ETV Bharat / sports

Melbourne Welcoming Novak Djokovic: উষ্ণ অভ্যর্থনায় জকোভিচকে স্বাগত জানাল মেলবোর্নের 15 হাজার দর্শক - State of Victoria Lifted Ban on Novak Djokovic

রড লেভার এরিনায় ফের প্রত্যাবর্তন নোভাক জকোভিচের ৷ ভিক্টোরিয়া সরকারের 3 বছরের নির্বাসনের কারণে গতবছর টুর্নামেন্টে অংশ নিতে পারেননি নোভাক (Novak Djokovic Receives Warm Welcome) ৷ এবার তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাল মেলবোর্ন ৷

Melbourne Welcoming Novak Djokovic ETV BHARAT
Melbourne Welcoming Novak Djokovic
author img

By

Published : Jan 14, 2023, 7:59 PM IST

মেলবোর্ন, 14 জানুয়ারি: অস্ট্রেলিয়ায় উষ্ণ অভ্যর্থনা নোভাক জকোভিচকে (Novak Djokovic Receives Warm Welcome) ৷ সোমবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে পৌঁছেছেন সার্বিয়ান তারকা ৷ শুক্রবার রড লেভার এরিনায় অজি তারকা নিক কিরগিয়সের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে নামেন নোভাক ৷ তিনি স্টেডিয়ামে প্রবেশ করতেই 15 হাজার দর্শক নোভাকের সমর্থনে চিৎকার করতে শুরু করেন ৷ উল্লেখ্য, গতবছর এই সময়ে ভিক্টোরিয়া সরকারের কঠোর কোভিডবিধি না মানায়, নোভাক জকোভিচকে নির্বাসিত করা হয়েছিল (State of Victoria Lifted Ban on Novak Djokovic) ৷

Melbourne Welcoming Novak Djokovic ETV BHARAT
রড লেভার এরিয়ানায় খোশ মেজাজে নোভাক জকোভিচ

মূলত, করোনার ভ্যাকসিন না নেওয়া ও কোয়ারেন্টাইনের নিয়ম না-মানায় স্টেট অফ ভিক্টোরিয়ার চ্যান্সেলর 3 বছরের জন্য নোভাক জকোভিচের অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ তাঁর ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, ভিক্টোরিয়া সরকার তাদের কঠোর কোভিডবিধি শিথিল করার পর, কোনওরকম ঢাক-ঢোল না-পিটিয়ে সেই নির্বাসনও তুলে নেওয়া হয়েছে ৷ উল্লেখ্য অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে বর্তমানে আর ডবল ভ্যাকসিনেটেড হওয়া বাধ্যতামূলক নয় ৷ এই নির্বাসন প্রত্যাহার হতেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ছাড়পত্র পেয়েছেন নোভাক জকোভিচ ৷

Melbourne Welcoming Novak Djokovic ETV BHARAT
কিরগিয়সের সঙ্গে সেলফি টাইম নোভাকের

এদিন নোভাক বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে, মেলবোর্নে ফিরতে পেরে খুব ভালো লাগছে ৷ এটাই সেই কোর্ট যেখানে আমি পেশাদার টেনিস কেরিয়ারের সেরা মুহূর্তগুলি তৈরি করেছি এবং উপভোগ করেছি ৷ 2008 সালে এখানেই আমি প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলাম ৷ আর 15 বছর পর আমি আবারও সেখানে দাঁড়িয়া আছি প্রতিযোগিতায় নামার জন্য ৷’’

Melbourne Welcoming Novak Djokovic ETV BHARAT
রড লেভারের কোর্টে এক মুহূর্তের বিশ্রাম !

এদিন প্রদর্শনী ম্যাচে নোভাকের কোনওরকম হ্যামস্ট্রিংয়ের চোট লক্ষ্য করা যায়নি ৷ যার জন্য এ মাসেই বেশ সমস্যায় ছিলেন নোভাক জকোভিচ ৷ এমনকি অস্ট্রেলিয়ান তারকা নিক কিরগিয়সকেও যথেষ্ঠ ছন্দে দেখিয়েছে ৷ কিরগিয়সের বিরুদ্ধেই শেষ উইম্বলডনের ফাইনালে দূরন্ত জয় ছিনিয়ে নেন নোভাক জকোভিচ ৷ ফলে একবছরের বিরতির পর অস্ট্রেলিয়ান ওপেনে নোভাকের প্রত্যাবর্তন টেনিস অনুরাগীদের ফের উৎসাহিত করছে ৷ আবার, সেই বিদ্যুৎ গতির ব্যাকহ্যান্ড ও স্ল্যাশ উপভোগ করবেন দর্শকরা ৷

