ETV Bharat / sports

Asian Games 2023: ট্রায়ালে হেরে এশিয়াডে যাওয়া হচ্ছে না অলিম্পিক পদকজয়ীর, টিকিট পেলেন না সাক্ষী-সঙ্গীতাও

এশিয়ান গেমসের ট্রায়ালে হেরে গিয়েছেন টোকিও অলিম্পিকে পদকজয়ী রবি দাহিয়া ৷ তাই তাঁর এশিয়াডে যাওয়া হচ্ছে না ৷ অন্যদিকে, ট্রায়ালে অংশ না-নেওয়ায় এশিয়ান গেমসে যেতে পারছেন না সাক্ষী মালিক ও সঙ্গীতা ফোগত ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার প্রতিবাদে সরব হয়েছিলেন সঙ্গীতা-সাক্ষী ৷

Asian Games 2023
রবি দাহিয়া সাক্ষী মালিক সঙ্গীতা ফোগত
author img

By

Published : Jul 23, 2023, 5:54 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই: এশিয়ান গেমসে প্রতিদিনই নতুন নতুন খবর সামনে আসছে ৷ প্রথমেই ভিনেশ ফোগত ও বজরং পুনিয়াকে ট্রায়াল থেকে ছাড় দেওয়ায় বিতর্ক হয়েছিল। এবার আরও বড় ধাক্কা ৷ এশিয়ান গেমসের ট্রায়ালে মহারাষ্ট্রের অতিশ তরকরের কাছে হেরে গেলেন অলিম্পিকে রূপোজয়ী রবি দাহিয়া। তাই তাঁর যাওয়া হচ্ছে না এশিয়াডে ৷ এর পাশাপাশি এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না কুস্তিগীর অলিম্পিয়ান সাক্ষী মালিক এবং সঙ্গীতা ফোগতেরও। ট্রায়ালে অংশগ্রহণ না-করায় তাঁরাও এশিয়াডের টিকিট পেলেন না ৷

  • Aatish, the guy who knocked out Ravi Dahiya, loses semifinal to Rahul.
    This is Rahul he did it ..... pic.twitter.com/0N9tmZmDed

    — Amanpreet Singh (ਅਮਨਪ੍ਰੀਤ ਸਿੰਘ) (@amanthejourno) July 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কুস্তিতে ভারত কাদের পাঠাবে তা ঠিক হচ্ছে দিল্লিতে ট্রায়ালের মাধ্যমে। ট্রায়ালে বেশ কিছু অঘটন দেখা যাচ্ছে। এদিন অলিম্পিক ও বিশ্ব কুস্তিতে পদক জয়ী রবি দাহিয়া ট্রায়ালের প্রথম রাউন্ডেই হেরে যান অতিশ তরকরের বিরুদ্ধে। রবিবার দিল্লিতে 57 কেজি বিভাগের ট্রায়ালে রবিকে 20-8 হারালেন মহারাষ্ট্রের অতিশ। 2020 টোকিও অলিম্পিকে 57 কেজি বিভাগে রুপো জিতেছিলেন রবি দাহিয়া। পাশাপাশি হরিয়ানা তারকা এই কুস্তিগীর 2019 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। পাশাপাশি গত বছর রবি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন।

  • VIDEO | "I will win Gold medal in Asian Games," says wrestler Vishal Kaliraman, who won the final of 65kg category in Asian Games trials. pic.twitter.com/SgRPC85DXg

    — Press Trust of India (@PTI_News) July 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিশ্বের একনম্বর জুটিকে হারিয়ে কোরিয়া ওপেন খেতাব জয় সাত্বিক-চিরাগের

অন্যদিকে, ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনরত দুই কুস্তিগীর বজরং পুনিয়া ও ভিনেশ ফোগত ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে যোগদানের ছাড়পত্র পেয়েছেন। তাঁদের ট্রায়াল ছাড়াই সরাসরি এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য বেছে নিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক্স কমিটির অ্যাডহক কমিটি। সাক্ষীকে একই প্রস্তাব দেওয়া হলেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এশিয়ান গেমসের ট্রায়ালের জন্য 22 এবং 23 জুলাই আগেই ঠিক করা হয়েছিল। কিন্তু সাক্ষী অগস্টে ট্রায়াল নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তা হয়নি ৷ নির্ধারিত সূচি অনুযায়ী সাক্ষী ট্রায়ালে অংশগ্রহণ না-করায় এশিয়ান গেমসে সুযোগ পেলেন না। একই কারণে এশিয়ান গেমসে যেতে পারবেন না সঙ্গীতাও।

  • #WATCH | Delhi: Wrestler Vishal Kaliraman on Asian Games says, "Everyone should give trials. It is sad that I am not getting a chance after so many years of hard work. Bajrang Punia should come here and give a trial. Whoever is the best will go and win a medal (in Asian Games)." pic.twitter.com/fxQXHazOHB

    — ANI (@ANI) July 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বজরং ও ভিনেশকে সরাসরি সুযোগ দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এশিয়াডের ট্রায়ালে জয়ী অন্তিম পাঙ্ঘাল ৷ হাইকোর্ট কুস্তির ট্রায়াল বা দল নির্বাচনে হস্তক্ষেপ করতে রাজি হয়নি ৷ অতয়েব মহিলাদের 53 কেজি বিভাগে এশিয়ান গেমসে যাবেন ভিনেশই। স্ট্যান্ডবাই থাকবেন অন্তিম। একইভাবে, পুরুষদের 65 কেজি বিভাগে এশিয়ান গেমসে যাবেন বজরং। ট্রায়ালে জিতলেন কুস্তিগীর বিশাল কালীরমন ৷ তিনি থাকবেন স্ট্যান্ডবাই হিসাবে ৷

