কলকাতা, 17 ডিসেম্বর: কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এক অন্য ভোরের সাক্ষী রইল শীতের কলকাতা। রবিবার ভোরের আলো ফোটার আগেই ম্যারাথনকে ঘিরে উৎসবের চেহারা নেয় শহর কলকাতা। রোজ রামচা ভুলে একটু অন্য স্বাদে সকালটা কাটাতে শহরের রাজপথে উৎসবের মেজাজে দৌড়লেন 8 থেকে 80। কলকাতা এই ম্যারাথনকে ঘিরে বসেছিল চাঁদের হাট। ম্যারাথনে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে ভোর থেকেই উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার, আইএফএ কর্তা অজিত বন্দোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অলিম্পিকে রূপো জয়ী ব্রিটিশ হার্ডল কিং কলিং জ্যাকসন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী, অভিনেত্রী কৌশানি।
ম্যারাথনে মহিলাদের উপস্থিতি যথেষ্ট ইতিবাচক দিক বলেই জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। পাশাপাশি ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ম্যাচে উচ্ছসিত ঝুলন। হরমনপ্রীতের অধিনায়কত্বেরও আলাদা করে প্রশংসা করেন তিনি। পাশাপাশি, রোহিত শর্মাকে ভারতীয় পুরুষ দলের অধিনায়ক রেখে দেওয়ার পক্ষেও সওয়াল করলেন চাকদা এক্সপ্রেস। কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, নেদারল্যান্ডসের তারকা রানারদের পাশাপাশি এবারের 25কে এলিট রেসে অংশ নিয়েছিলেন গোপি থোনাকল, সাওয়ান বারওয়াল, রেশমা কিভাতে, সীমা, নিরমাবেন ঠাকুর, তামসি সিংয়ের মতো ভারতীয় রানাররা।
পুরুষদের মধ্যে 1 ঘণ্টা 11 মিনিট 13 সেকেন্ড সময় করে চ্যাম্পিয়ন হলেন কেনিয়ার ড্যানিয়েল ইবেনু। দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেন কেনিয়ার ভিক্টর কিপ্রুট টোগোম এবং ইথিওপিয়ার তেসফেই দেমেকি। টুর্নামেন্টের রেকর্ড 1 ঘণ্টা 18 মিনিট 47 সেকেন্ড সময় করে মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হলেন ইথিওপিয়ার সুতুমে এসেফা কেবেডি। দ্বিতীয় স্থানে শেষ করলেন ইথিওপিয়ার আলেমযারফ ইয়েহুয়ালাও ও কেনিয়ার বেটি কিবেত। টুর্নামেন্ট রেকর্ড করলেও মাত্র তিন সেকেন্ডের জন্য ওয়ার্ল্ড রেকর্ড হাতছাড়া হওয়ায় চ্যাম্পিয়ন হয়েও কান্নায় ভেঙে পড়লেন কেনিয়ান অ্যাথলিট ড্যানিয়েল ইবেনু। কলকাতায় অল্পের জন্য হাতছাড়া হলেও খুব শীঘ্রই বিশ্ব রেকর্ড গড়তে চান বলেই জানালেন ড্যানিয়েল।
এর জন্য ম্যানেজমেন্টের কাছে দ্রুত রেস আয়োজনেরও অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন তিনি। রবিবারের এই জয় তাঁর বান্ধবীকে উৎসর্গ করতে ভুললেন না কেনিয়ার চ্যাম্পিয়ন রানার। ভারতীয়দের মধ্যে পুরুষদের বিভাগে 25কে এলিটে 1 ঘণ্টা 17 মিনিট 49 সেকেন্ড সময় করে চ্যাম্পিয়ন হলেন সাওয়ান বারওয়াল। সব মিলিয়ে তিনি শেষ করেছেন 9 নম্বরে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করলেন গৌরব মাথুর এবং মহম্মদ আসিম।
আগামী বছরই প্যারিস অলিম্পিক্স রয়েছে। তাতে কোয়ালিফাই করতে আগামী রেসগুলোতে আরো ভালো পারফর্ম করতে চান বলেই জানালেন সাওয়ান। ভারতীয় মহিলাদের মধ্যে 1 ঘণ্টা 30 মিনিট 38 সেকেন্ড সময় করে চ্যাম্পিয়ন হলেন রেশমা কিভাতে। টুর্নামেন্টে তিনি শেষ করেছেন নবম স্থানে। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সীমা এবং নিরমাবেন ঠাকুর। প্যারিস অলিম্পিক্স কোয়ালিফায়ারের প্রস্তুতিতে এই পারফরমেন্স তাঁকে আরও অনুপ্রাণিত করবে বলেই জানালেন রেশমা।
আরও পড়ুন: