কলকাতা, 17 ফেব্রুয়ারি : সুভাষ ভৌমিকের চলে যাওয়ার শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ফুটবল-জনতা ৷ এরই মধ্যে আবারও নক্ষত্রপতন ময়দানে । চলে গেলেন প্রাক্তন তারকা ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta passes away)। 71 বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি দিলেন দিকপাল এই ফুটবলার । আজ দুপুর প্রায় 2টো নাগাদ হাসপাতালেই প্রয়াত হন তিনি ৷ তাঁর প্রয়াণে কলকাতা ময়দানে শোকের ছায়া ৷
গত 23 জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে একটি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন উইঙ্গার। মনে করা হয়েছিল অসুস্থতাকে ডজ করে জীবনের মূলস্রোতে ফিরবেন ৷ কিন্তু দীর্ঘদিনের লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রাক্তনী। রেখে গেলেন স্ত্রী শ্যামলী সেনগুপ্ত এবং পুত্র স্নিগ্ধদেবকে।
চিকিৎসক অজয় কৃষ্ণ সরকারের নেতৃত্বাধীন মেডিক্যাল টিম প্রাক্তন তারকা ফুটবলারের চিকিৎসা করছিলেন। গত শুক্রবার বিকেলে অতি সঙ্কটজনক সুরজিৎকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ প্রাক্তন ফুটবলারের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিয়েছেন তিনি ৷ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই নানারকম শারীরিক জটিলতা তৈরি হয়েছিল সুরজিতের। ছিল হৃদযন্ত্রের জটিলতাও ।
আরও পড়ুন : Subhash Bhowmick Passes Away : প্রয়াত সুভাষ ভৌমিক, শোকস্তব্ধ ময়দান
ফলে দিন যত এগিয়েছে সুরজিৎ সেনগুপ্তের অবস্থার অবনতিই হয়েছে কেবল। কৃত্রিম হৃদযন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছিল লাল-হলুদ জার্সিতে 1975 মোহনবাগানকে পাঁচ গোলে হারানোর অন্যতম নায়ককে। কিন্তু বৃহস্পতিবার সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন সুরজিৎ সেনগুপ্ত ।