ETV Bharat / sports

FIFA World Cup 2022: 'কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া ভুল সিদ্ধান্ত', ফুটবল উৎসবের প্রাক্কালে বিস্ফোরক ব্লাটার - FIFA

2022 ফুটবল বিশ্বকাপ কাতার নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেই হওয়া উচিত ছিল ৷ বিশ্বের এই ফুটবল উৎসব শুরু মাত্র 11 দিন আগেই 'ভুল' স্বীকার প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটারের (FIFA World Cup to Qatar was a mistake) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 9, 2022, 12:18 PM IST

Updated : Nov 9, 2022, 3:08 PM IST

বার্ন, 9 নভেম্বর: মাত্র 11 দিন । তারপরেই কাতারে বসছে ফুটবল উৎসবের আসর (FIFA World Cup) । এক যুগ আগে যা ঘোষণা করেছিলেন ফিফার একসময়ের সর্বাধিনায়ক শেপ ব্লাটার (Sepp Blatter) । প্রাকৃতিক সমস্যা (পড়ুন গরম), শ্রমিকদের নিয়ে জোর করে কাজ করানো, সমকামিতা বিতর্কে বিধ্বস্ত কাতারকে ফের অস্বস্তিতে ফেললেন সেই ব্লাটারই (Former FIFA President Sepp Blatter) ।

সুইস সংবাদপত্র তাগেস-অ্যানজিয়ার'কে (Tages-Anzeiger) দেওয়া সাক্ষাৎকারে ব্লাটার জানিয়েছেন, 'কাতারকে বিশ্বকাপ (FIFA World Cup 2022) আয়োজনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল (FIFA World Cup to Qatar was a mistake)। ওই সময় আমরা কার্যনির্বাহী কমিটিতে সম্মত হয়েছিলাম যে রাশিয়া 2018 সালের বিশ্বকাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র 2022 সালের বিশ্বকাপের দায়িত্ব পেতে হবে । বিশ্বের দুই দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রতিপক্ষ যদি একের পর এক বিশ্বকাপ আয়োজন করত, তবে এটি শান্তির ইঙ্গিতও দেওয়া হত ।"

আরও পড়ুন: বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে প্রাচুর্যশালী কাতারের শক্তির জায়গা কোনগুলো; জেনে নেওয়া যাক

একই সঙ্গে ব্লাটার বলেন, "কাতার খুব ছোট একটা দেশ । ফুটবল এবং বিশ্বকাপ তার জন্য অনেক বড় ।" প্রসঙ্গত, ফেডারেল ফৌজদারি আদালতে ফিফায় আর্থিক দুর্নীতির অভিযোগ খালাস পাওয়ার পর 86 বছর বয়সি ব্লাটারের এটিই প্রথম সাক্ষাৎকার । সুইজারল্যান্ডে 1954 সালের ফিফা বিশ্বকাপের পর আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট আয়োজক কাতার । 2010 সাল থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে দেশটি । দোহার আশেপাশের 8টি স্টেডিয়ামে 32টি দল মোট 64টি ম্যাচ খেলবে ।

সমীক্ষা বলছে কাতারের জনসংখ্যা 29 লক্ষ ৷ কিন্তু আদতে সে দেশে কাতারের অধিবাসী মোট জনসংখ্যার মাত্র 10 শতাংশ ৷ পারস্য উপসাগরের এই দেশটি অবস্থান করছে পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসের আধারের ঠিক উপরে ৷ পৃথিবীতে প্রাকৃতিক গ্যাসের যে বিপুল সম্ভার তার 10 শতাংশ অধিকৃত করে রয়েছে কাতার এবং ইরান ৷ প্রাকৃতিক গ্যাসের কারণেই গত কয়েক দশকে তরতরিয়ে শ্রীবৃদ্ধি হয়েছে রাষ্ট্রটির অর্থনৈতিক মুনাফার ৷ আর প্রাকৃতিক গ্যাসকে ভিত্তি করেই কাতার এখন একটি লাভজনক জাতীয় বিমান সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক ট্রানজিট হাবের মালিক ৷ কাতারের বিপুল সম্পদ আসন্ন বিশ্বকাপ আয়োজনে যে ব্যাপক সহায়ক হতে চলেছ, তা আর বলার অপেক্ষা রাখে না ।

