ম্যাঞ্চেস্টার, 3 মে : প্রথম চারে শেষ করার আশা কার্যত শেষ ৷ অঙ্কের বিচারে যেটুকু রয়েছে, তা টিকিয়ে রাখতে সোমবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে জয় আবশ্যিক ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ পাশাপাশি ঘটনাচক্রে এই ম্যাচ ম্য়ান ইউ জার্সিতে ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ম্যাচ ছিল জুয়ান মাতা এবং নেমাঞ্জা মাটিচের ৷ ঘরের মাঠে বিদায়ী ম্যাচে দুই সতীর্থকে জয় উপহার দিয়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সামান্য সুযোগটুকু বাঁচিয়ে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ৷ ক্রিশ্চিয়ান এরিকসেনের ব্রেন্টফোর্ডকে 3-0 গোলে হারাল লাল ম্যাঞ্চেস্টার (Man United beat Brentford) ৷
গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ওল্ড ট্র্যাফোর্ডে বিদায়ী ম্য়াচে এদিন শুরু থেকেই খেললেন মাতা ৷ যা 2021-22 প্রিমিয়র লিগে প্রথমবার ৷ ম্যাচের 9 মিনিটে এদিন ব্রুনো ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় ম্যান ইউ ৷ দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ 62 মিনিটে পেনাল্টি থেকে চলতি প্রিমিয়র লিগে 18তম গোলটি করেন পর্তুগিজ মহাতারকা ৷ সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় রোনাল্ডোর সামনে কেবল মোহামোদ সালাহ (22) এবং সন হিউং মিন (19) ৷
আরও পড়ুন : বুন্দেসলিগায় ফের বায়ার্ন-রাজ, এক দশক খেতাব দখলে রাখল বাভারিয়ানরা
72 মিনিটে রাফায়েল ভারানে শেষ পেরেকটি পুঁতে দেন ব্রেন্টফোর্ডের কফিনে ৷ এই জয়ের ফলে 36 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে ছ'য়ে রোনাল্ডোরা ৷ আগামী রবিবার লিডস ইউনাইটেডের বিরুদ্ধে আর্সেনাল ড্র করলেই শেষ হয়ে যাবে আগামী মরশুমে লাল ম্যাঞ্চেস্টারের চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা ৷ উল্লেখ্য, আগামী মরশুম থেকে ম্যান ইউ'য়ের দায়িত্ব গ্রহণ করছেন এরিক টেন হ্যাগ ৷