ETV Bharat / sports

SAFF Championship: সাফ সেমি-ফাইনালে লেবাননের বিরুদ্ধে ভারতের 'ট্রাম্প কার্ড' সুনীল - লেবাননের বিরুদ্ধে ভারতের ট্রাম্পকার্ড সুনীল

সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনাল নিয়ে বড় চিন্তায় ভারতীয় দল ৷ কঠিন প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে সুনীল ছেত্রীর উপর কার্যত নির্ভরশীল ভারতীয় দল ৷ যে ম্যাচে ডাগ-আউটে থাকবেন না কোচ ইগর স্টিম্যাচ ৷

SAFF Championship ETV BHARAT
SAFF Championship
author img

By

Published : Jun 30, 2023, 3:41 PM IST

বেঙ্গালুরু, 30 জুন: শনিবার কঠিন প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল খেলতে নামছে ভারত ৷ যে ম্যাচে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর উপরে বাজি ধরছে টিম ম্যানেজমেন্ট ৷ গতবারের সাফ চ্যাম্পিয়ন ভারত গ্রুপ-এ থেকে দ্বিতীয় হয়ে সেমি-ফাইনালে উঠেছে ৷ যেখানে গ্রপ পর্যায়ে 1-0 গোলে এগিয়ে থাকার পরেও অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোল করে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ ড্র করে ভারত ৷ ফলে ফাইনালে কঠিন প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে খেলতে হবে সুনীলদের ৷

গত দেড়মাসে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল ছেত্রী ৷ ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক বা সাফ চ্যাম্পিয়নশিপ ৷ এখনও পর্যন্ত প্রায় সব ম্যাচেই গোল পেয়েছেন ভারত অধিনায়ক ৷ তিন ম্যাচে 5 গোল করে এখনও পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত কীর্তির নিরিখে এক নম্বরে রয়েছেন তিনি ৷ যেখানে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি ৷ বিশেষত, গ্রুপ এ-র শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে সুনীলের ভলিতে করা গোল, এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তাঁর সেরা ৷

সেই শটের পর ভারতীয় ফুটবলের বিশেষজ্ঞমহল মনে করছে, 38 বছরের সুনীলের মধ্যে এখনও সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষিদে রয়েছে ৷ আর লেবাননের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে, সুনীলকে তাঁর সেরা খেলাটা ফের একবার বের করে আনতে হবে ৷ আর এখানে বলার অপেক্ষা রাখে না, দলের বাকিদেরও সমানভাবে সুনীলকে সহযোগিতা করে যেতে হবে ৷ যেখান অধিনায়ক সুনীলকে সাহায্য করার ক্ষেত্রে বড় ভূমিকা নেবেন সাহাল আব্দুল সামাদ, মহেশ সিং এবং উদন্ত সিংয়ের মতো উইংগার এবং সেন্টার ব্যাকরা ৷

আরও পড়ুন: সাফ সেমিফাইনালের আগে ফিফা ব়্যাঙ্কিংয়ে ফের সেরা একশোয় ভারত

তবে, লেবাননের মতো গোছানো প্রতিপক্ষের বিরুদ্ধে একজনের উপর ভরসা করা খুব ভুল হবে ৷ তবে, ছেত্রীর মতো প্লেয়ারকে আক্রমণের মূলে রেখে যদি পিছন থেকে সাপ্লাই লাইনকে সচল রাখা যায় তাহলেও ভারতের গোলের দরজা খুলে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷ উল্লেখ্য, ভারতের হয়ে সুনীল ছেত্রী ছাড়াও সাহাল আব্দুল সামাদ, মহেশ সিং এবং উদন্ত সিং ছন্দে রয়েছেন ৷ আর মহেশ এবং উদন্ত গোল লক্ষ্য করে শটও নিচ্ছেন ৷ ফলে লেবাননের রক্ষণের উপর বাড়তি চাপ তৈরি করতে হবে এই দু’জনকে ৷ তবে, ছেত্রীর কাজটা আরও সহজ হবে ৷

আরও পড়ুন: কেরলের মাঠে খেলবেন মেসিরা ! আগ্রহ প্রকাশ আর্জেন্তিনা দলের ম্যানেজারের

প্রসঙ্গত, কুয়েত ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে বচসায় জড়ানোয় ফের লাল-কার্ড দেখেছেন কোচ ইগর স্টিম্যাচ ৷ সেই ঘটনায় তাঁকে শো-কজ করা হয়েছিল ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার নিঃশর্ত ক্ষমা চেয়ে সাফ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তিনি ৷ পাশাপাশি, সেমি-ফাইনালে ডাগআউটে বসার অনুমতি যাতে দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন ৷ তবে, পুরোটাই নির্ভর করছে ম্যাচ রেফারি এবং কমিশনারের রিপোর্টের উপর ৷ উল্লেখ্য, পরপর দু’ম্যাচে শৃঙ্খলাভঙ্গ করায় ইগর আরও বড় শাস্তির মুখে পড়তে পারেন ৷ জানা গিয়েছে, ভারত সাফ ফাইনালে উঠলেও, তিনি ডাগ-আউটে বসার অনুমতি নাও পেতে পারেন ৷ অর্থাৎ, বাকি টুর্নামেন্ট থেকেই তাঁকে বহিষ্কার করতে পারে শৃঙ্খলারক্ষা কমিটি ৷

