ETV Bharat / sports

সবচেয়ে বেশি লালকার্ড দেখিয়ে খলনায়ক রেফারি, মুম্বইয়ের কাছে চলতি আইএসএলে প্রথম হারের স্বাদ পেল সবুজ-মেরুন - MBSG Lost Against Mumbai City FC

Mohun Bagan Vs Mumbai City FC: আইএসএলে প্রথম পরাজয়ের স্বাদ পেল সবুজ-মেরুন শিবির ৷ 1-2 গোলে মুম্বইয়ের কাছে হারল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ লালকার্ড ব্যবহার করে ম্যাচের খলনায়ক রেফারি রাহুল গুপ্তা ৷

Mohun Bagan Vs Mumbai City FC
আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ লালকার্ড ব্যবহারে খলনায়ক রেফারি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 11:03 PM IST

মুম্বই, 20 ডিসেম্বর: তিনটি গোল, সাতটি লাল কার্ড ৷ মুম্বই সিটিএফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের হারের চেয়েও বড় হয়ে থেকে গেল এই পরিসংখ্যান ৷ বিশেষজ্ঞদের মতে, ফুটবলারদের ব্যর্থতা নয় খারাপ রেফারিংই মোহনবাগান সুপার জায়ান্টকে আইএসএলে প্রথম পরাজয়ের দিকে ঠেলে দিল । আরবসাগরে ডুবল পালতোলা নৌকো ৷ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে 1-2 গোলে পরাজিত মোহনবাগান ।

জেসন কামিংস প্রথমে গোল করে এগিয়ে দিয়েছিলেন ঠিকই ৷ কিন্তু মুম্বই সিটি এফসি'কে জয় এনে দেয় গ্রেগ স্টুয়ার্ট, বিপিন সিংয়ের গোল । চলতি আইএসএলের সবচেয়ে বড় বাজেটের দুই দলের দ্বৈরথ স্কোরবোর্ডের কারণে নয় ফুটবল ভক্তরা মনে রাখবেন রেফারি রাহুল গুপ্তার কার্ড দেখানোর প্রবণতার কারণে । ম্যাচের শেষে দু'দলের ফুটবলাররা জড়িয়ে পরে হাতাহাতিতে । ফলস্বরূপ শেষ বাঁশি বাজার পরেও লাল কার্ড দেখেন মুম্বই সিটি এফসিটর বিক্রমপ্রতাপ সিং ও বাগানের হেক্টর ইউসতে।

ম্যাচে মোট সাতটি লাল কার্ড । প্রথমটি প্রথমার্ধে । বাকিগুলি দ্বিতীয় অর্ধে ৷ খেলার শেষ বাঁশি বাজার পরেও কার্ড ব্যবহার করলেন রেফারি । মুম্বই দলের চার জন এবং মোহনবাগানের তিন জন খেলোয়াড়কে লাল কার্ড দেখালেন তিনি ৷ 13 মিনিটের মাথায় মনবীর সিংকে ফাউল করার অপরাধে প্রথম লাল কার্ড দেখেন মুম্বই সিটি এফসির আকাশ মিশ্র ৷ মুম্বইয়ের বিরুদ্ধে 87 মিনিটের মাথায় দ্বিতীয় লাল কার্ডটি ব্যবহার করেন রেফারি ৷ গ্রেগ স্টুয়ার্টকে লাল কার্ড দেখেন । অথচ তাঁকে বক্সের মধ্যে অবৈধভাবে আটকানোর মুম্বই পেনাল্টি পেতে পারত ৷ কিন্তু প্লে অ্যাক্টিংয়ের অপরাধে তাঁকেই দ্বিতীয়বার হলুদ কার্ড এবং লাল কার্ড দেখান রেফারি । মুম্বইয়ের রাহুল ভেকে, বিক্রমপ্রতাপ সিংকে রেফারি লাল কার্ড দেখান হাতাহাতিতে জড়ানোর কারণে ৷

