ETV Bharat / sports

bengal TT : বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নশিপ দিয়ে ছন্দে ফিরছে টেবিল টেনিস - টেবিল টেনিস

বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রতিযোগিতায় ফিরছে রাজ্যের টেবিল টেনিস ৷ জানালেন রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত ৷

bengal TT
bengal TT
author img

By

Published : Aug 28, 2021, 10:10 PM IST

কলকাতা, 28 অগস্ট : টেবিল টেনিস ফিরছে তার পরিচিত ছন্দে । করোনা পরিস্থিতির কারণে মরসুমের মাঝপথে সব প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয় । তবে মারণ ভাইরাসের গ্রাফ যেহেতু নিম্নমুখী তাই খেলোয়াড়দের বোর্ডে ফেরাতে বিশেষ উদ্যোগী বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন । তাই সেপ্টেম্বরে বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা দিয়ে রাজ্যের খেলোয়াড়দের টিটি বোর্ডের ফেরানোর জোর তোড়জোড় শুরু হয়েছে ৷

এই বিষয়ে রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেছেন, "নভেম্বরের শুরুতে জাতীয় টেবিল টেনিস । ফলে দল বেছে নেওয়ার ব্যাপার রয়েছে । আর সেটা আমরা পুজোর আগে করতে চাই । তাই আপাতত ঠিক করেছি লকডাউনের আগে যে টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়েছিল সেগুলির বকেয়া ফাইনালগুলো শেষ করব । 11 এবং 12 সেপ্টেম্বর ওই ফাইনালগুলো খেলা হবে । ভেবেছিলাম তিনটে স্টেজ থ্রি টুর্নামেন্ট করতে পারব । কিন্তু সম্ভব হয়নি । এখন খেলোয়াড়দের টুর্নামেন্টের বোর্ডে ফেরানো জরুরি । তাই একটি নতুন টুর্নামেন্ট করছি ।"

বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নশিপ নামের নতুন টুর্নামেন্ট শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর । চলবে 19 সেপ্টেম্বর পর্যন্ত । ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অনুমোদিত ক্লাব নিয়ে । পনেরো বছরের উর্ধ্বে খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন । চারজন ছেলে এবং একজন মেয়েকে নিয়ে মোট পাঁচ সদস্যের দল নিয়ে ক্লাবগুলো বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে । পাঁচ হাজার টাকা প্রবেশ মূল্য দিতে হবে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে ।

বিএসটিটি- এর যুগ্ম সচিব বলছেন, "রাজ্য চ্যাম্পিয়নশিপের আগে খেলোয়াড়দের সড়গড় করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে । লিগ কাম নকআউট পদ্ধতিতে বেঙ্গল কাপ হবে । একটা বদ্ধ আবহ থেকে আমরা সকলেই স্বাভাবিকতার দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি । খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক খেলা থেকে বাইরে । তাই টেবিল টেনিস ঘিরে পুরানো উন্মাদনা ফিরিয়ে নিয়ে আসা এবং রাজ্য ও জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি করাই আমাদের লক্ষ্য ৷"

আরও পড়ুন : Neeraj Chopra : সোনাজয়ী নীরজ চোপড়ার নামে এবার স্টেডিয়াম, উদ্বোধন করলেন রাজনাথ সিং

তাহলে রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট কবে শুরু হচ্ছে ? শর্মি সেনগুপ্ত বলেছেন, "সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে অক্টোবর মাসের তিন তারিখ পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে ।" এবার পূর্ণাঙ্গ সূচিতে সব বিভাগ নিয়ে রাজ্য চ্যাম্পিয়নশিপ হবে । তবে 1800 খেলোয়াড় এবার নেওয়া হচ্ছে না । খেলোয়াড়ের অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও তা কিছু ক্ষেত্রে শিথিল করতে হচ্ছে । কারণ সব জেলা থেকে খেলোয়াড় সংখ্যা এক নয় বলেই এই সমঝোতা । খেলোয়াড়দের টিটিএফআই-এর নিয়ম মেনে বয়সভিত্তিক বিভাগে ভাগ করা হচ্ছে । অনূর্ধ্ব 13 থেকে অনূর্ধ্ব 19 পর্যন্ত ভাগ করা হয়েছে । কারণ উনিশোর্ধ্ব বিভাগটা সিনিয়রদের জন্য । আগের নার্সারি, ক্যাডেট, সাবজুনিয়র, জুনিয়র - এই বিভাগগুলো থাকছে না ৷" জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দলগঠনে এই প্রতিযোগিতার পারফরম্যান্স বড় ভূমিকা নেবে । বাংলা দল গড়ে তোলার জন্য এই প্রতিযোগিতার আয়োজন । রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশন টেবিল টেনিসকে পুরানো ছন্দে ফেরাতে মরিয়া।

