নিয়ঁ, 25 ফেব্রুয়ারি : কেবল সীমান্তে সেনা অভ্যুত্থানেই থমকে রইল না বিষয়টা ৷ আশঙ্কায় সিলমোহর দিয়ে বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া ৷ ইউক্রেনের 23টি প্রদেশ আপাতত রুশ সেনার কব্জায় ৷ পুতিনের ঘোষণার পর পেরিয়ে গিয়েছে 24 ঘণ্টা ৷ ইউক্রেনের বাতাসে এখন বারুদের গন্ধ ৷ ঘটনার আঁচ স্বাভাবিকভাবেই পড়েছে ময়দানেও ৷ বৃহস্পতিবারই ডায়নামো মস্কোয় খেলা রাশিয়ার জাতীয় দলের ফুটবলার ফেডর স্মোলভ রুশ রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছেন ৷ ইউরোপা লিগের ম্যাচে বার্সেলোনা-নাপোলি একজোটে যুদ্ধ বন্ধের ডাক দিয়েছে ৷ এরই মধ্যে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফার তরফে বড় ঘোষণা এল শুক্রবার ৷ যুদ্ধ আবহে রাশিয়া থেকে চ্যাম্পিয়ন্স লিগ সরানো হল ফ্রান্সে (UEFA move Champions League final from Russia to France) ৷
সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তোস্কি স্টেডিয়ামের পরিবর্তে 2021-22 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনু়ষ্ঠিত হবে ফ্রান্সের সেন্ট ডেনিসে ৷ আগামী 28 মে রাশিয়ায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গতকাল রাশিয়ার ইউক্রেন হামলার পরেই এক জরুরি সভার আয়োজন করে উয়েফার কার্যকরী কমিটি ৷ সেখানেই শুক্রবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷
এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি লিখেছে, "ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ এই কঠিন সময়েও তাঁর সমর্থন এবং প্রতিশ্রুতির জন্য ৷ ফ্রান্স সরকারের সঙ্গে একজোটে উয়েফা ইউক্রেনে আটকে থাকা ফুটবলার এবং তাদের পরিবারের পাশে থাকবে, যারা অমানবিক অত্যাচার, উচ্ছেদের মতো ঘটনার সম্মুখীন এই মুহূর্তে ৷ "
আরও পড়ুন : Missile Attack on Central Kyiv : মধ্য কিয়েভে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা ; জানালেন বিদেশমন্ত্রী কুলেবা
পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেনের যে ক্লাবগুলো এই মূহূর্তে উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় খেলছে, তাদের হোম ম্যাচ আপাতত নিরপেক্ষ ভেন্যুতে খেলানোর উদ্যোগ নিয়েছে উয়েফা ৷