ETV Bharat / sports

Tokyo Paralympics 2020 : হাই জাম্পে জোড়া পদক; রুপো জয় থাঙ্গাভেলুর, শরদের ব্রোঞ্জ

হাই জাম্প টি 63 বিভাগে রুপোর পদক জিতলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷

Tokyo Paralympics 2020
Tokyo Paralympics 2020
author img

By

Published : Aug 31, 2021, 6:10 PM IST

Updated : Aug 31, 2021, 6:27 PM IST

টোকিয়ো, 31 অগস্ট : গতবার রিও প্যারালিম্পিকসে সোনার পদক জিতেছিলেন ৷ ধারাবাহিকতা বজায় রইল টোকিয়োতেও ৷ হাই জাম্প টি 63 বিভাগে রুপোর পদক জিতলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ মারিয়াপ্পান ছাড়াও একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন শরদ কুমার ৷ ফলে মঙ্গলবার হাই জাম্প থেকে জোড়া পদক এল ভারতের ঘরে ৷

আজ সকালে 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটে ব্রোঞ্জ জেতেন সিংহরাজ আদানা ৷ এরপর বিকেলে হাই জাম্প টি 63 বিভাগের ফাইনালে নামেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু, শরদ কুমার এবং বরুণ সিং ভাতি ৷ প্রথম প্রচেষ্টায় 1.80 মিটার জাম্প দেন মারিয়াপ্পান এবং শরদ ৷ যদিও প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন বরুণ সিং ৷ এরপর দ্বিতীয় প্রচেষ্টাতেও 1.80 মিটার মার্ক জাম্প দিতে ব্যর্থ হন ৷ তৃতীয়বারও ব্যর্থ হয়ে পদকের দৌড় থেকে ছিটকে যান বরুণ ৷ তবে লড়াইয়ে ছিলেন মারিয়াপ্পান এবং শরদ ৷ 29 বছরের মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে নিয়ে পদকের আশা ছিলই ৷ দ্বিতীয়বারের প্রচেষ্টায় 1.86 মিটার লাফ দিতে না পারলেও তৃতীয় চেষ্টায় সফল হন ৷

মারিয়াপ্পান 1.86 মিটার ও শরদ 1.83 মিটার লাফ দিতে যথাক্রমে রুপো ও সোনার পদক জিতেছেন ৷ প্যারালিম্পিকসে হাই জাম্পে এই নিয়ে তিনটে পদক হল ভারতের ৷ গত রবিবার নিশাদ কুমার টি47 বিভাগে এশিয়ান রেকর্ড গড়ে রুপো পদক জিতেছিলেন ৷ পাশাপাশি প্যারালিম্পিকসে ভারতের পদক সংখ্যা দুই অঙ্কের ঘরে পৌঁছাল ৷ তার মধ্যে দুটো সোনা, পাঁচটি রুপো এবং তিনটে ব্রোঞ্জ পদক ৷ প্যারালিম্পিকসে এটাই ভারতের সেরা পারফরম্যান্স ৷ রিও অলিম্পিকসে 2টি সোনা, 4টি রুপো জিতেছিল ভারত ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটে ব্রোঞ্জ জয় সিংহরাজ আদানার

প্যারালিম্পিকসে ভারতের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মারিয়াপ্পান এবং শরদকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ টুইটারে তিনি লিখেছেন, "উঁচুতে. আরও উঁচুতে ওড়া ৷ মারিয়াপ্পান থাঙ্গাভেলুর ধারাবাহিকতা এবং উৎকৃষ্টতা সমার্থক ৷ রুপোর পদক জেতার জন্য ওনাকে শুভেচ্ছা ৷ ওনার এই সাফল্যে দেশবাসী গর্ব অনুভব করছে ৷" শরদ কুমারকেও ব্রোঞ্জ জেতার জন্যও শুভেচ্ছা জানিয়েছেন মোদি ৷

টোকিয়ো, 31 অগস্ট : গতবার রিও প্যারালিম্পিকসে সোনার পদক জিতেছিলেন ৷ ধারাবাহিকতা বজায় রইল টোকিয়োতেও ৷ হাই জাম্প টি 63 বিভাগে রুপোর পদক জিতলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ মারিয়াপ্পান ছাড়াও একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন শরদ কুমার ৷ ফলে মঙ্গলবার হাই জাম্প থেকে জোড়া পদক এল ভারতের ঘরে ৷

আজ সকালে 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটে ব্রোঞ্জ জেতেন সিংহরাজ আদানা ৷ এরপর বিকেলে হাই জাম্প টি 63 বিভাগের ফাইনালে নামেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু, শরদ কুমার এবং বরুণ সিং ভাতি ৷ প্রথম প্রচেষ্টায় 1.80 মিটার জাম্প দেন মারিয়াপ্পান এবং শরদ ৷ যদিও প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন বরুণ সিং ৷ এরপর দ্বিতীয় প্রচেষ্টাতেও 1.80 মিটার মার্ক জাম্প দিতে ব্যর্থ হন ৷ তৃতীয়বারও ব্যর্থ হয়ে পদকের দৌড় থেকে ছিটকে যান বরুণ ৷ তবে লড়াইয়ে ছিলেন মারিয়াপ্পান এবং শরদ ৷ 29 বছরের মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে নিয়ে পদকের আশা ছিলই ৷ দ্বিতীয়বারের প্রচেষ্টায় 1.86 মিটার লাফ দিতে না পারলেও তৃতীয় চেষ্টায় সফল হন ৷

মারিয়াপ্পান 1.86 মিটার ও শরদ 1.83 মিটার লাফ দিতে যথাক্রমে রুপো ও সোনার পদক জিতেছেন ৷ প্যারালিম্পিকসে হাই জাম্পে এই নিয়ে তিনটে পদক হল ভারতের ৷ গত রবিবার নিশাদ কুমার টি47 বিভাগে এশিয়ান রেকর্ড গড়ে রুপো পদক জিতেছিলেন ৷ পাশাপাশি প্যারালিম্পিকসে ভারতের পদক সংখ্যা দুই অঙ্কের ঘরে পৌঁছাল ৷ তার মধ্যে দুটো সোনা, পাঁচটি রুপো এবং তিনটে ব্রোঞ্জ পদক ৷ প্যারালিম্পিকসে এটাই ভারতের সেরা পারফরম্যান্স ৷ রিও অলিম্পিকসে 2টি সোনা, 4টি রুপো জিতেছিল ভারত ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : 10 মিটার প্যারা এয়ার পিস্তল শুটে ব্রোঞ্জ জয় সিংহরাজ আদানার

প্যারালিম্পিকসে ভারতের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মারিয়াপ্পান এবং শরদকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ টুইটারে তিনি লিখেছেন, "উঁচুতে. আরও উঁচুতে ওড়া ৷ মারিয়াপ্পান থাঙ্গাভেলুর ধারাবাহিকতা এবং উৎকৃষ্টতা সমার্থক ৷ রুপোর পদক জেতার জন্য ওনাকে শুভেচ্ছা ৷ ওনার এই সাফল্যে দেশবাসী গর্ব অনুভব করছে ৷" শরদ কুমারকেও ব্রোঞ্জ জেতার জন্যও শুভেচ্ছা জানিয়েছেন মোদি ৷

Last Updated : Aug 31, 2021, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.