ETV Bharat / sports

Sharapova Expects First Child : সন্তানসম্ভবা শারাপোভা, জন্মদিনে খুশির খবর শোনালেন টেনিস সুন্দরী - সন্তানসম্ভবা শারাপোভা, জন্মদিনে খুশির খবর শোনালেন টেনিস সুন্দরী

35তম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবার মা হতে চলার ঘোষণা করলেন প্রাক্তন টেনিস তারকা (Tennis star Maria Sharapova says she is pregnant for the first time) ৷

Sharapova Is Pregnant
সন্তানসম্ভবা শারাপোভা
author img

By

Published : Apr 20, 2022, 9:48 AM IST

Updated : Apr 20, 2022, 10:07 AM IST

মস্কো, 20 এপ্রিল : 35তম জন্মদিনে তামাম অনুরাগীদের খুশির খবর শোনালেন রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা ৷ শীঘ্রই দুই থেকে তিন হচ্ছেন শারাপোভা এবং তাঁর পার্টনার আলেকজান্ডার গিলকেস ৷ বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবার মা হতে চলার কথা ঘোষণা করলেন প্রাক্তন টেনিস তারকা (Tennis star Maria Sharapova says she is pregnant for the first time) ৷

2020 টেনিস কোর্টকে বিদায় জানানোর পর থেকে সেভাবে আর প্রচারের আলোয় থাকেন না পাঁচটি মেজরের মালকিন৷ ওই বছরেই ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদান সেরে নিয়েছিলেন শারাপোভা ৷ এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও কোর্টে আর সেভাবে দেখা যায়নি মাত্র সতেরোয় উইম্বলডন জয়ী তারকা ৷

আরও পড়ুন : নবজাতককে হারিয়ে বিধ্বস্ত রোনাল্ডো, নিভৃতে থাকার অনুমতি চাইলেন পর্তুগিজ মহাতারকা

জন্মদিনে সোশ্যাল মাধ্যমে রুশ টেনিস সুন্দরী লেখেন, "মূল্যবান শুরু ৷ দু'জনের জন্য জন্মদিনের কেক খাওয়া আমার বরাবরের বিশেষত্ব ৷" কোনও এক সৈকতে দাঁড়িয়ে শারাপোভার ছবি এবং এই ক্যাপশন দেখে অনুরাগীদের বুঝতে অসুবিধা হয়নি সন্তানসম্ভবা তিনি ৷ শুভেচ্ছা এবং অভিনন্দনের বন্যায় ভাসতে থাকেন একমাত্র রুশ টেনিস তারকা হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ৷

মস্কো, 20 এপ্রিল : 35তম জন্মদিনে তামাম অনুরাগীদের খুশির খবর শোনালেন রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা ৷ শীঘ্রই দুই থেকে তিন হচ্ছেন শারাপোভা এবং তাঁর পার্টনার আলেকজান্ডার গিলকেস ৷ বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবার মা হতে চলার কথা ঘোষণা করলেন প্রাক্তন টেনিস তারকা (Tennis star Maria Sharapova says she is pregnant for the first time) ৷

2020 টেনিস কোর্টকে বিদায় জানানোর পর থেকে সেভাবে আর প্রচারের আলোয় থাকেন না পাঁচটি মেজরের মালকিন৷ ওই বছরেই ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদান সেরে নিয়েছিলেন শারাপোভা ৷ এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও কোর্টে আর সেভাবে দেখা যায়নি মাত্র সতেরোয় উইম্বলডন জয়ী তারকা ৷

আরও পড়ুন : নবজাতককে হারিয়ে বিধ্বস্ত রোনাল্ডো, নিভৃতে থাকার অনুমতি চাইলেন পর্তুগিজ মহাতারকা

জন্মদিনে সোশ্যাল মাধ্যমে রুশ টেনিস সুন্দরী লেখেন, "মূল্যবান শুরু ৷ দু'জনের জন্য জন্মদিনের কেক খাওয়া আমার বরাবরের বিশেষত্ব ৷" কোনও এক সৈকতে দাঁড়িয়ে শারাপোভার ছবি এবং এই ক্যাপশন দেখে অনুরাগীদের বুঝতে অসুবিধা হয়নি সন্তানসম্ভবা তিনি ৷ শুভেচ্ছা এবং অভিনন্দনের বন্যায় ভাসতে থাকেন একমাত্র রুশ টেনিস তারকা হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ৷

Last Updated : Apr 20, 2022, 10:07 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.