নিউ ইয়র্ক, 2 সেপ্টেম্বর : সময় কি ভালো যাচ্ছে না স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের (Rafael Nadal) ! দিন কয়েক আগেই শাকিরার সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক নিয়ে নতুন করে জলঘোলা হয়েছে ৷ আর বৃহস্পতিবার রাতে (নিউ ইয়র্কের স্থানীয় সময়ে) নিজের ব়্যাকেটেই নিজের নাক ভাঙলেন রাফা ৷
ওইদিন ইউ এস ওপেনের (US Open 2022) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ছিল নাদালের ৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে (Arthur Ashe Stadium) তাঁর প্রতিপক্ষ ছিল ফ্যাবিও ফোগ্নিনি ৷ ম্যাচটি 2-6, 6-4, 6-2, 6-1 এ জিতেছেন তিনি ৷ কিন্তু ম্যাচের মাঝেই একটি শট খেলার পর ফলো থ্রুতে ব়়্যাকেট এসে তাঁর নাকে লাগে ৷ আর তাতেই রক্তারক্তি কাণ্ড হয়ে যায় ৷
সেই সময় ম্যাচের চতুর্থ সেট চলছিল ৷ ব্যাকহ্যান্ডে একটি শট খেলার পর ব়্যাকেট হাত থেকে ছিটকে মাটিতে আঘাত করে ৷ সেটাই ফের ছিটকে এসে নাদালের নাকে লাগে ৷ মুখে হাত ঢেকে কোর্টেই শুয়ে পড়েন নাদাল ৷ ছুটে আসেন প্রতিপক্ষ ফোগ্নিনি ৷ পরে মেডিক্যাল টিম এসে চিকিৎসা করেন ৷ এই পরিস্থিতির জেরে পাঁচ মিনিটের মেডিক্যাল টাইম আউট নিতে হয় নাদালকে ৷ চিকিৎসার পর তিনি ম্যাচে ফেরেন ৷ নাকে ব্যান্ডেজ নিয়ে বাকিটা খেলেন ৷ আর জয়ের শেষ হাসি হাসেন ৷
-
We're glad you are ok, @RafaelNadal 🙏 pic.twitter.com/t9hzv1QNMH
— US Open Tennis (@usopen) September 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We're glad you are ok, @RafaelNadal 🙏 pic.twitter.com/t9hzv1QNMH
— US Open Tennis (@usopen) September 2, 2022We're glad you are ok, @RafaelNadal 🙏 pic.twitter.com/t9hzv1QNMH
— US Open Tennis (@usopen) September 2, 2022
ম্যাচের পর অবশ্য এই ঘটনা নিয়ে মজাও করেছেন রাফা ৷ বলেছেন, ‘‘গল্ফ ক্লাবে এই ধরনের ঘটনা ঘটেছিল ৷ তবে টেনিস ব়্যাকেট নিয়ে এই প্রথম ঘটল ৷’’ তবে এই ঘটনা ঘটার পর তাঁর মাথা একটু ঘুরছিল বলে জানিয়েছেন ৷ পরে অবশ্য ঠিক হয়ে যায় ৷
নাদাল 22টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন (22 Grand Slam titles) ৷ এর মধ্যে চারটি ইউ এস ওপেন রয়েছে ৷ তবে 2019 সালে শেষবার তিনি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ৷ তার পর আর সাফল্যের মুখ দেখেননি ৷ এবার আর তিনি তৃতীয় রাউন্ডে চলে গেলেন ৷
-
‼️‼️😆 pic.twitter.com/UF1HDDcScB
— US Open Tennis (@usopen) September 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">‼️‼️😆 pic.twitter.com/UF1HDDcScB
— US Open Tennis (@usopen) September 2, 2022‼️‼️😆 pic.twitter.com/UF1HDDcScB
— US Open Tennis (@usopen) September 2, 2022
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2022) জিতেছেন নাদাল ৷ কেরিয়ারের গোড়া থেকে ক্লে কোর্টের রাজা বলা হয় ৷ কারণ, রোলাঁ গারোঁ আর নাদাল প্রায় সমার্থক হয়ে গিয়েছে ৷ এবারও তিনি ফরাসি ওপেন (French Open 2022) জিতেছেন ৷ এটা ছিল তাঁর 14তম খেতাব ৷ এর পর উইম্বলডনে তিনি সেমিফাইনালে পৌঁছেছিলেন ৷ কিন্তু অসুস্থ হয়ে নিজেকে সরিয়ে নেন ৷ এখন দেখার ইউ এস ওপেনে তিনি কতটা সফল হন !
আরও পড়ুন : হোঁচট খেয়ে দ্বিতীয় রাউন্ডে নাদাল, শুরুতেই বিদায় ওসাকার