ETV Bharat / sports

French Open 2022 : গোড়ালি মচকে লড়াই থামল জেরেভের, রোলাঁ গারোয় চতুর্দশ খেতাব থেকে এককদম দূরে রাফা - রোলাঁ গারোয় চতুর্দশ খেতাব থেকে এককদম দূরে রাফা

দুর্ভাগ্যক্রমে শুক্রবার শেষ চারের লড়াইয়ে দ্বিতীয় সেট চলাকালীন কোর্টে গোড়ালি মচকে যায় আলেকজান্ডার জেরেভের ৷ চোটের অভিঘাতে কোর্ট ছাড়তে বাধ্য হন জার্মান তারকা ৷ ফলস্বরূপ প্রতিদ্বন্দ্বীর থেকে ওয়াকওভার পেয়ে আরও একবার প্রিয় লাল সুরকির গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে রাফা (Nadal reaches French Open final after Zverev forced to retire with ankle injury) ৷

French Open 2022
রোলাঁ গারোয় চতুর্দশ খেতাব থেকে এককদম দূরে রাফা
author img

By

Published : Jun 4, 2022, 7:13 AM IST

প্যারিস, 4 জুন : 36তম জন্মদিনে 14 বারের জন্য ফরাসি ওপেনের ফাইনালে রাফায়েল নাদাল ৷ যদিও সেমিফাইনালে স্প্যানিয়ার্ডের জয় গতানুগতিকভাবে আসেনি ৷ দুর্ভাগ্যক্রমে শুক্রবার শেষ চারের লড়াইয়ে দ্বিতীয় সেট চলাকালীন কোর্টে গোড়ালি মচকে যায় আলেকজান্ডার জেরেভের ৷ চোট এতটাই গুরুতর ছিল যে ক্র্যাচে ভর দিয়ে কোর্ট দিয়ে মাঠ ছাড়তে হয় জার্মান তারকাকে ৷ অর্থাৎ, প্রতিদ্বন্দ্বীর থেকে ওয়াকওভার পেয়ে আরও একবার প্রিয় লাল সুরকির গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে রাফা (Rafael Nadal reaches French Open final after Alexander Zverev forced to retire with ankle injury) ৷

চলতি রোলাঁ গারোয় সেভাবে এখনও পর্যন্ত কঠিন লড়াইয়ের সামনাসামনি হতে হয়নি নাদালকে ৷ কোয়ার্টারে নোভাক জকোভিচকে হারাতেও চার সেটের বেশি খরচ হয়নি ৷ তবে সেমিফাইনালে লড়াই শেষ পর্যন্ত হলে তা রাফার জন্য যে খুব একটা সুখের হত না, সেটা প্রথম দু'সেটেই বুঝিয়ে দিয়েছিলেন বিশ্বের তিন নম্বর ৷ কারণ চোটগ্রস্ত জেরেভ যখন কোর্ট ছাড়েন তখন ম্যাচের ফল নাদালের দিকে ঢলে থাকলেও তুল্যমূল্য এক লড়াইয়ের সাক্ষী ছিল সেন্টার কোর্ট ৷ দেড় ঘণ্টার কিছু বেশি সময়ে নাদাল প্রথম সেট টাইব্রেকারে জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটও গড়িয়েছিল টাইব্রেকারে ৷

French Open 2022
গোড়ালি মচকে লড়াই থামল জেরেভের

এরপরই ছন্দপতন ৷ ফাইনালে পৌঁছনোর পর নাদালও হাবেভাবে বুঝিয়ে দিলেন জেরেভ দুর্ভাগ্যের শিকার না-হলে এদিন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হত তাঁকে ৷ ফরাসি ওপেনের 13 বারের চ্যাম্পিয়ন বলেন, "ওর (জেরেভ) জন্য খারাপ লাগছে ৷ সত্যি টুর্নামেন্টে দারুণ ছন্দে বিরাজ করছিল ৷ আমি জানি গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য কতটা পরিশ্রম করছে ও, তাই এই মুহূর্তটা ওর জন্য অত্যন্ত দুর্ভাগ্যের ৷ তবে আমি নিশ্চিত ও একটা নয় বরং একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতবে কেরিয়ারে ৷"

আরও পড়ুন : রোলাঁ গারোর ফাইনালে অষ্টাদশী গাফ, মাশা-র নজির স্পর্শের দোরগোড়ায় মার্কিনী কিশোরী

