কলকাতা, 6 এপ্রিল : সবুজ-মেরুন জার্সিতে মোহনবাগান সমর্থকদের সামনে প্রথমবার খেলার সুযোগ ৷ রোমাঞ্চিত এটিকে মোহনবাগানের গোল মেশিন রয় কৃষ্ণা ৷ ফিজিয়ান স্ট্রাইকার জাতীয় দলের দায়িত্ব সামলে মঙ্গলবার এটিকে মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছেন ৷ চোট এবং অসুস্থতার কারণে একমাস আগে শেষ হওয়া আইএসএলে সেভাবে পারফর্ম করতে পারেননি এটিকে মোহনবাগানের একুশ নম্বর জার্সি ৷
এএফসি কাপের প্রথম দিনের অনুশীলনে রয় কৃষ্ণাকে আরও বেশি চনমনে, আগ্রাসী এবং ক্ষুধার্ত দেখিয়েছে ৷ সতীর্থদের সঙ্গে শারীরিক কসরত করার পর বল নিয়ে হুগো বুমোস, জনি কাউকো, শুভাশিস বসু ও প্রীতম কোটালদের সঙ্গে সমান ছন্দে অনুশীলন করেন ৷ আক্রমণ ও রক্ষণে ভারসাম্য বাড়ানোয় বাড়তি জোর দিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো ৷ এএফসি কাপে চ্যাম্পিয়ন হওয়া পাখির চোখ করলেও, ধাপে ধাপে এগোতে চাওয়ার কথা বলছেন রয় কৃষ্ণা ৷ সেই জন্য প্রথম দু’টি ম্যাচে 6 পয়েন্ট পাওয়ার জন্য নিজেদের সেরাটা দেওয়ার কথা বলছেন তিনি (Mohun Bagan Team Six Point from First Two Matches of AFC Cup) ৷
আরও পড়ুন : Mohun Bagan Seretary to CM : ক্লাব তাঁবু উদ্বোধনের আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বাগানের নয়া সচিব
রয় কৃষ্ণা জানাচ্ছেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় সবুজ-মেরুন সমর্থকদের সমর্থন আমি সবসময় পেয়েছি ৷ এবার তাঁদের সামনে খেলার সুযোগ ৷ আমি রোমাঞ্চিত ৷ ওদের জন্য জিততে হবে ৷ এবং গোল করতেই হবে ৷ আমার দিকে গোলের জন্য সবাই তাকিয়ে থাকবে জানি ৷ তাই গোল করার জন্য মরিয়া হয়ে রয়েছি ৷’’ তবে, যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ অজানা বলেই সতর্ক মোহনবাগান শিবির ৷ রায় কৃষ্ণার মতে প্রতিপক্ষ অজানা বলেই চ্যালেঞ্জটা কঠিন হয় ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে গোল করার অভিজ্ঞতা তাঁর কাছে নতুন নয় ৷ তবে, প্রথমবার স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে গোল করার আনন্দ আলাদা । তাই সুযোগ কাজে লাগিয়ে, 12 এপ্রিলের দিনটিকে নিজের জীবনের অন্যতম সেরা মুহূর্তের তালিকায় ধরে রাখতে চান রয় কৃষ্ণা ৷