ETV Bharat / sports

মোহনবাগানে তৈরি হবে মিউজিয়াম, মিরান্ডা কোচিংয়ে সুপার কাপের প্রস্তুতি বুমোসদের - Museum at Mohun Bagan

Museum will Built at Mohun Bagan Club: মোহনবাগান ক্লাবে তৈরি হতে চলেছে নয়া মিউজিয়াম ৷ শনিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে এমনটাই ঠিক হয়েছে বলে জানান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ৷

ETV BHRATA
ETV BHRATA
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 12:33 PM IST

Updated : Jan 7, 2024, 1:08 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: 'অমর একাদশ' মূর্তি বসানোর পর, এবার মোহনবাগান ক্লাবে তৈরি হবে মিউজিয়াম ৷ শনিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকের পরে এমনটা জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ৷ সেই সঙ্গে বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করা হয়েছে ৷ সবুজ-মেরুনের অ্যাথলেটিক্স মিট হবে 20-21 জানুয়ারি ৷ বার্ষিক সাধারণ সভা 17 ফেব্রুয়ারি ৷

নতুন মরশুমের জন্য শুরু হচ্ছে হকির দল তৈরির কাজ ৷ সঙ্গে 11 ফেব্রুয়ারি জলপাইগুড়িতে একটি রাস্তার নামকরণ হবে মোহনবাগান অ্যাভেনিউ ৷ নয়া মিউজিয়ামের জন্য তৈরি কমিটির চেয়ারম্যান করা হয়েছে উত্তম সাহাকে ৷ তবে, এর জন্য প্রয়োজন সেনাবাহিনীর ছাড়পত্র ৷ সেই অনুমতি পেলেই দ্রুত এই মিউজিয়ামের ব্লুর প্রিন্ট তৈরি করবে ক্লাব কর্তৃপক্ষ ৷

এদিকে সুপার কাপের প্রস্তুতি শুরু হলেও, প্রতিযোগিতা শুরুর আগে ভারতে এসে পৌঁছাতে পারবেন না মোহনবাগান সুপার জায়ান্ট কোচ আন্তেনিও লোপেজ হাবাস ৷ তিনি এখনও ভিসা পাননি ৷ আগামী মঙ্গলবার তিনি ভারতে আসার ভিসা পাবেন ৷ ওই দিনই সুপার কাপের প্রথম ম্যাচ মোহনবাগানের ৷ তাই হায়দরাবাদের বিরুদ্ধে হাবাসের বদলে প্রথম ম্যাচে কোচের দায়িত্ব সামলাবেন ক্লিফোর্ড মিরান্ডা ৷ তাঁর তত্ত্বাবধানে শেষ চারদিন মোহনবাগানের ফুটবলাররা অনুশীলন করছেন ৷

এদিকে, শনিবারও অনুশীলনে ছিলেন না ডিফেন্ডার আনোয়ার আলি ৷ ভুবনেশ্বরে সুপার কাপে খেলতে যাওয়ার আগে এ দিনই কলকাতায় মোহনবাগানের শেষ অনুশীলন ছিল ৷ রবিবারই ওড়িশার উদ্দেশ্যে রওনা দেবে সবুজ-মেরুন দল ৷ আনোয়ার আলি ভুবনেশ্বর পৌঁছেই দলের সঙ্গে অনুশীলন করবেন ৷ ফলে হায়দরাবাদের বিরুদ্ধে তিনি অনিশ্চিত ৷

এত কিছুর মধ্যেই চোট পেয়েছেন মোহনবাগানের আরেক ফুটবলার হামতে ৷ হাঁটুতে কালো ব্র্যান্ডেজ বেঁধে খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তিনি। এশিয়ান কাপের কারণে সাত ফুটবলার এই মুহূর্তে দোহাতে রয়েছেন জাতীয় দলের সঙ্গে ৷ এবার হামতের চোট মোহনবাগানের সমস্যা বাড়িয়ে দিল ৷ তাই সুপার কাপে মোহনবাগানের ভরসা হল রিজার্ভ বেঞ্চ ৷ হামতের চোট লাগলেও বাকিদের দেখা গেল ফুরফুরে মেজাজে ৷

আরও পড়ুন:

