ETV Bharat / sports

Deepika Kumari : টোকিয়ো অলিম্পিকসে ব়্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে শেষ করলেন দীপিকা কুমারী - ninth

দীপিকা কুমারী শেষ করেন 663 পয়েন্টে এবং 20 বছর বয়সী স্যান অ্যান শেষ করেন 680 পয়েন্টে ৷

Deepika Kumari
টোকিও অলিম্পিকসে নবম স্থানে শেষ করলেন দীপিকা কুমারী
author img

By

Published : Jul 23, 2021, 9:23 AM IST

Updated : Jul 23, 2021, 1:08 PM IST

টোকিয়ো, 23 জুলাই: টোকিয়ো অলিম্পিকসের ব়্যাঙ্কিংয় রাউন্ডে মহিলাদের একক তিরন্দাজিতে নবম স্থানে শেষ করলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী ৷ আজ থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকস ৷ বাছাই পর্বে প্রথমে ভাল শুরু করলেও, পরে নবম স্থান বেশ হতাশ করেছে তাঁর ভক্তদের ৷ এই ইভেন্টে অলিম্পিকসে নতুন রেকর্ড করেন দক্ষিণ কোরিয়ার স্যান অ্যান ৷ দীপিকা কুমারী শেষ করেন 663 পয়েন্টে এবং 20 বছর বয়সী স্যান অ্যান শেষ করেন 680 পয়েন্টে ৷

আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে বঙ্গবধূ দীপিকার সোনার হ্যাটট্রিক

তবে দীপিকা কুমারী প্রথম 10 জনের তালিকা টিকে থাকতে সক্ষম হয়েছেন তিনি ৷ প্রথম ও দ্বিতীয় রাউন্ডের শেষে 55 এবং 53 পয়েন্ট সংগ্রহ করে তিনি অষ্টম স্থানে নেমে যান ৷ ফাইনাল রাউন্ডের শেষে তাঁর ফল আরও হতাশ করে ৷ দ্বিতীয় রাউন্ডে প্রয়োজনীয় 58 পয়েন্টের লক্ষ্যে নেমে 53 পয়েন্টে শেষ করেন ৷ পরবর্তী রাউন্ডে তিনি ভুটানের কার্মার মুখোমুখি হবেন ৷ যিনি আজ ব্যক্তিগত ইভেন্টে 616 পয়েন্টে শেষ করেন ৷ তবে আশা এখনও শেষ হয়ে যায়নি ৷ লড়াইয়ে টিকে থাকতে গেলে পরবর্তী রাউন্ডগুলিতে ভাল করতে হবে দীপিকাকে ৷ এই বিষয়ে দীপিকা বলেন, "আমার এই পারফরম্যান্স ভাল এবং খারাপও ৷ তবে আমি মধ্যবর্তী পর্যায়ে রয়েছি ৷"

করোনা আবহে প্রায় একবছর পিছিয়ে আজ থেকে শুরু হয়েছে টোকিয়ো অলিম্পিক ৷ আজই ভারতীয় পুরুষ তিরন্দাজরা ব্যক্তিগত ইভেন্টে নামবেন ৷ সেখানে নামবেন দীপিকার স্বামী অতনু দাস, অতনুর সঙ্গী হবেন তরুণদীপ রাই এবং প্রবীণ যাদব।

টোকিয়ো, 23 জুলাই: টোকিয়ো অলিম্পিকসের ব়্যাঙ্কিংয় রাউন্ডে মহিলাদের একক তিরন্দাজিতে নবম স্থানে শেষ করলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী ৷ আজ থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকস ৷ বাছাই পর্বে প্রথমে ভাল শুরু করলেও, পরে নবম স্থান বেশ হতাশ করেছে তাঁর ভক্তদের ৷ এই ইভেন্টে অলিম্পিকসে নতুন রেকর্ড করেন দক্ষিণ কোরিয়ার স্যান অ্যান ৷ দীপিকা কুমারী শেষ করেন 663 পয়েন্টে এবং 20 বছর বয়সী স্যান অ্যান শেষ করেন 680 পয়েন্টে ৷

আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে বঙ্গবধূ দীপিকার সোনার হ্যাটট্রিক

তবে দীপিকা কুমারী প্রথম 10 জনের তালিকা টিকে থাকতে সক্ষম হয়েছেন তিনি ৷ প্রথম ও দ্বিতীয় রাউন্ডের শেষে 55 এবং 53 পয়েন্ট সংগ্রহ করে তিনি অষ্টম স্থানে নেমে যান ৷ ফাইনাল রাউন্ডের শেষে তাঁর ফল আরও হতাশ করে ৷ দ্বিতীয় রাউন্ডে প্রয়োজনীয় 58 পয়েন্টের লক্ষ্যে নেমে 53 পয়েন্টে শেষ করেন ৷ পরবর্তী রাউন্ডে তিনি ভুটানের কার্মার মুখোমুখি হবেন ৷ যিনি আজ ব্যক্তিগত ইভেন্টে 616 পয়েন্টে শেষ করেন ৷ তবে আশা এখনও শেষ হয়ে যায়নি ৷ লড়াইয়ে টিকে থাকতে গেলে পরবর্তী রাউন্ডগুলিতে ভাল করতে হবে দীপিকাকে ৷ এই বিষয়ে দীপিকা বলেন, "আমার এই পারফরম্যান্স ভাল এবং খারাপও ৷ তবে আমি মধ্যবর্তী পর্যায়ে রয়েছি ৷"

করোনা আবহে প্রায় একবছর পিছিয়ে আজ থেকে শুরু হয়েছে টোকিয়ো অলিম্পিক ৷ আজই ভারতীয় পুরুষ তিরন্দাজরা ব্যক্তিগত ইভেন্টে নামবেন ৷ সেখানে নামবেন দীপিকার স্বামী অতনু দাস, অতনুর সঙ্গী হবেন তরুণদীপ রাই এবং প্রবীণ যাদব।

Last Updated : Jul 23, 2021, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.