পাশাপাশি ম্যাচের 52 মিনিটে মোহনবাগান সুপারজায়ান্টের আশিস রাই এবং 56 মিনিটে লিস্টন কোলাসোকে লাল কার্ড দেখান রেফারি । পরের ম্যাচ শেষে লাল কার্ড দেখানো হয় হেক্টর ইয়ুস্তেকে ৷ ম্যাচে যে চারটি লাল কার্ড দেখান তিনি কোনও ক্ষেত্রেই রেফারির সিদ্ধান্তগুলিকে নিসংশয় বলা যায় না । ফলস্বরূপ মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্ট দু'টো দলকেই খেলতে হল ন'জনে । ভারতীয় ফুটবলে লাল কার্ডের এমন যথেচ্ছ ব্যবহার বেশ বিরল। শুধু লাল কার্ড নয়, যথেচ্ছ হলুদ কার্ডের ব্যবহার আদতে খেলার মেজাজটাই নষ্ট করল । ভালো রেফারিং একটি ম্যাচের মেজাজ বেঁধে দেয় । মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান সুপারজায়ান্ট ম্যাচটি রেফারির বদান্যতায় দুই দলের কাছে দুঃস্বপ্ন হয়ে রইল ।

আরবসাগরের তীরে তিন পয়েন্ট জুয়ান ফেরান্দোর দলকে পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে দিত । পাশাপাশি ঘরের মাঠে ইস্টবেঙ্গল এফসি'র কাছে আটকে যাওয়ার পরে মোহনবাগানের বিরুদ্ধে জয় পেতে মরিয়া ছিল মুম্বই সিটি এফসি । 13 মিনিটে আকাশ মিশ্র লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরে 25 মিনিটে জেসন কামিংসের গোলে পিছিয়ে পড়ার ধাক্কা দেখে মনে হয়েছিল ঘরের মাঠে ফের পয়েন্ট নষ্ট করতে চলেছে মুম্বই ।

কিন্তু 44 মিনিটে প্রত্যাঘাত করে তারা । পেরেরা দিয়াজের বাড়ানো বল ধরে বিপিনের মাপা সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান গ্রেগ । বিরতির পরে মুম্বই জয়সূচক গোল তুলল বিপিনের সৌজন্যে । 74 মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট অনিরুদ্ধ থাপার পায়ে লেগে জালে জড়িয়ে যায় ।

আরও পড়ুন:

  1. ডার্বি দিয়ে শুরু সুপার কাপ, ফের আইএফএকে খোঁচা মোহনবাগানের
  2. 'চার বছরের প্রতীক্ষার অবসান, পরিশ্রমের ফল', অর্জুন পুরস্কার প্রাপ্তিতে খুশি ঐহিকা
  3. বড় ম্যাচ হারের পর লাল-হলুদের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ, ফেডারেশনের দ্বারস্থ মোহনবাগান

মুম্বই, 20 ডিসেম্বর: তিনটি গোল, সাতটি লাল কার্ড ৷ মুম্বই সিটিএফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের হারের চেয়েও বড় হয়ে থেকে গেল এই পরিসংখ্যান ৷ বিশেষজ্ঞদের মতে, ফুটবলারদের ব্যর্থতা নয় খারাপ রেফারিংই মোহনবাগান সুপার জায়ান্টকে আইএসএলে প্রথম পরাজয়ের দিকে ঠেলে দিল । আরবসাগরে ডুবল পালতোলা নৌকো ৷ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে 1-2 গোলে পরাজিত মোহনবাগান ।

জেসন কামিংস প্রথমে গোল করে এগিয়ে দিয়েছিলেন ঠিকই ৷ কিন্তু মুম্বই সিটি এফসি'কে জয় এনে দেয় গ্রেগ স্টুয়ার্ট, বিপিন সিংয়ের গোল । চলতি আইএসএলের সবচেয়ে বড় বাজেটের দুই দলের দ্বৈরথ স্কোরবোর্ডের কারণে নয় ফুটবল ভক্তরা মনে রাখবেন রেফারি রাহুল গুপ্তার কার্ড দেখানোর প্রবণতার কারণে । ম্যাচের শেষে দু'দলের ফুটবলাররা জড়িয়ে পরে হাতাহাতিতে । ফলস্বরূপ শেষ বাঁশি বাজার পরেও লাল কার্ড দেখেন মুম্বই সিটি এফসিটর বিক্রমপ্রতাপ সিং ও বাগানের হেক্টর ইউসতে।