Melbourne Welcoming Novak Djokovic ETV BHARAT
নির্বাসন কাটিয়ে ফের রড লেভার এরিনায় নোভাক

আরও পড়ুন: শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে আবেগঘন বার্তা সানিয়ার

মেলবোর্ন, 14 জানুয়ারি: অস্ট্রেলিয়ায় উষ্ণ অভ্যর্থনা নোভাক জকোভিচকে (Novak Djokovic Receives Warm Welcome) ৷ সোমবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে পৌঁছেছেন সার্বিয়ান তারকা ৷ শুক্রবার রড লেভার এরিনায় অজি তারকা নিক কিরগিয়সের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে নামেন নোভাক ৷ তিনি স্টেডিয়ামে প্রবেশ করতেই 15 হাজার দর্শক নোভাকের সমর্থনে চিৎকার করতে শুরু করেন ৷ উল্লেখ্য, গতবছর এই সময়ে ভিক্টোরিয়া সরকারের কঠোর কোভিডবিধি না মানায়, নোভাক জকোভিচকে নির্বাসিত করা হয়েছিল (State of Victoria Lifted Ban on Novak Djokovic) ৷

Melbourne Welcoming Novak Djokovic ETV BHARAT
রড লেভার এরিয়ানায় খোশ মেজাজে নোভাক জকোভিচ

মূলত, করোনার ভ্যাকসিন না নেওয়া ও কোয়ারেন্টাইনের নিয়ম না-মানায় স্টেট অফ ভিক্টোরিয়ার চ্যান্সেলর 3 বছরের জন্য নোভাক জকোভিচের অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ তাঁর ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, ভিক্টোরিয়া সরকার তাদের কঠোর কোভিডবিধি শিথিল করার পর, কোনওরকম ঢাক-ঢোল না-পিটিয়ে সেই নির্বাসনও তুলে নেওয়া হয়েছে ৷ উল্লেখ্য অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে বর্তমানে আর ডবল ভ্যাকসিনেটেড হওয়া বাধ্যতামূলক নয় ৷ এই নির্বাসন প্রত্যাহার হতেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ছাড়পত্র পেয়েছেন নোভাক জকোভিচ ৷

Melbourne Welcoming Novak Djokovic ETV BHARAT
কিরগিয়সের সঙ্গে সেলফি টাইম নোভাকের

এদিন নোভাক বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে, মেলবোর্নে ফিরতে পেরে খুব ভালো লাগছে ৷ এটাই সেই কোর্ট যেখানে আমি পেশাদার টেনিস কেরিয়ারের সেরা মুহূর্তগুলি তৈরি করেছি এবং উপভোগ করেছি ৷ 2008 সালে এখানেই আমি প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলাম ৷ আর 15 বছর পর আমি আবারও সেখানে দাঁড়িয়া আছি প্রতিযোগিতায় নামার জন্য ৷’’

Melbourne Welcoming Novak Djokovic ETV BHARAT
রড লেভারের কোর্টে এক মুহূর্তের বিশ্রাম !

এদিন প্রদর্শনী ম্যাচে নোভাকের কোনওরকম হ্যামস্ট্রিংয়ের চোট লক্ষ্য করা যায়নি ৷ যার জন্য এ মাসেই বেশ সমস্যায় ছিলেন নোভাক জকোভিচ ৷ এমনকি অস্ট্রেলিয়ান তারকা নিক কিরগিয়সকেও যথেষ্ঠ ছন্দে দেখিয়েছে ৷ কিরগিয়সের বিরুদ্ধেই শেষ উইম্বলডনের ফাইনালে দূরন্ত জয় ছিনিয়ে নেন নোভাক জকোভিচ ৷ ফলে একবছরের বিরতির পর অস্ট্রেলিয়ান ওপেনে নোভাকের প্রত্যাবর্তন টেনিস অনুরাগীদের ফের উৎসাহিত করছে ৷ আবার, সেই বিদ্যুৎ গতির ব্যাকহ্যান্ড ও স্ল্যাশ উপভোগ করবেন দর্শকরা ৷

Melbourne Welcoming Novak Djokovic ETV BHARAT
নির্বাসন কাটিয়ে ফের রড লেভার এরিনায় নোভাক

আরও পড়ুন: শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে আবেগঘন বার্তা সানিয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.