তবে জেরেভের জন্য মনখারাপের মধ্যেও ফের রাজা হিসেবে রাফাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ফরাসি ওপেন ৷ লাল সুরকির গ্র্যান্ড স্ল্মযামের একচ্ছত্র অধিপতি 14 বারের জন্য খেতাবি লড়াইয়ে রবিবার খেলবেন ক্যাসপার রুডের বিরুদ্ধে (Nadal to face Rudd in French Open final) ৷ শুক্রবার অন্য সেমিতে মারিন চিলিচকে চার সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন টুর্নামেন্টের অষ্টম বাছাই ৷

প্যারিস, 4 জুন : 36তম জন্মদিনে 14 বারের জন্য ফরাসি ওপেনের ফাইনালে রাফায়েল নাদাল ৷ যদিও সেমিফাইনালে স্প্যানিয়ার্ডের জয় গতানুগতিকভাবে আসেনি ৷ দুর্ভাগ্যক্রমে শুক্রবার শেষ চারের লড়াইয়ে দ্বিতীয় সেট চলাকালীন কোর্টে গোড়ালি মচকে যায় আলেকজান্ডার জেরেভের ৷ চোট এতটাই গুরুতর ছিল যে ক্র্যাচে ভর দিয়ে কোর্ট দিয়ে মাঠ ছাড়তে হয় জার্মান তারকাকে ৷ অর্থাৎ, প্রতিদ্বন্দ্বীর থেকে ওয়াকওভার পেয়ে আরও একবার প্রিয় লাল সুরকির গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে রাফা (Rafael Nadal reaches French Open final after Alexander Zverev forced to retire with ankle injury) ৷

চলতি রোলাঁ গারোয় সেভাবে এখনও পর্যন্ত কঠিন লড়াইয়ের সামনাসামনি হতে হয়নি নাদালকে ৷ কোয়ার্টারে নোভাক জকোভিচকে হারাতেও চার সেটের বেশি খরচ হয়নি ৷ তবে সেমিফাইনালে লড়াই শেষ পর্যন্ত হলে তা রাফার জন্য যে খুব একটা সুখের হত না, সেটা প্রথম দু'সেটেই বুঝিয়ে দিয়েছিলেন বিশ্বের তিন নম্বর ৷ কারণ চোটগ্রস্ত জেরেভ যখন কোর্ট ছাড়েন তখন ম্যাচের ফল নাদালের দিকে ঢলে থাকলেও তুল্যমূল্য এক লড়াইয়ের সাক্ষী ছিল সেন্টার কোর্ট ৷ দেড় ঘণ্টার কিছু বেশি সময়ে নাদাল প্রথম সেট টাইব্রেকারে জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটও গড়িয়েছিল টাইব্রেকারে ৷

French Open 2022
গোড়ালি মচকে লড়াই থামল জেরেভের

এরপরই ছন্দপতন ৷ ফাইনালে পৌঁছনোর পর নাদালও হাবেভাবে বুঝিয়ে দিলেন জেরেভ দুর্ভাগ্যের শিকার না-হলে এদিন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হত তাঁকে ৷ ফরাসি ওপেনের 13 বারের চ্যাম্পিয়ন বলেন, "ওর (জেরেভ) জন্য খারাপ লাগছে ৷ সত্যি টুর্নামেন্টে দারুণ ছন্দে বিরাজ করছিল ৷ আমি জানি গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য কতটা পরিশ্রম করছে ও, তাই এই মুহূর্তটা ওর জন্য অত্যন্ত দুর্ভাগ্যের ৷ তবে আমি নিশ্চিত ও একটা নয় বরং একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতবে কেরিয়ারে ৷"

আরও পড়ুন : রোলাঁ গারোর ফাইনালে অষ্টাদশী গাফ, মাশা-র নজির স্পর্শের দোরগোড়ায় মার্কিনী কিশোরী

তবে জেরেভের জন্য মনখারাপের মধ্যেও ফের রাজা হিসেবে রাফাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ফরাসি ওপেন ৷ লাল সুরকির গ্র্যান্ড স্ল্মযামের একচ্ছত্র অধিপতি 14 বারের জন্য খেতাবি লড়াইয়ে রবিবার খেলবেন ক্যাসপার রুডের বিরুদ্ধে (Nadal to face Rudd in French Open final) ৷ শুক্রবার অন্য সেমিতে মারিন চিলিচকে চার সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন টুর্নামেন্টের অষ্টম বাছাই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.