ETV Bharat / sports

Vijender Singh With Wrestlers: বিজেন্দর সিংকে প্রতিবাদ মঞ্চ ছাড়ার অনুরোধ কুস্তিগীরদের - রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া

রেসলিং ফেডেরেশনের বিরুদ্ধে আন্দোলন (Protests Against WFI)-কে রাজনীতি মুক্ত রাখতে এবার বিজেন্দর সিংকে প্রতিবাদ মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ কুস্তিগীরদের ৷ এদিন অলিম্পিক্স পদক জয়ী বক্সারকে মঞ্চ ছাড়তে অনুরোধ করেন সকলে ৷ তাঁদের অনুরোধ রাখেনও বিজেন্দর ৷

Vijender Singh With Wrestlers ETV BHARAT
Vijender Singh With Wrestlers
author img

By

Published : Jan 20, 2023, 8:30 PM IST

নয়াদিল্লি, 20 জানুয়ারি: প্রতিবাদ মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল অলিম্পিক্সে রুপো জয়ী বক্সার বিজেন্দর সিংকে (Wrestlers Asked Vijender Singh to Leave Stage) ৷ রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া এবং সংস্থার সভাপতির বিরুদ্ধে এই আন্দোলনকে রাজনীতির ছোঁয়া থেকে দূরে রাখতেই, বিজেন্দর সিংকে যন্তর মন্তরের আন্দোলন মঞ্চ থেকে নেম যাওয়ার অনুরোধ করেন বিক্ষোভকারী কুস্তিগীররা ৷ বিজেন্দর সিং তাঁদের সেই অনুরোধে সারাও দেন ৷ পরে সঙ্গে থাকা আরও 4 সঙ্গীকে নিয়ে মূল মঞ্চের নীচে উলটোদিকে অবস্থানে বসেন তিনি ৷

এদিন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাটও কুস্তিগীরদের সমর্থনে যন্তর মন্তরে গিয়েছিলেন ৷ তাঁকেও আন্দোলনকারীরা মঞ্চ থেকে নেমে যেতে অনুরোধ করেন ৷ তাঁরা ফেডেরেশনের বিরুদ্ধে এই আন্দোলনকে কোনওরকম রাজনৈতিক রং লাগতে দিতে চান না ৷ নিজেদের সম্মান ও অধিকারের লড়াইয়ে বারেবারে রাজনীতিকদের দূরে থাকার আবেদন করে আসছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা ৷ উল্লেখ্য, বিজেন্দর সিং বর্তমানে সক্রিয় কংগ্রেস নেতা ৷ সম্প্রতি পঞ্জাবে কংগ্রেসের ভারত জোড় যাত্রায় তিনি রাহুল গান্ধির সঙ্গে হেঁটেছেন ৷

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগের ইস্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেন্দর সিং ৷ তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘আমি চাই আন্দোলনকারী সকল কুস্তিগীররা বিচার পাক ৷ কুস্তিগীরদের তরফে তোলা এই অভিযোগের একটা তদন্ত হওয়া দরকার ৷ আর যাঁরা এর সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া জরুরি ৷’’

আরও পড়ুন: ধরনায় অনড় কুস্তিগীররা ! রবিতেই ইস্তফা দিতে পারেন ব্রিজ ভূষণ

বিশ্বজয়ী এই বক্সার দাবি করেছেন, যদি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন, তাহলে তা যেন সরাসরি সম্প্রচার করা হয় ৷ কুস্তিগীরদের সঙ্গে মন্ত্রী কী কথা বলবেন, তা সকলের জানা উচিত বলে দাবি করেন বিজেন্দর ৷ তাঁর মতে, ‘‘আমরা জানতে চাই, কে সঠিক আর কে ভুল ?’’ পরবর্তী সময়ে প্রাক্তন ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়ার সঙ্গে কংগ্রেসের সাংবাদিক বৈঠকে বিজেন্দর সিং বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এখনই এ নিয়ে কিছু বলা উচিত ৷ আর যথাযথ ধারা লাগু করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷’’

নয়াদিল্লি, 20 জানুয়ারি: প্রতিবাদ মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল অলিম্পিক্সে রুপো জয়ী বক্সার বিজেন্দর সিংকে (Wrestlers Asked Vijender Singh to Leave Stage) ৷ রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া এবং সংস্থার সভাপতির বিরুদ্ধে এই আন্দোলনকে রাজনীতির ছোঁয়া থেকে দূরে রাখতেই, বিজেন্দর সিংকে যন্তর মন্তরের আন্দোলন মঞ্চ থেকে নেম যাওয়ার অনুরোধ করেন বিক্ষোভকারী কুস্তিগীররা ৷ বিজেন্দর সিং তাঁদের সেই অনুরোধে সারাও দেন ৷ পরে সঙ্গে থাকা আরও 4 সঙ্গীকে নিয়ে মূল মঞ্চের নীচে উলটোদিকে অবস্থানে বসেন তিনি ৷

এদিন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাটও কুস্তিগীরদের সমর্থনে যন্তর মন্তরে গিয়েছিলেন ৷ তাঁকেও আন্দোলনকারীরা মঞ্চ থেকে নেমে যেতে অনুরোধ করেন ৷ তাঁরা ফেডেরেশনের বিরুদ্ধে এই আন্দোলনকে কোনওরকম রাজনৈতিক রং লাগতে দিতে চান না ৷ নিজেদের সম্মান ও অধিকারের লড়াইয়ে বারেবারে রাজনীতিকদের দূরে থাকার আবেদন করে আসছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা ৷ উল্লেখ্য, বিজেন্দর সিং বর্তমানে সক্রিয় কংগ্রেস নেতা ৷ সম্প্রতি পঞ্জাবে কংগ্রেসের ভারত জোড় যাত্রায় তিনি রাহুল গান্ধির সঙ্গে হেঁটেছেন ৷

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগের ইস্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেন্দর সিং ৷ তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘আমি চাই আন্দোলনকারী সকল কুস্তিগীররা বিচার পাক ৷ কুস্তিগীরদের তরফে তোলা এই অভিযোগের একটা তদন্ত হওয়া দরকার ৷ আর যাঁরা এর সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া জরুরি ৷’’

আরও পড়ুন: ধরনায় অনড় কুস্তিগীররা ! রবিতেই ইস্তফা দিতে পারেন ব্রিজ ভূষণ

বিশ্বজয়ী এই বক্সার দাবি করেছেন, যদি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন, তাহলে তা যেন সরাসরি সম্প্রচার করা হয় ৷ কুস্তিগীরদের সঙ্গে মন্ত্রী কী কথা বলবেন, তা সকলের জানা উচিত বলে দাবি করেন বিজেন্দর ৷ তাঁর মতে, ‘‘আমরা জানতে চাই, কে সঠিক আর কে ভুল ?’’ পরবর্তী সময়ে প্রাক্তন ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়ার সঙ্গে কংগ্রেসের সাংবাদিক বৈঠকে বিজেন্দর সিং বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এখনই এ নিয়ে কিছু বলা উচিত ৷ আর যথাযথ ধারা লাগু করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.