ETV Bharat / sports

দাবায় ইতিহাস, প্রথমবার চেস অলিম্পিয়াডের ফাইনালে ভারত; শুভেচ্ছা রাহুল গান্ধির

author img

By

Published : Aug 30, 2020, 7:39 PM IST

প্রথমবার দাবা অলিম্পিয়াডের ফাইনালে পা রেখেছে ভারত ৷

দাবায় ইতিহাস, প্রথমবার চেস অলিম্পিয়াডের ফাইনালে ভারত; শুভেচ্ছা রাহুল গান্ধির
দাবায় ইতিহাস, প্রথমবার চেস অলিম্পিয়াডের ফাইনালে ভারত; শুভেচ্ছা রাহুল গান্ধির

দিল্লি, 30 অগাস্ট : দাবায় ইতিহাস গড়েছে ভারত ৷ প্রথমবার দাবা অলিম্পিয়াডের ফাইনালে পা রেখেছে ভারত ৷ শনিবারের সেমিফাইনালে পোল্যান্ডের মণিকা সাক্কোকে হারান বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি ৷ তাঁর জয়ে অনলাইন অলিম্পিয়াডের ফাইনালে ওঠে দেশ ৷ তারপরই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ ফাইনালের জন্য জানিয়েছেন শুভেচ্ছা ৷

  • World Women Rapid Champion Koneru Humpy wins a decisive Armageddon game with Black against Monika Socko & Team India makes it to the final of FIDE Online #ChesOlympiad. They will play a winner of Russia - USA match that will start at 16:00 UTC. pic.twitter.com/n29sDaOnnZ

    — International Chess Federation (@FIDE_chess) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পিছিয়ে থেকে সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে 2-1 ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ভারত ৷ প্রথম রাউন্ডে 2-4-এ ভারত হেরে গিয়েছিল ৷ দ্বিতীয় রাউন্ডে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে প্রতিপক্ষকে 4.5-1.5 ব্যবধানে হারায় ৷ ফাইনাল ওঠার নির্ধারণী ম্যাচে টাই ব্রেকারে জেতেন হাম্পি ৷ দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ জন কিস্তোফ ডুডাকে 78 চালে মাত দেন ৷ যদিও প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন আনন্দ ৷ আনন্দ ছাড়া প্রথম রাউন্ডে হেরেছিলেন অধিনায়ক বিদিত গুজরাতি ও দিব্যা দেশমুখ ৷ হাম্পি ও ডি হরিকা ড্র করেন ৷ জিতেছিলেন একমাত্র নিহাল সারিন ৷ ফাইনালে ভারতের প্রতিপক্ষ রাশিয়া অথবা অ্যামেরিকা ৷

ভারতের জয়ে খুশি রাহুল গান্ধি রবিবার সকালে টুইট করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানান ৷ ফাইনালের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, "অনলাইন অলিম্পিক অলিম্পিয়াডের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই ৷ প্রথমবার ফাইনালে ওঠা গর্বের বিষয় ৷ জয় হাসিল করো ৷ দেশের কোটি মানুষ এই কামনাই করছে ৷"

  • All the very best to the Indian team for the online Chess Olympiad.

    It’s a matter of great pride to be in the finals for the first time ever.

    Go for the win! Billion hearts are rooting for you. https://t.co/jvReUx9QRC

    — Rahul Gandhi (@RahulGandhi) August 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2014 সালে চেস অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল ভারত ৷ সেটাই ছিল অলিম্পিয়াডে ভারতের সেরা পারফরম্যান্স ৷ চলতি বছরে রুপো নিশ্চিত করে ফেলেছে ভারত ৷ ফাইনাল জিতলে প্রথমবারের মতো চেস অলিম্পিয়াডে সোনা জিতবে দেশ ৷

দিল্লি, 30 অগাস্ট : দাবায় ইতিহাস গড়েছে ভারত ৷ প্রথমবার দাবা অলিম্পিয়াডের ফাইনালে পা রেখেছে ভারত ৷ শনিবারের সেমিফাইনালে পোল্যান্ডের মণিকা সাক্কোকে হারান বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি ৷ তাঁর জয়ে অনলাইন অলিম্পিয়াডের ফাইনালে ওঠে দেশ ৷ তারপরই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ ফাইনালের জন্য জানিয়েছেন শুভেচ্ছা ৷

  • World Women Rapid Champion Koneru Humpy wins a decisive Armageddon game with Black against Monika Socko & Team India makes it to the final of FIDE Online #ChesOlympiad. They will play a winner of Russia - USA match that will start at 16:00 UTC. pic.twitter.com/n29sDaOnnZ

    — International Chess Federation (@FIDE_chess) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পিছিয়ে থেকে সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে 2-1 ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ভারত ৷ প্রথম রাউন্ডে 2-4-এ ভারত হেরে গিয়েছিল ৷ দ্বিতীয় রাউন্ডে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে প্রতিপক্ষকে 4.5-1.5 ব্যবধানে হারায় ৷ ফাইনাল ওঠার নির্ধারণী ম্যাচে টাই ব্রেকারে জেতেন হাম্পি ৷ দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ জন কিস্তোফ ডুডাকে 78 চালে মাত দেন ৷ যদিও প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন আনন্দ ৷ আনন্দ ছাড়া প্রথম রাউন্ডে হেরেছিলেন অধিনায়ক বিদিত গুজরাতি ও দিব্যা দেশমুখ ৷ হাম্পি ও ডি হরিকা ড্র করেন ৷ জিতেছিলেন একমাত্র নিহাল সারিন ৷ ফাইনালে ভারতের প্রতিপক্ষ রাশিয়া অথবা অ্যামেরিকা ৷

ভারতের জয়ে খুশি রাহুল গান্ধি রবিবার সকালে টুইট করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানান ৷ ফাইনালের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, "অনলাইন অলিম্পিক অলিম্পিয়াডের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই ৷ প্রথমবার ফাইনালে ওঠা গর্বের বিষয় ৷ জয় হাসিল করো ৷ দেশের কোটি মানুষ এই কামনাই করছে ৷"

  • All the very best to the Indian team for the online Chess Olympiad.

    It’s a matter of great pride to be in the finals for the first time ever.

    Go for the win! Billion hearts are rooting for you. https://t.co/jvReUx9QRC

    — Rahul Gandhi (@RahulGandhi) August 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2014 সালে চেস অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতেছিল ভারত ৷ সেটাই ছিল অলিম্পিয়াডে ভারতের সেরা পারফরম্যান্স ৷ চলতি বছরে রুপো নিশ্চিত করে ফেলেছে ভারত ৷ ফাইনাল জিতলে প্রথমবারের মতো চেস অলিম্পিয়াডে সোনা জিতবে দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.