কলকাতা, 28 অগস্ট : টেবিল টেনিস ফিরছে তার পরিচিত ছন্দে । করোনা পরিস্থিতির কারণে মরসুমের মাঝপথে সব প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয় । তবে মারণ ভাইরাসের গ্রাফ যেহেতু নিম্নমুখী তাই খেলোয়াড়দের বোর্ডে ফেরাতে বিশেষ উদ্যোগী বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন । তাই সেপ্টেম্বরে বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা দিয়ে রাজ্যের খেলোয়াড়দের টিটি বোর্ডের ফেরানোর জোর তোড়জোড় শুরু হয়েছে ৷

এই বিষয়ে রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেছেন, "নভেম্বরের শুরুতে জাতীয় টেবিল টেনিস । ফলে দল বেছে নেওয়ার ব্যাপার রয়েছে । আর সেটা আমরা পুজোর আগে করতে চাই । তাই আপাতত ঠিক করেছি লকডাউনের আগে যে টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়েছিল সেগুলির বকেয়া ফাইনালগুলো শেষ করব । 11 এবং 12 সেপ্টেম্বর ওই ফাইনালগুলো খেলা হবে । ভেবেছিলাম তিনটে স্টেজ থ্রি টুর্নামেন্ট করতে পারব । কিন্তু সম্ভব হয়নি । এখন খেলোয়াড়দের টুর্নামেন্টের বোর্ডে ফেরানো জরুরি । তাই একটি নতুন টুর্নামেন্ট করছি ।"

বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নশিপ নামের নতুন টুর্নামেন্ট শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর । চলবে 19 সেপ্টেম্বর পর্যন্ত । ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অনুমোদিত ক্লাব নিয়ে । পনেরো বছরের উর্ধ্বে খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন । চারজন ছেলে এবং একজন মেয়েকে নিয়ে মোট পাঁচ সদস্যের দল নিয়ে ক্লাবগুলো বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে । পাঁচ হাজার টাকা প্রবেশ মূল্য দিতে হবে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে ।

বিএসটিটি- এর যুগ্ম সচিব বলছেন, "রাজ্য চ্যাম্পিয়নশিপের আগে খেলোয়াড়দের সড়গড় করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে । লিগ কাম নকআউট পদ্ধতিতে বেঙ্গল কাপ হবে । একটা বদ্ধ আবহ থেকে আমরা সকলেই স্বাভাবিকতার দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি । খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক খেলা থেকে বাইরে । তাই টেবিল টেনিস ঘিরে পুরানো উন্মাদনা ফিরিয়ে নিয়ে আসা এবং রাজ্য ও জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি করাই আমাদের লক্ষ্য ৷"

আরও পড়ুন : Neeraj Chopra : সোনাজয়ী নীরজ চোপড়ার নামে এবার স্টেডিয়াম, উদ্বোধন করলেন রাজনাথ সিং

তাহলে রাজ্য টেবিল টেনিস টুর্নামেন্ট কবে শুরু হচ্ছে ? শর্মি সেনগুপ্ত বলেছেন, "সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে অক্টোবর মাসের তিন তারিখ পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে ।" এবার পূর্ণাঙ্গ সূচিতে সব বিভাগ নিয়ে রাজ্য চ্যাম্পিয়নশিপ হবে । তবে 1800 খেলোয়াড় এবার নেওয়া হচ্ছে না । খেলোয়াড়ের অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও তা কিছু ক্ষেত্রে শিথিল করতে হচ্ছে । কারণ সব জেলা থেকে খেলোয়াড় সংখ্যা এক নয় বলেই এই সমঝোতা । খেলোয়াড়দের টিটিএফআই-এর নিয়ম মেনে বয়সভিত্তিক বিভাগে ভাগ করা হচ্ছে । অনূর্ধ্ব 13 থেকে অনূর্ধ্ব 19 পর্যন্ত ভাগ করা হয়েছে । কারণ উনিশোর্ধ্ব বিভাগটা সিনিয়রদের জন্য । আগের নার্সারি, ক্যাডেট, সাবজুনিয়র, জুনিয়র - এই বিভাগগুলো থাকছে না ৷" জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দলগঠনে এই প্রতিযোগিতার পারফরম্যান্স বড় ভূমিকা নেবে । বাংলা দল গড়ে তোলার জন্য এই প্রতিযোগিতার আয়োজন । রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশন টেবিল টেনিসকে পুরানো ছন্দে ফেরাতে মরিয়া।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.