আরও পড়ুন: বিশ্বের একনম্বর জুটিকে হারিয়ে কোরিয়া ওপেন খেতাব জয় সাত্বিক-চিরাগের

নয়াদিল্লি, 23 জুলাই: এশিয়ান গেমসে প্রতিদিনই নতুন নতুন খবর সামনে আসছে ৷ প্রথমেই ভিনেশ ফোগত ও বজরং পুনিয়াকে ট্রায়াল থেকে ছাড় দেওয়ায় বিতর্ক হয়েছিল। এবার আরও বড় ধাক্কা ৷ এশিয়ান গেমসের ট্রায়ালে মহারাষ্ট্রের অতিশ তরকরের কাছে হেরে গেলেন অলিম্পিকে রূপোজয়ী রবি দাহিয়া। তাই তাঁর যাওয়া হচ্ছে না এশিয়াডে ৷ এর পাশাপাশি এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না কুস্তিগীর অলিম্পিয়ান সাক্ষী মালিক এবং সঙ্গীতা ফোগতেরও। ট্রায়ালে অংশগ্রহণ না-করায় তাঁরাও এশিয়াডের টিকিট পেলেন না ৷

  • Aatish, the guy who knocked out Ravi Dahiya, loses semifinal to Rahul.
    This is Rahul he did it ..... pic.twitter.com/0N9tmZmDed

    — Amanpreet Singh (ਅਮਨਪ੍ਰੀਤ ਸਿੰਘ) (@amanthejourno) July 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কুস্তিতে ভারত কাদের পাঠাবে তা ঠিক হচ্ছে দিল্লিতে ট্রায়ালের মাধ্যমে। ট্রায়ালে বেশ কিছু অঘটন দেখা যাচ্ছে। এদিন অলিম্পিক ও বিশ্ব কুস্তিতে পদক জয়ী রবি দাহিয়া ট্রায়ালের প্রথম রাউন্ডেই হেরে যান অতিশ তরকরের বিরুদ্ধে। রবিবার দিল্লিতে 57 কেজি বিভাগের ট্রায়ালে রবিকে 20-8 হারালেন মহারাষ্ট্রের অতিশ। 2020 টোকিও অলিম্পিকে 57 কেজি বিভাগে রুপো জিতেছিলেন রবি দাহিয়া। পাশাপাশি হরিয়ানা তারকা এই কুস্তিগীর 2019 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। পাশাপাশি গত বছর রবি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন।

  • VIDEO | "I will win Gold medal in Asian Games," says wrestler Vishal Kaliraman, who won the final of 65kg category in Asian Games trials. pic.twitter.com/SgRPC85DXg

    — Press Trust of India (@PTI_News) July 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিশ্বের একনম্বর জুটিকে হারিয়ে কোরিয়া ওপেন খেতাব জয় সাত্বিক-চিরাগের

অন্যদিকে, ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনরত দুই কুস্তিগীর বজরং পুনিয়া ও ভিনেশ ফোগত ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে যোগদানের ছাড়পত্র পেয়েছেন। তাঁদের ট্রায়াল ছাড়াই সরাসরি এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য বেছে নিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক্স কমিটির অ্যাডহক কমিটি। সাক্ষীকে একই প্রস্তাব দেওয়া হলেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এশিয়ান গেমসের ট্রায়ালের জন্য 22 এবং 23 জুলাই আগেই ঠিক করা হয়েছিল। কিন্তু সাক্ষী অগস্টে ট্রায়াল নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তা হয়নি ৷ নির্ধারিত সূচি অনুযায়ী সাক্ষী ট্রায়ালে অংশগ্রহণ না-করায় এশিয়ান গেমসে সুযোগ পেলেন না। একই কারণে এশিয়ান গেমসে যেতে পারবেন না সঙ্গীতাও।

  • #WATCH | Delhi: Wrestler Vishal Kaliraman on Asian Games says, "Everyone should give trials. It is sad that I am not getting a chance after so many years of hard work. Bajrang Punia should come here and give a trial. Whoever is the best will go and win a medal (in Asian Games)." pic.twitter.com/fxQXHazOHB

    — ANI (@ANI) July 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বজরং ও ভিনেশকে সরাসরি সুযোগ দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এশিয়াডের ট্রায়ালে জয়ী অন্তিম পাঙ্ঘাল ৷ হাইকোর্ট কুস্তির ট্রায়াল বা দল নির্বাচনে হস্তক্ষেপ করতে রাজি হয়নি ৷ অতয়েব মহিলাদের 53 কেজি বিভাগে এশিয়ান গেমসে যাবেন ভিনেশই। স্ট্যান্ডবাই থাকবেন অন্তিম। একইভাবে, পুরুষদের 65 কেজি বিভাগে এশিয়ান গেমসে যাবেন বজরং। ট্রায়ালে জিতলেন কুস্তিগীর বিশাল কালীরমন ৷ তিনি থাকবেন স্ট্যান্ডবাই হিসাবে ৷

আরও পড়ুন: বিশ্বের একনম্বর জুটিকে হারিয়ে কোরিয়া ওপেন খেতাব জয় সাত্বিক-চিরাগের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.