নয়াদিল্লি, 4 এপ্রিল : আসন্ন কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ও এশিয়ান গেমসের (Asian Games) আগে ভারতীয় ক্রীড়াবিদদের জন্য সুখবর দিল ক্রীড়া মন্ত্রক ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ওই দুই প্রতিযোগিতার জন্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 190 কোটি টাকা (Sports Ministry to spend Rs 190 crore on training of athletes for CWG and Asiad) ৷ বরাদ্দ করা ওই অর্থে খেলোয়াড়দের প্রশিক্ষণ, বিদেশে গিয়ে শেখার সুযোগ, সরঞ্জাম কেনা এবং সাপোর্ট স্টাফদের জন্য খরচ করা হবে ৷
এছাড়া ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে দেশের 38টি ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের (National Sports Federation) স্বীকৃতির পুনর্নবীকরণ করা হয়েছে ৷ বাকি ফেডারেশনগুলির পুনর্নবীকরণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে ৷ এছাড়া মন্ত্রকের তরফে 2022 সালের জন্য 33টি ক্রীড়াক্ষেত্রে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য বার্ষিক ক্যালেন্ডার তৈরি করা হয়েছে ৷
2022-23 আর্থিক বছরে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনগুলির জন্য 259 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর থেকেই 190 কোটি টাকা কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে ক্রীড়া মন্ত্রক ৷ এছাড়া ক্রীড়াক্ষেত্রের উন্নতিতে আরও কী কী বরাদ্দ করা হয়েছে, সোমবার তার খতিয়ানও দিয়েছে ক্রীড়া মন্ত্রক (Union Sports Ministry) ৷
আরও পড়ুন : Attack on Kabaddi Player : গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত কবাডি খেলোয়াড়, পড়ল 48টি সেলাই