  1. সুপার কাপের ডার্বিতে ডাগ-আউটে সম্ভবত হাবাস, সোনালি করমর্দন হতে পারে বুমোসেরও
  2. হারের হ্যাটট্রিক হতেই সরলেন ফেরান্দো, পুরনো হাবাসই ভরসা বাগানের
  3. বাগানেই থাকছেন পেত্রাতোস, নতুন মিডফিল্ডার আসছে সবুজ-মেরুনে

কলকাতা, 7 জানুয়ারি: 'অমর একাদশ' মূর্তি বসানোর পর, এবার মোহনবাগান ক্লাবে তৈরি হবে মিউজিয়াম ৷ শনিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকের পরে এমনটা জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ৷ সেই সঙ্গে বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করা হয়েছে ৷ সবুজ-মেরুনের অ্যাথলেটিক্স মিট হবে 20-21 জানুয়ারি ৷ বার্ষিক সাধারণ সভা 17 ফেব্রুয়ারি ৷

নতুন মরশুমের জন্য শুরু হচ্ছে হকির দল তৈরির কাজ ৷ সঙ্গে 11 ফেব্রুয়ারি জলপাইগুড়িতে একটি রাস্তার নামকরণ হবে মোহনবাগান অ্যাভেনিউ ৷ নয়া মিউজিয়ামের জন্য তৈরি কমিটির চেয়ারম্যান করা হয়েছে উত্তম সাহাকে ৷ তবে, এর জন্য প্রয়োজন সেনাবাহিনীর ছাড়পত্র ৷ সেই অনুমতি পেলেই দ্রুত এই মিউজিয়ামের ব্লুর প্রিন্ট তৈরি করবে ক্লাব কর্তৃপক্ষ ৷

এদিকে সুপার কাপের প্রস্তুতি শুরু হলেও, প্রতিযোগিতা শুরুর আগে ভারতে এসে পৌঁছাতে পারবেন না মোহনবাগান সুপার জায়ান্ট কোচ আন্তেনিও লোপেজ হাবাস ৷ তিনি এখনও ভিসা পাননি ৷ আগামী মঙ্গলবার তিনি ভারতে আসার ভিসা পাবেন ৷ ওই দিনই সুপার কাপের প্রথম ম্যাচ মোহনবাগানের ৷ তাই হায়দরাবাদের বিরুদ্ধে হাবাসের বদলে প্রথম ম্যাচে কোচের দায়িত্ব সামলাবেন ক্লিফোর্ড মিরান্ডা ৷ তাঁর তত্ত্বাবধানে শেষ চারদিন মোহনবাগানের ফুটবলাররা অনুশীলন করছেন ৷

এদিকে, শনিবারও অনুশীলনে ছিলেন না ডিফেন্ডার আনোয়ার আলি ৷ ভুবনেশ্বরে সুপার কাপে খেলতে যাওয়ার আগে এ দিনই কলকাতায় মোহনবাগানের শেষ অনুশীলন ছিল ৷ রবিবারই ওড়িশার উদ্দেশ্যে রওনা দেবে সবুজ-মেরুন দল ৷ আনোয়ার আলি ভুবনেশ্বর পৌঁছেই দলের সঙ্গে অনুশীলন করবেন ৷ ফলে হায়দরাবাদের বিরুদ্ধে তিনি অনিশ্চিত ৷

এত কিছুর মধ্যেই চোট পেয়েছেন মোহনবাগানের আরেক ফুটবলার হামতে ৷ হাঁটুতে কালো ব্র্যান্ডেজ বেঁধে খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তিনি। এশিয়ান কাপের কারণে সাত ফুটবলার এই মুহূর্তে দোহাতে রয়েছেন জাতীয় দলের সঙ্গে ৷ এবার হামতের চোট মোহনবাগানের সমস্যা বাড়িয়ে দিল ৷ তাই সুপার কাপে মোহনবাগানের ভরসা হল রিজার্ভ বেঞ্চ ৷ হামতের চোট লাগলেও বাকিদের দেখা গেল ফুরফুরে মেজাজে ৷

আরও পড়ুন:

  1. সুপার কাপের ডার্বিতে ডাগ-আউটে সম্ভবত হাবাস, সোনালি করমর্দন হতে পারে বুমোসেরও
  2. হারের হ্যাটট্রিক হতেই সরলেন ফেরান্দো, পুরনো হাবাসই ভরসা বাগানের
  3. বাগানেই থাকছেন পেত্রাতোস, নতুন মিডফিল্ডার আসছে সবুজ-মেরুনে
Last Updated : Jan 7, 2024, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.