ETV Bharat / sports

Singapore Open 2022: সিঙ্গাপুর ওপেনের ফাইনালে সিন্ধু, হেলায় হারালেন জাপানের প্রতিপক্ষকে

author img

By

Published : Jul 16, 2022, 3:16 PM IST

2022 সালের প্রথম সুপার 500 টুর্নামেন্ট জেতার একধাপ দূরে পিভি সিন্ধু (Easy Win for PV Sindhu in Semi-Finals Against Japanese Saena Kawakami) ৷ শনিবার সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2022) সেমি-ফাইনালে জাপানের প্রতিপক্ষকে স্ট্রেট গেমে 21-15 ও 21-7 স্কোর লাইনে হারালেন তিনি ৷

PV Sindhu
PV Sindhu

সিঙ্গাপুর, 16 জুলাই: সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2022) ফাইনালে উঠলেন পিভি সিন্ধু ৷ শনিবার মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষ সেইনা কাওয়াকামিকে স্ট্রেট গেমে হারান সিন্ধু (Easy Win for PV Sindhu in Semi-Finals Against Japanese Saena Kawakami) ৷ মাত্র 32 মিনিটে 21-15 ও 21-7 গেমে সেমিফাইনালে জয় ছিনিয়ে নেন ভারতীয় শাটলার ৷ এ দিন 2-0 লিডে জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে নেমে ছিলেন তিনি ৷ 2018 সালে চায়না ওপেনে শেষবার সিন্ধু এবং কাওয়াকামি মুখোমুখি হয়েছিলেন ৷

এ দিন ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার ৷ আর বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 38 নম্বর কাওয়াকামি সিন্ধুর সামনে দাঁড়াতেও পারেননি ৷ একাধিকবার ভুল শট খেলে সিন্ধুকে পয়েন্ট দিয়েছেন জাপানের শাটলার ৷ প্রথম গেমে সিন্ধুকে কিছুটা হলেও লড়াই দিয়েছিলেন কাওয়াকামি ৷ একটা সময় স্কোর লাইন ছিল 18-14 ৷ সেই সময় সিন্ধু একটি ভিডিয়ো রেফারেল নেন ৷ যা তাঁর পক্ষে যায় ৷ সেখান থেকে আর সিন্ধুকে পিছনে তাকাতে হয়নি ৷ প্রথম গেম 21-15 স্কোরে জিতে নেন তিনি ৷

আরও পড়ুন: Maria Sharapova: পুত্রসন্তানের মা হলেন মারিয়া শারাপোভা, নাম রাখলেন থিওডর

এর পর দ্বিতীয় গেমে জাপানের প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি পিভি সিন্ধু ৷ 21-7 স্কোর লাইনের বিশাল ব্যবধানের হেলায় দ্বিতীয় গেম জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন হায়দরাবাদের মেয়ে ৷ সিঙ্গাপুর ওপেনের ফাইনাল জিতলে 2022 সালের প্রথম সুপার 500 ইভেন্টের কোনও ট্রফি নিজের নামে করবেন সিন্ধু ৷ 2022 সালে এখনও পর্যন্ত সুপার 300-এ সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল এবং সুইস ওপেন জিতেছেন সিন্ধু ৷

সিঙ্গাপুর, 16 জুলাই: সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2022) ফাইনালে উঠলেন পিভি সিন্ধু ৷ শনিবার মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে জাপানের প্রতিপক্ষ সেইনা কাওয়াকামিকে স্ট্রেট গেমে হারান সিন্ধু (Easy Win for PV Sindhu in Semi-Finals Against Japanese Saena Kawakami) ৷ মাত্র 32 মিনিটে 21-15 ও 21-7 গেমে সেমিফাইনালে জয় ছিনিয়ে নেন ভারতীয় শাটলার ৷ এ দিন 2-0 লিডে জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে নেমে ছিলেন তিনি ৷ 2018 সালে চায়না ওপেনে শেষবার সিন্ধু এবং কাওয়াকামি মুখোমুখি হয়েছিলেন ৷

এ দিন ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলার ৷ আর বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 38 নম্বর কাওয়াকামি সিন্ধুর সামনে দাঁড়াতেও পারেননি ৷ একাধিকবার ভুল শট খেলে সিন্ধুকে পয়েন্ট দিয়েছেন জাপানের শাটলার ৷ প্রথম গেমে সিন্ধুকে কিছুটা হলেও লড়াই দিয়েছিলেন কাওয়াকামি ৷ একটা সময় স্কোর লাইন ছিল 18-14 ৷ সেই সময় সিন্ধু একটি ভিডিয়ো রেফারেল নেন ৷ যা তাঁর পক্ষে যায় ৷ সেখান থেকে আর সিন্ধুকে পিছনে তাকাতে হয়নি ৷ প্রথম গেম 21-15 স্কোরে জিতে নেন তিনি ৷

আরও পড়ুন: Maria Sharapova: পুত্রসন্তানের মা হলেন মারিয়া শারাপোভা, নাম রাখলেন থিওডর

এর পর দ্বিতীয় গেমে জাপানের প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি পিভি সিন্ধু ৷ 21-7 স্কোর লাইনের বিশাল ব্যবধানের হেলায় দ্বিতীয় গেম জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন হায়দরাবাদের মেয়ে ৷ সিঙ্গাপুর ওপেনের ফাইনাল জিতলে 2022 সালের প্রথম সুপার 500 ইভেন্টের কোনও ট্রফি নিজের নামে করবেন সিন্ধু ৷ 2022 সালে এখনও পর্যন্ত সুপার 300-এ সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল এবং সুইস ওপেন জিতেছেন সিন্ধু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.