ETV Bharat / sports

Elina Svitolina : শত্রু দেশের প্রতিদ্বন্ধীর বিরুদ্ধে কোর্টে নামতে নারাজ সিতোলিনা - ukrainian tennis player wont play russian unless tours act

রাশিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হতে হলে মন্টেরে ওপেন থেকে নাম প্রত্যাহার করবেন । একমাত্র, রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে দেশের প্রতীক ছাড়া নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে নিলে টুর্নামেন্টে খেলবেন ইউক্রেনের টেনিস-তারকা ইলিনা সিতোলিনা (Elina Svitolina wont play Russian unless tours act)।

Elina
কোর্টে নামতে নারাজ সিতোলিনা
author img

By

Published : Mar 1, 2022, 10:06 PM IST

নিউইয়র্ক, 1 ফেব্রুয়ারি : যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে খেলার ময়দানেও রাশিয়া-ইউক্রেন সমস্যার আঁচ ছড়িয়ে পড়ছে । দিনদুয়েক আগেই দুবাই টেনিস টুর্নামেন্টে ম্যাচ শেষে ক্যামেরায় 'নো ওয়্যার প্লিজ' লিখেছিলেন রাশিয়ান টেনিস-তারকা আন্দ্রে রুবলেভ । এবার সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন ইউক্রেনের টেনিস-তারকা ইলিনা সিতোলিনা । জানিয়ে দিলেন, রাশিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হতে হলে মন্টেরে ওপেন থেকে নাম প্রত্যাহার করবেন । একমাত্র, রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের দেশের প্রতীক ছাড়া নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে টুর্নামেন্টে নিলেই তিনি খেলবেন (Elina Svitolina wont play Russian unless tours act) ।

সিতোলিনা টুইটারে লিখেছেন, "ডাব্লুটিএ, এটিপি এবং আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে অলিম্পিক কমিটির সুপারিশ মতো রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে টুর্নামেন্টে নিতে হবে । দেশের প্রতীক, রং, পতাকা বা জাতীয় সঙ্গীত ব্যবহার করতে না দেওয়া উচিৎ ।" তা না হলে রুশ প্রতিদ্বন্ধী অ্যানাস্থাসিয়া পোটাপোভার বিরুদ্ধে তিনি কোর্টে নামবেন না ।

আরও পড়ুন : কড়া ফিফাও, বিশ্বকাপ কোয়ালিফায়ারে উড়বে না রাশিয়ার পতাকা, বাজবে না জাতীয় সঙ্গীত

এর আগেই তিনি জানিয়েছিলেন, টেনিস প্রতিযোগিতা খেলে যে পুরস্কারস্বরূপ অর্থ পাবে তা দেশের সেনাবাহিনী এবং যুদ্ধ-বিধ্বস্ত মানুষের জন্য তা দান করা হবে ।

অন্যদিকে, ফুটবল মাঠেও কার্যত একঘরে 2018 বিশ্বকাপের আয়োজকরা ৷ বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের প্লে-অফের ম্যাচে স্টেডিয়ামে উড়বে না রাশিয়ার পতাকা, ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাইতে পারবেন না রুশ ফুটবলাররা ৷ একইসঙ্গে প্লে-অফের ম্যাচগুলি রাশিয়া থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷

নিউইয়র্ক, 1 ফেব্রুয়ারি : যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে খেলার ময়দানেও রাশিয়া-ইউক্রেন সমস্যার আঁচ ছড়িয়ে পড়ছে । দিনদুয়েক আগেই দুবাই টেনিস টুর্নামেন্টে ম্যাচ শেষে ক্যামেরায় 'নো ওয়্যার প্লিজ' লিখেছিলেন রাশিয়ান টেনিস-তারকা আন্দ্রে রুবলেভ । এবার সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন ইউক্রেনের টেনিস-তারকা ইলিনা সিতোলিনা । জানিয়ে দিলেন, রাশিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হতে হলে মন্টেরে ওপেন থেকে নাম প্রত্যাহার করবেন । একমাত্র, রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের দেশের প্রতীক ছাড়া নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে টুর্নামেন্টে নিলেই তিনি খেলবেন (Elina Svitolina wont play Russian unless tours act) ।

সিতোলিনা টুইটারে লিখেছেন, "ডাব্লুটিএ, এটিপি এবং আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে অলিম্পিক কমিটির সুপারিশ মতো রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে টুর্নামেন্টে নিতে হবে । দেশের প্রতীক, রং, পতাকা বা জাতীয় সঙ্গীত ব্যবহার করতে না দেওয়া উচিৎ ।" তা না হলে রুশ প্রতিদ্বন্ধী অ্যানাস্থাসিয়া পোটাপোভার বিরুদ্ধে তিনি কোর্টে নামবেন না ।

আরও পড়ুন : কড়া ফিফাও, বিশ্বকাপ কোয়ালিফায়ারে উড়বে না রাশিয়ার পতাকা, বাজবে না জাতীয় সঙ্গীত

এর আগেই তিনি জানিয়েছিলেন, টেনিস প্রতিযোগিতা খেলে যে পুরস্কারস্বরূপ অর্থ পাবে তা দেশের সেনাবাহিনী এবং যুদ্ধ-বিধ্বস্ত মানুষের জন্য তা দান করা হবে ।

অন্যদিকে, ফুটবল মাঠেও কার্যত একঘরে 2018 বিশ্বকাপের আয়োজকরা ৷ বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের প্লে-অফের ম্যাচে স্টেডিয়ামে উড়বে না রাশিয়ার পতাকা, ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাইতে পারবেন না রুশ ফুটবলাররা ৷ একইসঙ্গে প্লে-অফের ম্যাচগুলি রাশিয়া থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.