ETV Bharat / sports

Man Utd Win : ওল্ড ট্র্যাফোর্ডে মাতার বিদায়ী ম্যাচে জয় ম্যান ইউ'য়ের, ফের গোল ক্রিশ্চিয়ানোর - ওল্ড ট্র্যাফোর্ডে মাতার বিদায়ী ম্যাচে জয় ম্যান ইউয়ের, ফের গোল ক্রিশ্চিয়ানোর

ঘরের মাঠে বিদায়ী ম্যাচে দুই সতীর্থকে জয় উপহার দিয়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সামান্য সুযোগটুকু বাঁচিয়ে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ৷ ক্রিশ্চিয়ান এরিকসেনের ব্রেন্টফোর্ডকে 3-0 গোলে হারাল লাল ম্যাঞ্চেস্টার (Man United beat Brentford 3-0) ৷

Man Utd Win
ওল্ড ট্র্যাফোর্ডে মাতার বিদায়ী ম্যাচে জয় ম্যান ইউ'য়ের, ফের গোল ক্রিশ্চিয়ানোর
author img

By

Published : May 3, 2022, 5:22 PM IST

ম্যাঞ্চেস্টার, 3 মে : প্রথম চারে শেষ করার আশা কার্যত শেষ ৷ অঙ্কের বিচারে যেটুকু রয়েছে, তা টিকিয়ে রাখতে সোমবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে জয় আবশ্যিক ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ পাশাপাশি ঘটনাচক্রে এই ম্যাচ ম্য়ান ইউ জার্সিতে ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ম্যাচ ছিল জুয়ান মাতা এবং নেমাঞ্জা মাটিচের ৷ ঘরের মাঠে বিদায়ী ম্যাচে দুই সতীর্থকে জয় উপহার দিয়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সামান্য সুযোগটুকু বাঁচিয়ে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ৷ ক্রিশ্চিয়ান এরিকসেনের ব্রেন্টফোর্ডকে 3-0 গোলে হারাল লাল ম্যাঞ্চেস্টার (Man United beat Brentford) ৷

গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ওল্ড ট্র্যাফোর্ডে বিদায়ী ম্য়াচে এদিন শুরু থেকেই খেললেন মাতা ৷ যা 2021-22 প্রিমিয়র লিগে প্রথমবার ৷ ম্যাচের 9 মিনিটে এদিন ব্রুনো ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় ম্যান ইউ ৷ দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ 62 মিনিটে পেনাল্টি থেকে চলতি প্রিমিয়র লিগে 18তম গোলটি করেন পর্তুগিজ মহাতারকা ৷ সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় রোনাল্ডোর সামনে কেবল মোহামোদ সালাহ (22) এবং সন হিউং মিন (19) ৷

আরও পড়ুন : বুন্দেসলিগায় ফের বায়ার্ন-রাজ, এক দশক খেতাব দখলে রাখল বাভারিয়ানরা

72 মিনিটে রাফায়েল ভারানে শেষ পেরেকটি পুঁতে দেন ব্রেন্টফোর্ডের কফিনে ৷ এই জয়ের ফলে 36 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে ছ'য়ে রোনাল্ডোরা ৷ আগামী রবিবার লিডস ইউনাইটেডের বিরুদ্ধে আর্সেনাল ড্র করলেই শেষ হয়ে যাবে আগামী মরশুমে লাল ম্যাঞ্চেস্টারের চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা ৷ উল্লেখ্য, আগামী মরশুম থেকে ম্যান ইউ'য়ের দায়িত্ব গ্রহণ করছেন এরিক টেন হ্যাগ ৷

ম্যাঞ্চেস্টার, 3 মে : প্রথম চারে শেষ করার আশা কার্যত শেষ ৷ অঙ্কের বিচারে যেটুকু রয়েছে, তা টিকিয়ে রাখতে সোমবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে জয় আবশ্যিক ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ পাশাপাশি ঘটনাচক্রে এই ম্যাচ ম্য়ান ইউ জার্সিতে ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ম্যাচ ছিল জুয়ান মাতা এবং নেমাঞ্জা মাটিচের ৷ ঘরের মাঠে বিদায়ী ম্যাচে দুই সতীর্থকে জয় উপহার দিয়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সামান্য সুযোগটুকু বাঁচিয়ে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ৷ ক্রিশ্চিয়ান এরিকসেনের ব্রেন্টফোর্ডকে 3-0 গোলে হারাল লাল ম্যাঞ্চেস্টার (Man United beat Brentford) ৷

গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ওল্ড ট্র্যাফোর্ডে বিদায়ী ম্য়াচে এদিন শুরু থেকেই খেললেন মাতা ৷ যা 2021-22 প্রিমিয়র লিগে প্রথমবার ৷ ম্যাচের 9 মিনিটে এদিন ব্রুনো ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় ম্যান ইউ ৷ দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ 62 মিনিটে পেনাল্টি থেকে চলতি প্রিমিয়র লিগে 18তম গোলটি করেন পর্তুগিজ মহাতারকা ৷ সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় রোনাল্ডোর সামনে কেবল মোহামোদ সালাহ (22) এবং সন হিউং মিন (19) ৷

আরও পড়ুন : বুন্দেসলিগায় ফের বায়ার্ন-রাজ, এক দশক খেতাব দখলে রাখল বাভারিয়ানরা

72 মিনিটে রাফায়েল ভারানে শেষ পেরেকটি পুঁতে দেন ব্রেন্টফোর্ডের কফিনে ৷ এই জয়ের ফলে 36 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে ছ'য়ে রোনাল্ডোরা ৷ আগামী রবিবার লিডস ইউনাইটেডের বিরুদ্ধে আর্সেনাল ড্র করলেই শেষ হয়ে যাবে আগামী মরশুমে লাল ম্যাঞ্চেস্টারের চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা ৷ উল্লেখ্য, আগামী মরশুম থেকে ম্যান ইউ'য়ের দায়িত্ব গ্রহণ করছেন এরিক টেন হ্যাগ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.