলাসভিলিকে (Nikoloz Basilashvili) হারিয়েছেন তিনি ৷ 2017 সালের পর উইম্বলডনে এটাই অ্যান্ডি মারের প্রথম জয় ৷ এর আগে 2013 এবং 2016 সালে অ্যান্ডি মারে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ৷

ইংল্যান্ডের স্থানীয় সময় সোমবারের এই ম্যাচে অ্য়ান্ডি মারে প্রথম দু’টি সেটে জর্জিয়ার বাসিলাসভিলির বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেন ৷ প্রথম সেটে 6-4 এবং দ্বিতীয় সেটে 6-3 স্কোরে এগিয়ে যান তিনি ৷ এক সময় মনে করা হচ্ছিল স্ট্রেট সেটে সহজ ছিনিয়ে নেবেন 34 বছরের অ্যান্ডি মারে কিন্তু, তৃতীয় সেটে ব্রিটিশ তারকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন জর্জিয়ান টেনিস খেলোয়াড় ৷ টাইব্রেকারে গড়ায় তৃতীয় সেটের ম্যাচ ৷ যে সেটটি 5-7 ফলাফলে নিজের নামে করেন নিকলজ বাসিলাসভিলি ৷ তবে, চতুর্থ সেটে জর্জিয়ান প্রতিপক্ষকে ঘুরে দাঁড়াতে দেননি অ্যান্ডি মারে ৷ 6-3 গেমে চতুর্থ সেট নিজের নামে করে প্রথম রাউন্ডের ম্যাচ জিতে নেন তিনি ৷

আরও পড়ুন : Wimbledon : প্রথম রাউন্ডেই বিদায় তৃতীয় বাছাই সিসিপাসের

সোমবার উইম্বলডনে প্রথম রাউন্ডে জিতে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকভিচ ৷ অন্যদিকে, আশ্চর্যজনকভাবে প্রথম রাউন্ডে হেরে উইম্বলডন থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই স্তেফানোস সিসিপাস ৷ আজ উইম্বলডনের সেন্টার কোর্ট প্রথম রাউন্ডে নামছেন সুইস তারকা রজার ফেডেরার ৷ তাঁর প্রতিপক্ষ আদরিয়ান মান্নারিও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.