দুবাই, 16 নভেম্বর : বিশ্বচ্যাম্পিয়ন হয়েই দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নামবে অস্ট্রেলিয়া ৷ 2022 টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি ৷ 16 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত সাতটি ভেন্যুতে হবে কুড়ি-বিশের বিশ্বয়ুদ্ধ ৷ এমসিজি-তে হবে মেগা ফাইনাল ৷
সদ্যসমাপ্ত 2021 টি-20 বিশ্বকাপের মতোই এই টুর্নামেন্ট হবে সুপার 12 লিগ কাম নক-আউট পদ্ধতিতে ৷ আইসিসি ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুপার 12-তে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ৷ সুপার 12-র বাকি চারটি দলের জন্য শ্রীলঙ্কা, নামিবিয়া, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ লড়াই করবে কোয়ালিফায়িং রাউন্ড খেলে আসা বাকি দুটি দলের সঙ্গে ৷
প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-20 বিশ্বকাপের আসর ৷ এর আগে দু'বার ওয়ান ডে বিশ্বকাপ হলেও আগামী বছর প্রথমবারের জন্য বসছে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ ৷ টুর্নামেন্ট শুরু হবে 16 অক্টোবর ৷ আর ফাইনাল 13 নভেম্বর ৷ 45 ম্যাচের এই টুর্নামেন্ট হবে সাতটি ভেন্যুতে ৷ রাতের আলোয় এমসিজি-তে ফাইনাল ছাড়াও ম্যাচগুলি হবে অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট,পারথ ও সিডনি ৷ মেলবোর্ন ফাইনাল হলেও সেমিফাইনাল দুটি হবে সিডনি ও অ্যাডিলেডে ৷
আরও পড়ুন : জুতোয় করে বিয়ার পান, বিশ্বসেরা হয়ে ‘উল্লাস’ অজ়িদের
টুর্নামেন্ট প্রধান ক্রিস টেটলে বলেন, "অস্ট্রেলিয়ার মাটিতে আইসিসি ইভেন্ট ফেরার অপেক্ষায় রয়েছি ৷ 2022 সালে আইসিসি মেনস টি-20 বিশ্বকাপ হবে সাতটি শহরে ৷ স্থগিত হওয়ার 2 বছর পর হতে চলেছে এই টুর্নামেন্ট ৷" অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার আইসিসি-র মেগা টুর্নামেন্ট হয়েছিল 2015 বিশ্বকাপ ৷ সেবার ফাইনালে নিউজিল্য়ান্ডকে হারিয়ে পঞ্চমবার ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া ৷ আর সদ্যসমাপ্ত টি-20 বিশ্বকাপ ফাইনালেও কিউয়িদের হারিয়ে প্রথমবার কুড়ি-বিশের বিশ্বসেরা হয় অজিবাহিনী ৷