ETV Bharat / sports

Rafael Nadal : লাল মাটির একচ্ছত্র অধিপতি, রোলাঁ গারোয় দাপুটে রাফার 14তম জয় - ফ্রেঞ্চ ওপেন জয়

ফলাফল সম্পর্কে নিশ্চিত ছিলেন টেনিস অনুরাগীরা ৷ বাস্তবেই সেটাই ঘটল ৷ প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন নিয়ে নামা নরওয়ের 23 বছরের টেনিস খেলোয়াড় ক্যাসপার রুডকে হারিয়ে 14তম ফরাসি ওপেন খেতাব ঘরে তুললেন রাফায়েল নাদাল (Rafael Nadal wins 14th french open title) ৷

14th french open
ফ্রেঞ্চ ওপেন জিতলেন নাদাল
author img

By

Published : Jun 5, 2022, 9:13 PM IST

Updated : Jun 5, 2022, 10:47 PM IST

প্যারিস, 5 জুন : রবিবাসরীয় ফরাসি ওপেনের ফাইনাল ৷ গোটা বিশ্বের টেনিসপ্রেমীদের মতোই জামাইষষ্ঠীর হই হুল্লোড়ের মধ্যেই সন্ধেবেলায় রাফায়েল নাদাল বনাম ক্যাসপার রুডের খেলা দেখতে বসে গিয়েছিলেন এ রাজ্যের মানুষরাও ৷ ম্যাচ শুরুর আগে থেকেই ফলাফল সম্পর্কে নিশ্চিত ছিলেন সকলে ৷ ম্যাচ গড়াতেই সেই ধারনাকে প্রতি পদে পদে সঠিক প্রমাণ করে দিলেন লাল সুরকির রাজা ৷

প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা হাঁটুর বয়সী ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কেরিয়ারের 14তম ফরাসি ওপেন খেতাব ঝুলিতে পুরলেন নাদাল (Rafael Nadal wins 14th french open title) ৷ এর পাশাপাশি, রেকর্ড 22তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক হয়ে ইতিহাস গড়লেন স্প্যানিশ মায়োস্ত্রো ৷ ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যামে সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়লেন ৷ তাঁর পক্ষে ম্যাচের ফলাফল 6-3, 6-3, 6-0 ৷

পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির আগেই গড়েছিলেন ৷ ফরাসি ওপেনে আজকের ফাইনাল জিতে নিকটতম ফ্যাব থ্রি-র আরও দুই সদস্য রজার ফেডেরার ও নোভাক জকোভিচের থেকে ব্যবধান কিছুটা বাড়িয়ে নিলেন নাদাল ৷ দু'জনের নামের পাশেই 20-20টি করে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে ৷ এর পাশাপাশি একাধিক রেকর্ড গড়লেন রাফা ৷ এখনও পর্যন্ত একবারও ফরাসি ওপেনের ফাইনাল হারেননি রাফা ৷ 2005 সাল থেকে রোলাঁ গারোয় শুরু হয়েছে তাঁর আধিপত্য ৷ যা এখনও, এই ছত্রিশ বছর বয়সেও বর্তমান ৷ নয়তো নব্য প্রজন্মের টেনিস খেলোয়াড়কে স্রেফ উড়িয়ে দিতে পারতেন না ৷ টুর্নামেন্টের প্রথম থেকেই আগুনে ছন্দে ছিলেন ৷ ফাইনালেও সেটা বজায় রইল ৷ একপেশে ম্যাচে সবচেয়ে বেশি বয়সে ফরাসি ওপেন জয়ী খেলোয়াড়ে পরিণত হলেন ৷ এর আগে আন্দ্রে গিমেনো 34 বছর বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন ৷ সেই রেকর্ডও ভেঙে দিলেন ছত্রিশের স্প্যানিশ কিংবদন্তি ৷ বছরের শুরুটা করেছিলেন অস্ট্রেলিয়া ওপেন জয় দিয়ে ৷ প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নাদাল, এমন ঘটনা এবারই প্রথম ৷ পাশাপাশি এটি তাঁর 92তম সিঙ্গলস খেতাব ৷ এই তালিকায় অবশ্য তাঁর আগে আরও তিনজন রয়েছেন ৷ জিমি কনর্স (109), রজার ফেডেরার (103) এবং ইভান লেন্ডেল (94) ৷

আরও পড়ুন : রোলাঁ গারোর রানি স্বিয়াতেক, ট্রফি জিতে পোলিশ তারকার মুখে ইউক্রেন স্তুতি

একে তো প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল ৷ তার উপর প্রতিপক্ষ ক্লে কোর্টের রাজা, 13বারের খেতাবজয়ী অভিজ্ঞতায় টইটম্বুর রাফায়েল নাদাল ৷ যিনি আবার রুডের আদর্শও বটে ৷ 2005 সালে যখন প্রথম ফরাসি ওপেন জেতেন নাদাল, তখন রুডের বয়স 13-র কোঠায় ৷ ফলে কোনওদিক থেকেই ফাইনালে 23 বছরের ক্যাসপার রুডকে ধর্তব্যের মধ্যে আনেননি টেনিসপ্রেমীরা ৷ নাদালের টেনিস অ্যাকাডেমিতে বহুবার অনুশীলন করলেও ফাইনালে স্প্যানিয়ার্ডকে টক্কর দেওয়ার মতো ওষুধ খুঁজে পাননি রুড ৷ মাত্র 2 ঘণ্টা 18 মিনিটেই স্ট্রেট সেটে ফাইনাল ম্যাচের পরিসমাপ্তি ঘটে যায় ৷ দ্বিতীয় সেটে একসময় 3-1 ব্যবধানে এগিয়ে ছিলেন রুড ৷ কিন্তু লাগাতার 5 গেম জিতে দ্বিতীয় সেটটিও ঝুলিতে পোরেন রাফা ৷ তৃতীয় সেটে নরওয়ের টেনিস খেলোয়াড় একটি গেমও জিততে পারেননি ৷

