ETV Bharat / sports

AFC Cup বাগান ও গোকুলামের এএফসি কাপে অংশগ্রহণের বিষয়ে উদ্যোগী হল ক্রীড়ামন্ত্রক

গত মঙ্গলবার বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত দিয়েছে ৷ কিন্তু ফিফা এবং এএফসির কাছে ইমেল মারফত গোকুলাম কেরালা (Gokulam Kerala FC) এবং এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) খেলতে দেওয়ার অনুরোধ পৌঁছে গেল দেশের ক্রীড়ামন্ত্রকের তরফে (Sports Ministry sends a mail to AFC) ৷

Etv Bharat
Etv Bhaবাগান ও গোকুলামের এএফসি কাপে অংশগ্রহণের বিষয়ে উদ্যোগী হল ক্রীড়ামন্ত্রকrat
author img

By

Published : Aug 19, 2022, 10:58 PM IST

কলকাতা, 19 অগস্ট: দেশের দুই ফুটবল ক্লাবের এএফসি কাপে অংশগ্রহণে যাতে বাধা না-পড়ে সেজন্য এবার উদ্যোগী হল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক (Sports Ministry of India) ৷ ফিফা এবং এএফসির কাছে ই-মেল মারফত গোকুলাম কেরালা (Gokulam Kerala FC) এবং এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) খেলতে দেওয়ার অনুরোধ পৌঁছে গেল (Sports Ministry of India sends a mail to FIFA and AFC) ৷ গত মঙ্গলবার বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত দিয়েছে ৷ প্রশাসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই শাস্তির খাড়া। যদিও তার অনেক আগেই থেকে ফিফা এই ব্যাপারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সতর্ক করেছিল।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ফিফাকে (FIFA) পাঠানো ই-মেলে জানিয়েছে, এই শাস্তি জারি করার সময়ের আগেই গোকুলাম কেরালা এএফসি কাপের খেলা খেলতে উজবেকিস্তানে পৌছে গিয়েছে। উজবেকিস্তানে ভারতীয় দূতাবাসকে গোকুলাম এফসিকে সাহায্য করার ব্যাপারে বলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। দক্ষিণ উজবেকিস্তানের কুরেশি শহরে গোকুলাম এফসির খেলা। এএফসি এবং ফিফাকে ই-মেলের মাধ্যমে পাঠানো অনুরোধে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ভারতীয় ফুটবলে তরুণ প্রজন্মের স্বার্থেই খেলতে দেওয়ার কথা বলেছে। সূচি অনুসারে গোকুলাম কেরালার ভবিষ্যৎ কোন পথে, তা বলবে ফিফার পদক্ষেপ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অনুরোধের পরে ফিফা কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: লক্ষ্য ডার্বি জয়, ডুরান্ডের আগে প্র্যাকটিসে পর্দা দিল গঙ্গাপাড়ের ক্লাব

তবে এটা ঠিক ফিফার নির্বাসন দূর করতে দেশের সরকার ব্যাপকভাবে উদ্যোগী। দেশের সর্বোচ্চ আদালতও বিষয়টি নিষ্পত্তি করতে চায় দ্রুত। প্রশাসনিক নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে জোরকদমে। এদিকে আগামী 7 সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের সেমিফাইনালে খেলতে নামার কথা এটিকে মোহনবাগানের। বর্তমান পরিস্থিতিতে সবুজ-মেরুন যে বিপাকে, তা সচিব দেবাশিস দত্তর কথায় পরিষ্কার ৷ একইসঙ্গে ডিডি-র অনুরোধ দেশের ফুটবলের স্বার্থে সকলকে ব্যক্তিগত স্বার্থ সরিয়ে এগিয়ে আসতে হবে।

কলকাতা, 19 অগস্ট: দেশের দুই ফুটবল ক্লাবের এএফসি কাপে অংশগ্রহণে যাতে বাধা না-পড়ে সেজন্য এবার উদ্যোগী হল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক (Sports Ministry of India) ৷ ফিফা এবং এএফসির কাছে ই-মেল মারফত গোকুলাম কেরালা (Gokulam Kerala FC) এবং এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) খেলতে দেওয়ার অনুরোধ পৌঁছে গেল (Sports Ministry of India sends a mail to FIFA and AFC) ৷ গত মঙ্গলবার বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত দিয়েছে ৷ প্রশাসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই শাস্তির খাড়া। যদিও তার অনেক আগেই থেকে ফিফা এই ব্যাপারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সতর্ক করেছিল।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ফিফাকে (FIFA) পাঠানো ই-মেলে জানিয়েছে, এই শাস্তি জারি করার সময়ের আগেই গোকুলাম কেরালা এএফসি কাপের খেলা খেলতে উজবেকিস্তানে পৌছে গিয়েছে। উজবেকিস্তানে ভারতীয় দূতাবাসকে গোকুলাম এফসিকে সাহায্য করার ব্যাপারে বলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। দক্ষিণ উজবেকিস্তানের কুরেশি শহরে গোকুলাম এফসির খেলা। এএফসি এবং ফিফাকে ই-মেলের মাধ্যমে পাঠানো অনুরোধে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ভারতীয় ফুটবলে তরুণ প্রজন্মের স্বার্থেই খেলতে দেওয়ার কথা বলেছে। সূচি অনুসারে গোকুলাম কেরালার ভবিষ্যৎ কোন পথে, তা বলবে ফিফার পদক্ষেপ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অনুরোধের পরে ফিফা কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: লক্ষ্য ডার্বি জয়, ডুরান্ডের আগে প্র্যাকটিসে পর্দা দিল গঙ্গাপাড়ের ক্লাব

তবে এটা ঠিক ফিফার নির্বাসন দূর করতে দেশের সরকার ব্যাপকভাবে উদ্যোগী। দেশের সর্বোচ্চ আদালতও বিষয়টি নিষ্পত্তি করতে চায় দ্রুত। প্রশাসনিক নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে জোরকদমে। এদিকে আগামী 7 সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের সেমিফাইনালে খেলতে নামার কথা এটিকে মোহনবাগানের। বর্তমান পরিস্থিতিতে সবুজ-মেরুন যে বিপাকে, তা সচিব দেবাশিস দত্তর কথায় পরিষ্কার ৷ একইসঙ্গে ডিডি-র অনুরোধ দেশের ফুটবলের স্বার্থে সকলকে ব্যক্তিগত স্বার্থ সরিয়ে এগিয়ে আসতে হবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.