বার্ন, 9 নভেম্বর: মাত্র 11 দিন । তারপরেই কাতারে বসছে ফুটবল উৎসবের আসর (FIFA World Cup) । এক যুগ আগে যা ঘোষণা করেছিলেন ফিফার একসময়ের সর্বাধিনায়ক শেপ ব্লাটার (Sepp Blatter) । প্রাকৃতিক সমস্যা (পড়ুন গরম), শ্রমিকদের নিয়ে জোর করে কাজ করানো, সমকামিতা বিতর্কে বিধ্বস্ত কাতারকে ফের অস্বস্তিতে ফেললেন সেই ব্লাটারই (Former FIFA President Sepp Blatter) ।

সুইস সংবাদপত্র তাগেস-অ্যানজিয়ার'কে (Tages-Anzeiger) দেওয়া সাক্ষাৎকারে ব্লাটার জানিয়েছেন, 'কাতারকে বিশ্বকাপ (FIFA World Cup 2022) আয়োজনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল (FIFA World Cup to Qatar was a mistake)। ওই সময় আমরা কার্যনির্বাহী কমিটিতে সম্মত হয়েছিলাম যে রাশিয়া 2018 সালের বিশ্বকাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র 2022 সালের বিশ্বকাপের দায়িত্ব পেতে হবে । বিশ্বের দুই দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রতিপক্ষ যদি একের পর এক বিশ্বকাপ আয়োজন করত, তবে এটি শান্তির ইঙ্গিতও দেওয়া হত ।"

আরও পড়ুন: বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে প্রাচুর্যশালী কাতারের শক্তির জায়গা কোনগুলো; জেনে নেওয়া যাক

একই সঙ্গে ব্লাটার বলেন, "কাতার খুব ছোট একটা দেশ । ফুটবল এবং বিশ্বকাপ তার জন্য অনেক বড় ।" প্রসঙ্গত, ফেডারেল ফৌজদারি আদালতে ফিফায় আর্থিক দুর্নীতির অভিযোগ খালাস পাওয়ার পর 86 বছর বয়সি ব্লাটারের এটিই প্রথম সাক্ষাৎকার । সুইজারল্যান্ডে 1954 সালের ফিফা বিশ্বকাপের পর আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট আয়োজক কাতার । 2010 সাল থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে দেশটি । দোহার আশেপাশের 8টি স্টেডিয়ামে 32টি দল মোট 64টি ম্যাচ খেলবে ।

সমীক্ষা বলছে কাতারের জনসংখ্যা 29 লক্ষ ৷ কিন্তু আদতে সে দেশে কাতারের অধিবাসী মোট জনসংখ্যার মাত্র 10 শতাংশ ৷ পারস্য উপসাগরের এই দেশটি অবস্থান করছে পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসের আধারের ঠিক উপরে ৷ পৃথিবীতে প্রাকৃতিক গ্যাসের যে বিপুল সম্ভার তার 10 শতাংশ অধিকৃত করে রয়েছে কাতার এবং ইরান ৷ প্রাকৃতিক গ্যাসের কারণেই গত কয়েক দশকে তরতরিয়ে শ্রীবৃদ্ধি হয়েছে রাষ্ট্রটির অর্থনৈতিক মুনাফার ৷ আর প্রাকৃতিক গ্যাসকে ভিত্তি করেই কাতার এখন একটি লাভজনক জাতীয় বিমান সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক ট্রানজিট হাবের মালিক ৷ কাতারের বিপুল সম্পদ আসন্ন বিশ্বকাপ আয়োজনে যে ব্যাপক সহায়ক হতে চলেছ, তা আর বলার অপেক্ষা রাখে না ।

Last Updated : Nov 9, 2022, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.