প্যারিস, 5 জুন : রবিবাসরীয় ফরাসি ওপেনের ফাইনাল ৷ গোটা বিশ্বের টেনিসপ্রেমীদের মতোই জামাইষষ্ঠীর হই হুল্লোড়ের মধ্যেই সন্ধেবেলায় রাফায়েল নাদাল বনাম ক্যাসপার রুডের খেলা দেখতে বসে গিয়েছিলেন এ রাজ্যের মানুষরাও ৷ ম্যাচ শুরুর আগে থেকেই ফলাফল সম্পর্কে নিশ্চিত ছিলেন সকলে ৷ ম্যাচ গড়াতেই সেই ধারনাকে প্রতি পদে পদে সঠিক প্রমাণ করে দিলেন লাল সুরকির রাজা ৷

প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা হাঁটুর বয়সী ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কেরিয়ারের 14তম ফরাসি ওপেন খেতাব ঝুলিতে পুরলেন নাদাল (Rafael Nadal wins 14th french open title) ৷ এর পাশাপাশি, রেকর্ড 22তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক হয়ে ইতিহাস গড়লেন স্প্যানিশ মায়োস্ত্রো ৷ ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যামে সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়লেন ৷ তাঁর পক্ষে ম্যাচের ফলাফল 6-3, 6-3, 6-0 ৷

পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির আগেই গড়েছিলেন ৷ ফরাসি ওপেনে আজকের ফাইনাল জিতে নিকটতম ফ্যাব থ্রি-র আরও দুই সদস্য রজার ফেডেরার ও নোভাক জকোভিচের থেকে ব্যবধান কিছুটা বাড়িয়ে নিলেন নাদাল ৷ দু'জনের নামের পাশেই 20-20টি করে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে ৷ এর পাশাপাশি একাধিক রেকর্ড গড়লেন রাফা ৷ এখনও পর্যন্ত একবারও ফরাসি ওপেনের ফাইনাল হারেননি রাফা ৷ 2005 সাল থেকে রোলাঁ গারোয় শুরু হয়েছে তাঁর আধিপত্য ৷ যা এখনও, এই ছত্রিশ বছর বয়সেও বর্তমান ৷ নয়তো নব্য প্রজন্মের টেনিস খেলোয়াড়কে স্রেফ উড়িয়ে দিতে পারতেন না ৷ টুর্নামেন্টের প্রথম থেকেই আগুনে ছন্দে ছিলেন ৷ ফাইনালেও সেটা বজায় রইল ৷ একপেশে ম্যাচে সবচেয়ে বেশি বয়সে ফরাসি ওপেন জয়ী খেলোয়াড়ে পরিণত হলেন ৷ এর আগে আন্দ্রে গিমেনো 34 বছর বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন ৷ সেই রেকর্ডও ভেঙে দিলেন ছত্রিশের স্প্যানিশ কিংবদন্তি ৷ বছরের শুরুটা করেছিলেন অস্ট্রেলিয়া ওপেন জয় দিয়ে ৷ প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নাদাল, এমন ঘটনা এবারই প্রথম ৷ পাশাপাশি এটি তাঁর 92তম সিঙ্গলস খেতাব ৷ এই তালিকায় অবশ্য তাঁর আগে আরও তিনজন রয়েছেন ৷ জিমি কনর্স (109), রজার ফেডেরার (103) এবং ইভান লেন্ডেল (94) ৷

আরও পড়ুন : রোলাঁ গারোর রানি স্বিয়াতেক, ট্রফি জিতে পোলিশ তারকার মুখে ইউক্রেন স্তুতি

একে তো প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল ৷ তার উপর প্রতিপক্ষ ক্লে কোর্টের রাজা, 13বারের খেতাবজয়ী অভিজ্ঞতায় টইটম্বুর রাফায়েল নাদাল ৷ যিনি আবার রুডের আদর্শও বটে ৷ 2005 সালে যখন প্রথম ফরাসি ওপেন জেতেন নাদাল, তখন রুডের বয়স 13-র কোঠায় ৷ ফলে কোনওদিক থেকেই ফাইনালে 23 বছরের ক্যাসপার রুডকে ধর্তব্যের মধ্যে আনেননি টেনিসপ্রেমীরা ৷ নাদালের টেনিস অ্যাকাডেমিতে বহুবার অনুশীলন করলেও ফাইনালে স্প্যানিয়ার্ডকে টক্কর দেওয়ার মতো ওষুধ খুঁজে পাননি রুড ৷ মাত্র 2 ঘণ্টা 18 মিনিটেই স্ট্রেট সেটে ফাইনাল ম্যাচের পরিসমাপ্তি ঘটে যায় ৷ দ্বিতীয় সেটে একসময় 3-1 ব্যবধানে এগিয়ে ছিলেন রুড ৷ কিন্তু লাগাতার 5 গেম জিতে দ্বিতীয় সেটটিও ঝুলিতে পোরেন রাফা ৷ তৃতীয় সেটে নরওয়ের টেনিস খেলোয়াড় একটি গেমও জিততে পারেননি ৷

Last Updated : Jun 5, 2022, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.