ETV Bharat / sports

UEFA CL Final Relocated : যুদ্ধ আবহে রাশিয়া থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সরল ফ্রান্সে - চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

আগামী 28 মে রাশিয়ায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুদ্ধ আবহে রাশিয়া থেকে চ্যাম্পিয়ন্স লিগ সরানো হল ফ্রান্সে (UEFA move Champions League final from Russia to France) ৷

UEFA CL Final Relocated
যুদ্ধ আবহে রাশিয়া থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সরলো ফ্রান্সে
author img

By

Published : Feb 25, 2022, 6:07 PM IST

নিয়ঁ, 25 ফেব্রুয়ারি : কেবল সীমান্তে সেনা অভ্যুত্থানেই থমকে রইল না বিষয়টা ৷ আশঙ্কায় সিলমোহর দিয়ে বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া ৷ ইউক্রেনের 23টি প্রদেশ আপাতত রুশ সেনার কব্জায় ৷ পুতিনের ঘোষণার পর পেরিয়ে গিয়েছে 24 ঘণ্টা ৷ ইউক্রেনের বাতাসে এখন বারুদের গন্ধ ৷ ঘটনার আঁচ স্বাভাবিকভাবেই পড়েছে ময়দানেও ৷ বৃহস্পতিবারই ডায়নামো মস্কোয় খেলা রাশিয়ার জাতীয় দলের ফুটবলার ফেডর স্মোলভ রুশ রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছেন ৷ ইউরোপা লিগের ম্যাচে বার্সেলোনা-নাপোলি একজোটে যুদ্ধ বন্ধের ডাক দিয়েছে ৷ এরই মধ্যে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফার তরফে বড় ঘোষণা এল শুক্রবার ৷ যুদ্ধ আবহে রাশিয়া থেকে চ্যাম্পিয়ন্স লিগ সরানো হল ফ্রান্সে (UEFA move Champions League final from Russia to France) ৷

সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তোস্কি স্টেডিয়ামের পরিবর্তে 2021-22 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনু়ষ্ঠিত হবে ফ্রান্সের সেন্ট ডেনিসে ৷ আগামী 28 মে রাশিয়ায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গতকাল রাশিয়ার ইউক্রেন হামলার পরেই এক জরুরি সভার আয়োজন করে উয়েফার কার্যকরী কমিটি ৷ সেখানেই শুক্রবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷

এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি লিখেছে, "ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ এই কঠিন সময়েও তাঁর সমর্থন এবং প্রতিশ্রুতির জন্য ৷ ফ্রান্স সরকারের সঙ্গে একজোটে উয়েফা ইউক্রেনে আটকে থাকা ফুটবলার এবং তাদের পরিবারের পাশে থাকবে, যারা অমানবিক অত্যাচার, উচ্ছেদের মতো ঘটনার সম্মুখীন এই মুহূর্তে ৷ "

আরও পড়ুন : Missile Attack on Central Kyiv : মধ্য কিয়েভে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা ; জানালেন বিদেশমন্ত্রী কুলেবা

পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেনের যে ক্লাবগুলো এই মূহূর্তে উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় খেলছে, তাদের হোম ম্যাচ আপাতত নিরপেক্ষ ভেন্যুতে খেলানোর উদ্যোগ নিয়েছে উয়েফা ৷

নিয়ঁ, 25 ফেব্রুয়ারি : কেবল সীমান্তে সেনা অভ্যুত্থানেই থমকে রইল না বিষয়টা ৷ আশঙ্কায় সিলমোহর দিয়ে বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া ৷ ইউক্রেনের 23টি প্রদেশ আপাতত রুশ সেনার কব্জায় ৷ পুতিনের ঘোষণার পর পেরিয়ে গিয়েছে 24 ঘণ্টা ৷ ইউক্রেনের বাতাসে এখন বারুদের গন্ধ ৷ ঘটনার আঁচ স্বাভাবিকভাবেই পড়েছে ময়দানেও ৷ বৃহস্পতিবারই ডায়নামো মস্কোয় খেলা রাশিয়ার জাতীয় দলের ফুটবলার ফেডর স্মোলভ রুশ রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছেন ৷ ইউরোপা লিগের ম্যাচে বার্সেলোনা-নাপোলি একজোটে যুদ্ধ বন্ধের ডাক দিয়েছে ৷ এরই মধ্যে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফার তরফে বড় ঘোষণা এল শুক্রবার ৷ যুদ্ধ আবহে রাশিয়া থেকে চ্যাম্পিয়ন্স লিগ সরানো হল ফ্রান্সে (UEFA move Champions League final from Russia to France) ৷

সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তোস্কি স্টেডিয়ামের পরিবর্তে 2021-22 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনু়ষ্ঠিত হবে ফ্রান্সের সেন্ট ডেনিসে ৷ আগামী 28 মে রাশিয়ায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গতকাল রাশিয়ার ইউক্রেন হামলার পরেই এক জরুরি সভার আয়োজন করে উয়েফার কার্যকরী কমিটি ৷ সেখানেই শুক্রবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷

এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি লিখেছে, "ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ এই কঠিন সময়েও তাঁর সমর্থন এবং প্রতিশ্রুতির জন্য ৷ ফ্রান্স সরকারের সঙ্গে একজোটে উয়েফা ইউক্রেনে আটকে থাকা ফুটবলার এবং তাদের পরিবারের পাশে থাকবে, যারা অমানবিক অত্যাচার, উচ্ছেদের মতো ঘটনার সম্মুখীন এই মুহূর্তে ৷ "

আরও পড়ুন : Missile Attack on Central Kyiv : মধ্য কিয়েভে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা ; জানালেন বিদেশমন্ত্রী কুলেবা

পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেনের যে ক্লাবগুলো এই মূহূর্তে উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় খেলছে, তাদের হোম ম্যাচ আপাতত নিরপেক্ষ ভেন্যুতে খেলানোর উদ্যোগ নিয়েছে উয়েফা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.