কলকাতা, 21 জুন : বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়া বাঁধার একমাস পেরিয়ে গিয়েছে । এখনও চুক্তিপত্র ক্লাবে পাঠায়নি ইমামি । ফলে প্লেয়ারদের সই করাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গঙ্গাপাড়ের ক্লাবকে (Team formation delayed as East Bengal Investor issue continues)।
ট্রান্সফার উইন্ডো খোলার পরে আইএসএল-এর সমস্ত ক্লাবই দল গঠনে ঝাঁপিয়ে পড়েছে । পিছিয়ে পড়ছে শুধু ইস্টবেঙ্গল । গত দু'বারের মতো এবারেও কি তবে হতশ্রী পারফরম্যান্সই করবে লাল-হলুদ বাহিনী ? এই প্রশ্ন যখন সমর্থকদের তাড়া করছে, তখনই বিবৃতি দিলেন লাল-হলুদের প্রাক্তনীরা । এদিকে লগ্নিকারীর তরফে সমস্যা দ্রুত মিটে যাবে বলা হলেও চুক্তির খসড়া এখনও ক্লাবে আসেনি । পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ ঠিক করতে মঙ্গলবার বিকেলে ক্লাবে কার্যকরী কমিটির সভা ডাকা হয়েছে ।
এই অবস্থায় ক্লাবের সম্মানের স্বার্থে দল গঠন না হলে না-খেলার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ফুটবলাররা । প্রাক্তনীদের এগারো জনের কমিটি সোমবার বিকেলে বৈঠকে উপস্থিত ছিলেন । মনোরঞ্জন ভট্টাচার্য বৈঠকে আসেননি । এছাড়াও তিন জন শহরের বাইরে থাকায় যোগ দিতে পারেননি । কমিটির বাকি সাত প্রাক্তন খেলোয়াড় বৈঠকের পরে ইস্টবেঙ্গল সচিবকে কড়া চিঠি পাঠিয়েছেন । সৈয়দ রহিম নবি, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বিকাশ পাঁজির মতো প্রাক্তন ফুটবলারদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, "ট্রান্সফার উইন্ডো খুলেছে 9 জুন । আইএসএল-এর সমস্ত ক্লাব ফুটবলার সই করাতে ব্যস্ত । তবে ইস্টবেঙ্গল সই করাচ্ছে না । এখনই যা পরিস্থিতি তাতে ভালমানের ফুটবলার পাওয়া কার্যত অসম্ভব । তা হলে এবারেও কী গত দু'বারের মতো অবস্থা হবে ? আইএসএল-এ খেলার মতো দল গড়তে হলে তবেই দল নামান । নয়তো দল নামিয়ে এই ক্লাবের ইতিহাসকে কালিমালিপ্ত করবেন না । দরকার হলে আইএসএল না খেলে ডুরান্ড বা কলকাতা লিগ খেলুন ।"
আরও পড়ুন : পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে আশিস-আশিক, ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাইয়ে রফিক
প্রসঙ্গত, গত মরশুমের শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় । এরপর ইনভেস্টর না পেলেও দল গঠনের কাজ শুরু করে দেয় ক্লাব । নবি, কৃষ্ণেন্দু রায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়রা ক্লাবের কথা শুনে ভাল প্রতিভার সন্ধান করতে থাকেন । আই-লিগ, সন্তোষ ট্রফি দেখে ফুটবলারদের বাছাই করতে থাকেন তাঁরা । সন্তোষ ট্রফি দেখতে কেরলেও ছুটে গিয়েছিলেন প্রাক্তনীরা । ফুটবলারদের তালিকা তৈরি করে ক্লাব কর্তাদের হাতে দেন । তবে চুক্তি জটে আটকে যায় সই প্রক্রিয়া । অন্য ক্লাবগুলি সেই সমস্ত ফুটবলাদের সঙ্গে চুক্তি করে নিচ্ছে । তাই ভাল ফুটবলার পাওয়া সমস্যার হয়ে পড়ছে ।