ETV Bharat / sports

Swedish Soccer Fans Killed: ব্রাসেলসে দুই সুইডিশ নাগরিককে হত্যার ঘটনায় বন্দুকবাজকে গুলি করে মারল পুলিশ - বেলজিয়াম বনাম সুইডেন

Police Killed One Tunisian Extremist in Brussels: ব্রাসেলসে ফুটবল স্টেডিয়ামের বাইরে বন্দুকবাজের হামলার ঘটনায়, সন্দেহভাজন তিউনিশিয়ান সন্ত্রাসবাদীকে গুলি করে মারল পুলিশ ৷ সোমবার রাতে বন্দুকবাজের হামলায় 2 সুইডেনের নাগরিকের মৃত্যু হয়েছিল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 4:23 PM IST

ব্রাসেলস, 17 অক্টোবর: ব্রাসেলসে সোমবার রাতে দুই সুইডিশ নাগরিককে হত্যার অভিযোগে এক সন্দেহভাজন বন্দুকবাজকে গুলি করে মেরেছে পুলিশ ৷ মঙ্গলবার বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী আন্নেলাইস ভারলিনদেন একথা বলেছেন ৷ সেই সঙ্গে তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে ব্রাসেলসের পুলিশ আধিকারিকরা ৷ আন্নেলাইস ভারলিনদেন সেখানকার এক রেডিয়োতে জানিয়েছেন, ‘‘আমাদের কাছে একটি ভালো খবর রয়েছে ৷ গুলি করে দুই ফুটবল সমর্থককে হত্যার ঘটনায় আমরা একজনকে চিহ্নিত করতে পেরেছি ৷’’

ETV BHARAT
ব্রাসেলসের রাস্তার পুলিশের নিরাপত্তা ৷ (ছবি-এপি)

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে কমলা রংয়ের উজ্জ্বল ওভারকোট পরা এক ব্যক্তি স্কুটারে করে আসেন এবং বড় আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ৷ আচমকা গুলি চলার পর লোকজন আশেপাশের বহুতল ঢুকে পড়েন ৷ সেই সময় ওই বন্দুকবাজও তাঁদের একটি বহুতলে ধাওয়া করে ঢুকে যায় ৷ এই ঘটনায় ফুটবল ম্যাচ দেখতে যাওয়া সুইডেনের নাগরিক দুই সমর্থকের মৃত্যু হয় ৷ এর পরেই তিউনিসিয়ার চরমপন্থী এই বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ৷

ETV BHARAT
স্টেডিয়ামের ভিতরে আতংকিত ফুটবল সংর্থকরা (ছবি-এপি)

জানা গিয়েছে, 45 বছরের ওই সন্দেহভাজন তিউনিসিয়ার সন্ত্রাসবাদী বেআইনিভাবে বেলজিয়ামে বসবাস করছিলেন ৷ বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুলিশ মঙ্গলবার ভোরে ওই অভিযুক্তকে গুলি করে হত্যা করেছে ৷ তবে, ব্রাসেলসের ফেডেরাল প্রসিকিউটর এই ঘটনায় মৃতের পরিচয় নিশ্চিত করবেন বলে জানান আন্নেলাইস ভারলিনদেন ৷ বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, ‘‘গতকাল রাতে তিনজন সুইডেনের নাগরিক একটি ফুটবল ম্যাচ দেখতে বেরিয়েছিলেন ৷ কিন্তু, এই বন্দুকবাজের হামলায় তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে ৷’’

আরও পড়ুন: শৃঙ্খলা বজায় রাখতে পারলে মেসি-রোনাল্ডোকে পরের বিশ্বকাপে দেখছেন রোনাল্ডিনহো

সোমবারের এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী ৷ এই ঘটনার জেরে বেলজিয়াম বনাম সুইডেন ম্যাচ হাফ-টাইমের পরে সাসপেন্ড হয়ে যায় ৷ আর মাঠে থাকা 35 হাজার দর্শককে স্টেডিয়ামের ভিতরে আটকে রাখা হয় পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের তরফে ৷ মূলত তাঁদের নিরাপত্তার কারণেই দর্শকদের স্টেডিয়াম থেকে বেরতে দেওয়া হয়নি ৷

ব্রাসেলস, 17 অক্টোবর: ব্রাসেলসে সোমবার রাতে দুই সুইডিশ নাগরিককে হত্যার অভিযোগে এক সন্দেহভাজন বন্দুকবাজকে গুলি করে মেরেছে পুলিশ ৷ মঙ্গলবার বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী আন্নেলাইস ভারলিনদেন একথা বলেছেন ৷ সেই সঙ্গে তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে ব্রাসেলসের পুলিশ আধিকারিকরা ৷ আন্নেলাইস ভারলিনদেন সেখানকার এক রেডিয়োতে জানিয়েছেন, ‘‘আমাদের কাছে একটি ভালো খবর রয়েছে ৷ গুলি করে দুই ফুটবল সমর্থককে হত্যার ঘটনায় আমরা একজনকে চিহ্নিত করতে পেরেছি ৷’’

ETV BHARAT
ব্রাসেলসের রাস্তার পুলিশের নিরাপত্তা ৷ (ছবি-এপি)

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে কমলা রংয়ের উজ্জ্বল ওভারকোট পরা এক ব্যক্তি স্কুটারে করে আসেন এবং বড় আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ৷ আচমকা গুলি চলার পর লোকজন আশেপাশের বহুতল ঢুকে পড়েন ৷ সেই সময় ওই বন্দুকবাজও তাঁদের একটি বহুতলে ধাওয়া করে ঢুকে যায় ৷ এই ঘটনায় ফুটবল ম্যাচ দেখতে যাওয়া সুইডেনের নাগরিক দুই সমর্থকের মৃত্যু হয় ৷ এর পরেই তিউনিসিয়ার চরমপন্থী এই বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ৷

ETV BHARAT
স্টেডিয়ামের ভিতরে আতংকিত ফুটবল সংর্থকরা (ছবি-এপি)

জানা গিয়েছে, 45 বছরের ওই সন্দেহভাজন তিউনিসিয়ার সন্ত্রাসবাদী বেআইনিভাবে বেলজিয়ামে বসবাস করছিলেন ৷ বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুলিশ মঙ্গলবার ভোরে ওই অভিযুক্তকে গুলি করে হত্যা করেছে ৷ তবে, ব্রাসেলসের ফেডেরাল প্রসিকিউটর এই ঘটনায় মৃতের পরিচয় নিশ্চিত করবেন বলে জানান আন্নেলাইস ভারলিনদেন ৷ বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, ‘‘গতকাল রাতে তিনজন সুইডেনের নাগরিক একটি ফুটবল ম্যাচ দেখতে বেরিয়েছিলেন ৷ কিন্তু, এই বন্দুকবাজের হামলায় তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে ৷’’

আরও পড়ুন: শৃঙ্খলা বজায় রাখতে পারলে মেসি-রোনাল্ডোকে পরের বিশ্বকাপে দেখছেন রোনাল্ডিনহো

সোমবারের এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী ৷ এই ঘটনার জেরে বেলজিয়াম বনাম সুইডেন ম্যাচ হাফ-টাইমের পরে সাসপেন্ড হয়ে যায় ৷ আর মাঠে থাকা 35 হাজার দর্শককে স্টেডিয়ামের ভিতরে আটকে রাখা হয় পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের তরফে ৷ মূলত তাঁদের নিরাপত্তার কারণেই দর্শকদের স্টেডিয়াম থেকে বেরতে দেওয়া হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.