ETV Bharat / sports

WFI Chief Brij Bhushan: ধরনায় অনড় কুস্তিগীররা ! রবিতেই ইস্তফা দিতে পারেন ব্রিজ ভূষণ

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণকে ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ অবস্থান বিক্ষোভে বসেছেন মহিলা-পুরুষ কুস্তিগীররা । এরপরই তাঁর ইস্তফা দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে (Wrestling Federation of India WFI President Brij Bhushan Sharan may resign) ৷

WFI President Brij Bhushan Sharan
ব্রিজভূষণ সরণ
author img

By

Published : Jan 20, 2023, 8:43 AM IST

Updated : Jan 20, 2023, 10:43 AM IST

নয়াদিল্লি, 20 জানুয়ারি: রেসলিং ফেডারেশনের সভাপতি পদ ছাড়তে পারেন ব্রিজ ভূষণ সরণ ৷ তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠেছে ৷ বুধবার, 18 জানুয়ারি থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেছে দেশের সেরা কুস্তিগীররা ৷ বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক হয়েছে আন্দোলনকারী ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকের মতো পদকজয়ী কুস্তিগীরদের ৷ তাতে কোনও সমাধান হয়নি ৷ তাঁদের দাবি, অবিলম্বে ইস্তফা দিন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ ৷ সবমিলিয়ে কুস্তিগীরদের বিতর্কে উত্তাল দেশ ৷ 22 জানুয়ারি ডব্লিউএফআই-এর বার্ষিক সাধারণ সভার বৈঠক হওয়ার কথা ৷ এই উত্তপ্ত পরিস্থিতিতে হয়তো সভা থেকেই ব্রিজ ভূষণ সরণ প্রধানের পদ ছেড়ে দিতে পারেন বলে মনে করছে কয়েকটি মহল । আজ বিকেল 4টের পর উত্তরপ্রদেশের রেসলিং প্রশিক্ষণ কেন্দ্রে (Wrestling Training Centre) সাংবাদিকদের মুখোমুখি হবেন ব্রিজ ভূষণ সরণ সিং ৷

আরও পড়ুন: তিন ঘণ্টার বৈঠকে বরফ গলেনি! আজ ফের অনুরাগ-কুস্তিগীর বৈঠকের সম্ভাবনা

এখন ব্রিজ ভূষণের ইস্তফা দেওয়ার কথা শোনা গেলেও কয়েকদিন আগেই তাঁর অবস্থান অবশ্য আলাদা ছিল। কুস্তিগীরদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন ৷ পাশাপাশিন দিল্লিতে পৌঁছে একটি সংবাদ সংস্থাকে বলেন, "যাঁরা যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছেন, তাঁরা কেউ অলিম্পিকে পদক জেতার যোগ্য নন ৷ 22-28 বছরের মধ্যে সবচেয়ে ভালো কুস্তি খেলা যায় ৷ পদক না জেতার রাগেই তাঁরা ওই অবস্থানে বসেছেন ৷" তিনি যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি এও দাবি করেন যে, এই অভিযোগ নিয়ে তাঁর কাছে আগে কেন আসেননি এই বিক্ষুব্ধ আন্দোলনকারী কুস্তিগীররা ? 97 শতাংশ কুস্তিগীর তাঁর সঙ্গেই আছেন, দাবি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বর্তমান সভাপতির ৷

এর মধ্যে সমস্যা সমাধানে মাঠে নেমেছে ক্রীড়া মন্ত্রক ৷ গতকাল ডব্লিউএফআই-এর কাছ থেকে জবাব তলব করেছে কেন্দ্রের ক্রীড়া মন্ত্রক ৷ এদিকে কাল আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে একদফা আলোচনার হলেও কোনও সমাধানে পৌঁছতে পারেননি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তাই আজ ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে ৷

নয়াদিল্লি, 20 জানুয়ারি: রেসলিং ফেডারেশনের সভাপতি পদ ছাড়তে পারেন ব্রিজ ভূষণ সরণ ৷ তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠেছে ৷ বুধবার, 18 জানুয়ারি থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেছে দেশের সেরা কুস্তিগীররা ৷ বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক হয়েছে আন্দোলনকারী ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকের মতো পদকজয়ী কুস্তিগীরদের ৷ তাতে কোনও সমাধান হয়নি ৷ তাঁদের দাবি, অবিলম্বে ইস্তফা দিন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ ৷ সবমিলিয়ে কুস্তিগীরদের বিতর্কে উত্তাল দেশ ৷ 22 জানুয়ারি ডব্লিউএফআই-এর বার্ষিক সাধারণ সভার বৈঠক হওয়ার কথা ৷ এই উত্তপ্ত পরিস্থিতিতে হয়তো সভা থেকেই ব্রিজ ভূষণ সরণ প্রধানের পদ ছেড়ে দিতে পারেন বলে মনে করছে কয়েকটি মহল । আজ বিকেল 4টের পর উত্তরপ্রদেশের রেসলিং প্রশিক্ষণ কেন্দ্রে (Wrestling Training Centre) সাংবাদিকদের মুখোমুখি হবেন ব্রিজ ভূষণ সরণ সিং ৷

আরও পড়ুন: তিন ঘণ্টার বৈঠকে বরফ গলেনি! আজ ফের অনুরাগ-কুস্তিগীর বৈঠকের সম্ভাবনা

এখন ব্রিজ ভূষণের ইস্তফা দেওয়ার কথা শোনা গেলেও কয়েকদিন আগেই তাঁর অবস্থান অবশ্য আলাদা ছিল। কুস্তিগীরদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন ৷ পাশাপাশিন দিল্লিতে পৌঁছে একটি সংবাদ সংস্থাকে বলেন, "যাঁরা যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছেন, তাঁরা কেউ অলিম্পিকে পদক জেতার যোগ্য নন ৷ 22-28 বছরের মধ্যে সবচেয়ে ভালো কুস্তি খেলা যায় ৷ পদক না জেতার রাগেই তাঁরা ওই অবস্থানে বসেছেন ৷" তিনি যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি এও দাবি করেন যে, এই অভিযোগ নিয়ে তাঁর কাছে আগে কেন আসেননি এই বিক্ষুব্ধ আন্দোলনকারী কুস্তিগীররা ? 97 শতাংশ কুস্তিগীর তাঁর সঙ্গেই আছেন, দাবি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বর্তমান সভাপতির ৷

এর মধ্যে সমস্যা সমাধানে মাঠে নেমেছে ক্রীড়া মন্ত্রক ৷ গতকাল ডব্লিউএফআই-এর কাছ থেকে জবাব তলব করেছে কেন্দ্রের ক্রীড়া মন্ত্রক ৷ এদিকে কাল আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে একদফা আলোচনার হলেও কোনও সমাধানে পৌঁছতে পারেননি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তাই আজ ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে ৷

Last Updated : Jan 20, 2023, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.