কলকাতা, 26 সেপ্টেম্বর : নতুন প্রতিভার অন্বেষণ ও তাঁদের প্রশিক্ষণ দিয়ে চ্যাম্পিয়ন তৈরি করার লক্ষ্যে টেবিল টেনিস অ্যাকাডেমি চালু করল রাজ্য সরকার । যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামের মূল প্রবেশদ্বারের বাঁ-দিকে অ্যাকাডেমি তৈরি করা হয়েছে । গতকাল অ্যাকাডেমির উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, পৌলমী ঘটক ও সৌম্যদীপ রায় ৷
সপ্তাহে ছ'দিন 12 টি বোর্ডে 200 জন খেলোয়াড় অ্যাকাডেমিতে খেলার সুযোগ পাবেন । হেড কোচ নির্বাচিত হয়েছেন জয়ন্ত পুশিলাল । তাঁর অধীনে আরও চারজন প্রশিক্ষক থাকবেন । ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সম্পূর্ণ বিনা খরচে টেবিল টেনিসের পাঠ দেওয়া হবে । সকালে জাতীয় স্তরের খেলোয়াড়রা প্র্যাকটিস করবেন । বিকেলে সদ্য হাতেখড়ি হওয়া খেলোয়াড়রা অনুশীলনের সুযোগ পাবেন ।
অ্যাকাডেমিতে অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে ৷ এমন কী টেনিস রোবটের সাহায্যে অনুশীলনের সুযোগ থাকছে । প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ও অর্জুন টেনিস খেলোয়াড় সৌম্যদীপ রায় বলছেন, তাঁদের উঠে আসার দিনে যে পরিকাঠামোগত যে অভাব ছিল সেই অবস্থা থেকে আগামী প্রজন্মকে মুক্তি দিতেই এই অ্যাকাডেমি গড়া হয়েছে । শুধু টেবিল টেনিস খেলোয়াড় তৈরি নয়, অ্যাকাডেমির খেলোয়াড়রা যাতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারেন সে বিষয়েও সবুজ সংকেত দিয়েছে TT সংস্থা । এক্ষেত্রে তারা আজমেরে পেট্রোলিয়াম বোর্ডের অ্যাকাডেমিকে মডেল করতে চায় । ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলছেন, প্রতিভার অন্বেষণ ও তাঁদের দিশা দেখানোর কাজে সরকার কোনও খামতি রাখতে চায় না । ইতিমধ্যে তিরন্দাজি অ্যাকাডেমি থেকে সফল তিরন্দাজের আত্মপ্রকাশ শুরু হয়েছে । TT অ্যাকাডেমিও যে অদূর ভবিষ্যতে চ্যাম্পিয়ন তৈরি করবে সে বিষয়ে তিনি আশাবাদী ।