ম্যাচে মোট সাতটি লাল কার্ড । প্রথমটি প্রথমার্ধে । বাকিগুলি দ্বিতীয় অর্ধে ৷ খেলার শেষ বাঁশি বাজার পরেও কার্ড ব্যবহার করলেন রেফারি । মুম্বই দলের চার জন এবং মোহনবাগানের তিন জন খেলোয়াড়কে লাল কার্ড দেখালেন তিনি ৷ 13 মিনিটের মাথায় মনবীর সিংকে ফাউল করার অপরাধে প্রথম লাল কার্ড দেখেন মুম্বই সিটি এফসির আকাশ মিশ্র ৷ মুম্বইয়ের বিরুদ্ধে 87 মিনিটের মাথায় দ্বিতীয় লাল কার্ডটি ব্যবহার করেন রেফারি ৷ গ্রেগ স্টুয়ার্টকে লাল কার্ড দেখেন । অথচ তাঁকে বক্সের মধ্যে অবৈধভাবে আটকানোর মুম্বই পেনাল্টি পেতে পারত ৷ কিন্তু প্লে অ্যাক্টিংয়ের অপরাধে তাঁকেই দ্বিতীয়বার হলুদ কার্ড এবং লাল কার্ড দেখান রেফারি । মুম্বইয়ের রাহুল ভেকে, বিক্রমপ্রতাপ সিংকে রেফারি লাল কার্ড দেখান হাতাহাতিতে জড়ানোর কারণে ৷

পাশাপাশি ম্যাচের 52 মিনিটে মোহনবাগান সুপারজায়ান্টের আশিস রাই এবং 56 মিনিটে লিস্টন কোলাসোকে লাল কার্ড দেখান রেফারি । পরের ম্যাচ শেষে লাল কার্ড দেখানো হয় হেক্টর ইয়ুস্তেকে ৷ ম্যাচে যে চারটি লাল কার্ড দেখান তিনি কোনও ক্ষেত্রেই রেফারির সিদ্ধান্তগুলিকে নিসংশয় বলা যায় না । ফলস্বরূপ মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্ট দু'টো দলকেই খেলতে হল ন'জনে । ভারতীয় ফুটবলে লাল কার্ডের এমন যথেচ্ছ ব্যবহার বেশ বিরল। শুধু লাল কার্ড নয়, যথেচ্ছ হলুদ কার্ডের ব্যবহার আদতে খেলার মেজাজটাই নষ্ট করল । ভালো রেফারিং একটি ম্যাচের মেজাজ বেঁধে দেয় । মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান সুপারজায়ান্ট ম্যাচটি রেফারির বদান্যতায় দুই দলের কাছে দুঃস্বপ্ন হয়ে রইল ।

আরবসাগরের তীরে তিন পয়েন্ট জুয়ান ফেরান্দোর দলকে পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে দিত । পাশাপাশি ঘরের মাঠে ইস্টবেঙ্গল এফসি'র কাছে আটকে যাওয়ার পরে মোহনবাগানের বিরুদ্ধে জয় পেতে মরিয়া ছিল মুম্বই সিটি এফসি । 13 মিনিটে আকাশ মিশ্র লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরে 25 মিনিটে জেসন কামিংসের গোলে পিছিয়ে পড়ার ধাক্কা দেখে মনে হয়েছিল ঘরের মাঠে ফের পয়েন্ট নষ্ট করতে চলেছে মুম্বই ।

কিন্তু 44 মিনিটে প্রত্যাঘাত করে তারা । পেরেরা দিয়াজের বাড়ানো বল ধরে বিপিনের মাপা সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান গ্রেগ । বিরতির পরে মুম্বই জয়সূচক গোল তুলল বিপিনের সৌজন্যে । 74 মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট অনিরুদ্ধ থাপার পায়ে লেগে জালে জড়িয়ে যায় ।

আরও পড়ুন:

  1. ডার্বি দিয়ে শুরু সুপার কাপ, ফের আইএফএকে খোঁচা মোহনবাগানের
  2. 'চার বছরের প্রতীক্ষার অবসান, পরিশ্রমের ফল', অর্জুন পুরস্কার প্রাপ্তিতে খুশি ঐহিকা
  3. বড় ম্যাচ হারের পর লাল-হলুদের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ, ফেডারেশনের দ্বারস্থ মোহনবাগান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.