ETV Bharat / sports

Mohun Bagan Super Giants: অনিরুদ্ধ থাপাকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্টস

author img

By

Published : Jun 23, 2023, 10:13 PM IST

Updated : Jun 23, 2023, 11:05 PM IST

অনেকদিন ধরেই তাঁকে দলে নেওয়ার চেষ্টা করছিল মোহনবাগান সুপার জায়ান্ট । এ বছর ট্রান্সফার ফি দিয়ে বাগান অবশেষে নিয়েই নিল অনিরুদ্ধকে ।

Etv Bharat
অনিরুদ্ধ থাপাকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্টস

কলকাতা, 23 জুন: অনিরুদ্ধ থাপাকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট । শুক্রবার তাঁকে পাঁচ বছরের জন্য দলে নেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট । কোচ জুয়ান ফেরান্দো বলেছিলেন চেন্নাইয়িন এফসির হয়ে দুরন্ত পারফরম্যান্স করা অনিরুদ্ধকে দলে নিতে । মাঝমাঠে খেললেও প্রয়োজনে আক্রমণভাগেও সাবলীল অনিরুদ্ধ । যে কোনও জায়গায় খেলার ক্ষমতা দেখেই তাঁর ব্যাপারে জুয়ান ফেরান্দো আগ্রহী হয়েছিলেন ।

অনেকদিন ধরে দলে নেওয়ার চেষ্টা করছিল মোহনবাগান সুপার জায়ান্ট । এ বছর ট্রান্সফার ফি দিয়ে দলে নিল অনিরুদ্ধকে । 2021 সালের সাফ চ্যাম্পিয়নশিপ দলের সদস্য বর্তমানে ভারতীয় দলের হয়ে সাফ কাপ খেলতে ব্যস্ত । ইন্টার কন্টিনেন্টাল কাপ জেতার পর এবার সাফ কাপেও ম্যাজিক দেখাচ্ছে ভারত ৷

সবুজ মেরুন জার্সিতে দীর্ঘমেয়াদী চুক্তির পরে অনিরুদ্ধ বলেন, "গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুশি । আশা করি প্রত্যাশা পূরণ করতে পারব । কলকাতা ফুটবলের মক্কা । পৈলান অ্যারোজের হয়ে খেলার সময় উন্মাদনা দেখেছি । ডার্বিতে হাজার হাজার সমর্থকের চিৎকার দেখে রোমাঞ্চিত হয়েছি । এবার ডার্বি খেলার সময় সেই চিৎকার আমার দল এবং আমার জন্য হবে । শুধু ডার্বি জয় নয় আরও দুটো লক্ষ্য নিয়ে মাঠে নামব । ফের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দাকভে । দেশী-বিদেশী ফুটবলার নিয়ে শক্তিশালী দল হয়েছে । আন্তর্জাতিক ম্যাচ রয়েছে । এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য থাকলেও তা পূরণ হওয়া কঠিন । অর্ধেক ধাপ পেরোতে হয় । তবে নিংড়ে দেব ।"

অনিরুদ্ধ থাপাকে দলে নেওয়ার পাশাপাশি লিস্টন কোলাসোর দলবদলের জল্পনা ময়দানে । সবুজ মেরুন উইঙ্গারকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে । তাই তার দলবদল নিয়েও জল্পনা তুঙ্গে ।

আরও পড়ুন : পাঠচক্রর মুখোমুখি হয়ে অভিযান শুরু মোহনবাগানের, ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পুলিশ

কলকাতা, 23 জুন: অনিরুদ্ধ থাপাকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট । শুক্রবার তাঁকে পাঁচ বছরের জন্য দলে নেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট । কোচ জুয়ান ফেরান্দো বলেছিলেন চেন্নাইয়িন এফসির হয়ে দুরন্ত পারফরম্যান্স করা অনিরুদ্ধকে দলে নিতে । মাঝমাঠে খেললেও প্রয়োজনে আক্রমণভাগেও সাবলীল অনিরুদ্ধ । যে কোনও জায়গায় খেলার ক্ষমতা দেখেই তাঁর ব্যাপারে জুয়ান ফেরান্দো আগ্রহী হয়েছিলেন ।

অনেকদিন ধরে দলে নেওয়ার চেষ্টা করছিল মোহনবাগান সুপার জায়ান্ট । এ বছর ট্রান্সফার ফি দিয়ে দলে নিল অনিরুদ্ধকে । 2021 সালের সাফ চ্যাম্পিয়নশিপ দলের সদস্য বর্তমানে ভারতীয় দলের হয়ে সাফ কাপ খেলতে ব্যস্ত । ইন্টার কন্টিনেন্টাল কাপ জেতার পর এবার সাফ কাপেও ম্যাজিক দেখাচ্ছে ভারত ৷

সবুজ মেরুন জার্সিতে দীর্ঘমেয়াদী চুক্তির পরে অনিরুদ্ধ বলেন, "গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুশি । আশা করি প্রত্যাশা পূরণ করতে পারব । কলকাতা ফুটবলের মক্কা । পৈলান অ্যারোজের হয়ে খেলার সময় উন্মাদনা দেখেছি । ডার্বিতে হাজার হাজার সমর্থকের চিৎকার দেখে রোমাঞ্চিত হয়েছি । এবার ডার্বি খেলার সময় সেই চিৎকার আমার দল এবং আমার জন্য হবে । শুধু ডার্বি জয় নয় আরও দুটো লক্ষ্য নিয়ে মাঠে নামব । ফের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দাকভে । দেশী-বিদেশী ফুটবলার নিয়ে শক্তিশালী দল হয়েছে । আন্তর্জাতিক ম্যাচ রয়েছে । এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য থাকলেও তা পূরণ হওয়া কঠিন । অর্ধেক ধাপ পেরোতে হয় । তবে নিংড়ে দেব ।"

অনিরুদ্ধ থাপাকে দলে নেওয়ার পাশাপাশি লিস্টন কোলাসোর দলবদলের জল্পনা ময়দানে । সবুজ মেরুন উইঙ্গারকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে । তাই তার দলবদল নিয়েও জল্পনা তুঙ্গে ।

আরও পড়ুন : পাঠচক্রর মুখোমুখি হয়ে অভিযান শুরু মোহনবাগানের, ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পুলিশ

Last Updated : Jun 23, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.