বেঙ্গালুরু, 30 জুন: শনিবার কঠিন প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল খেলতে নামছে ভারত ৷ যে ম্যাচে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর উপরে বাজি ধরছে টিম ম্যানেজমেন্ট ৷ গতবারের সাফ চ্যাম্পিয়ন ভারত গ্রুপ-এ থেকে দ্বিতীয় হয়ে সেমি-ফাইনালে উঠেছে ৷ যেখানে গ্রপ পর্যায়ে 1-0 গোলে এগিয়ে থাকার পরেও অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোল করে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ ড্র করে ভারত ৷ ফলে ফাইনালে কঠিন প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে খেলতে হবে সুনীলদের ৷

গত দেড়মাসে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল ছেত্রী ৷ ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক বা সাফ চ্যাম্পিয়নশিপ ৷ এখনও পর্যন্ত প্রায় সব ম্যাচেই গোল পেয়েছেন ভারত অধিনায়ক ৷ তিন ম্যাচে 5 গোল করে এখনও পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত কীর্তির নিরিখে এক নম্বরে রয়েছেন তিনি ৷ যেখানে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি ৷ বিশেষত, গ্রুপ এ-র শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে সুনীলের ভলিতে করা গোল, এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তাঁর সেরা ৷

সেই শটের পর ভারতীয় ফুটবলের বিশেষজ্ঞমহল মনে করছে, 38 বছরের সুনীলের মধ্যে এখনও সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষিদে রয়েছে ৷ আর লেবাননের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে, সুনীলকে তাঁর সেরা খেলাটা ফের একবার বের করে আনতে হবে ৷ আর এখানে বলার অপেক্ষা রাখে না, দলের বাকিদেরও সমানভাবে সুনীলকে সহযোগিতা করে যেতে হবে ৷ যেখান অধিনায়ক সুনীলকে সাহায্য করার ক্ষেত্রে বড় ভূমিকা নেবেন সাহাল আব্দুল সামাদ, মহেশ সিং এবং উদন্ত সিংয়ের মতো উইংগার এবং সেন্টার ব্যাকরা ৷

আরও পড়ুন: সাফ সেমিফাইনালের আগে ফিফা ব়্যাঙ্কিংয়ে ফের সেরা একশোয় ভারত

তবে, লেবাননের মতো গোছানো প্রতিপক্ষের বিরুদ্ধে একজনের উপর ভরসা করা খুব ভুল হবে ৷ তবে, ছেত্রীর মতো প্লেয়ারকে আক্রমণের মূলে রেখে যদি পিছন থেকে সাপ্লাই লাইনকে সচল রাখা যায় তাহলেও ভারতের গোলের দরজা খুলে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷ উল্লেখ্য, ভারতের হয়ে সুনীল ছেত্রী ছাড়াও সাহাল আব্দুল সামাদ, মহেশ সিং এবং উদন্ত সিং ছন্দে রয়েছেন ৷ আর মহেশ এবং উদন্ত গোল লক্ষ্য করে শটও নিচ্ছেন ৷ ফলে লেবাননের রক্ষণের উপর বাড়তি চাপ তৈরি করতে হবে এই দু’জনকে ৷ তবে, ছেত্রীর কাজটা আরও সহজ হবে ৷

আরও পড়ুন: কেরলের মাঠে খেলবেন মেসিরা ! আগ্রহ প্রকাশ আর্জেন্তিনা দলের ম্যানেজারের

প্রসঙ্গত, কুয়েত ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে বচসায় জড়ানোয় ফের লাল-কার্ড দেখেছেন কোচ ইগর স্টিম্যাচ ৷ সেই ঘটনায় তাঁকে শো-কজ করা হয়েছিল ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার নিঃশর্ত ক্ষমা চেয়ে সাফ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তিনি ৷ পাশাপাশি, সেমি-ফাইনালে ডাগআউটে বসার অনুমতি যাতে দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন ৷ তবে, পুরোটাই নির্ভর করছে ম্যাচ রেফারি এবং কমিশনারের রিপোর্টের উপর ৷ উল্লেখ্য, পরপর দু’ম্যাচে শৃঙ্খলাভঙ্গ করায় ইগর আরও বড় শাস্তির মুখে পড়তে পারেন ৷ জানা গিয়েছে, ভারত সাফ ফাইনালে উঠলেও, তিনি ডাগ-আউটে বসার অনুমতি নাও পেতে পারেন ৷ অর্থাৎ, বাকি টুর্নামেন্ট থেকেই তাঁকে বহিষ্কার করতে পারে শৃঙ্খলারক্ষা কমিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.