ETV Bharat / sports

Leander Paes: ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজ - East Bengal

103তম প্রতিষ্ঠা দিবসে লিয়েন্ডার পেজকেও ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল ৷ 1 অগস্ট এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে (Leander Paes will Gets Bharat Gourab Award from East Bengal) ৷ আজই কলকাতায় আসছেন তিনি ৷

Leander Paes will Gets Bharat Gourab Award from East Bengal
Leander Paes will Gets Bharat Gourab Award from East Bengal
author img

By

Published : Jul 29, 2022, 4:03 PM IST

কলকাতা, 29 জুলাই: ঝুলনের পর এ বার প্রাক্তন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজকেও ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল (Leander Paes will Gets Bharat Gourab Award from East Bengal) ৷ শুক্রবার এই খবর জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের সচিব কল্যাণ মজুমদার ৷ তিনি জানান, “কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ শহরে পৌঁছে গিয়েছেন ৷ আমরা আমাদের ক্লাবের 103তম প্রতিষ্ঠা দিবসে ঝুলন গোস্বামী এবং লিয়েন্ডার পেজকে ভারত গৌরব সম্মানে সম্মাধিত করব ৷’’

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ভারত গৌরব সম্মান পেয়ে উচ্ছ্বসিত লিয়েন্ডার পেজ ৷ তিনি বলেন, ‘‘ময়দান আমার বেড়ে ওঠার প্রথম মাটি ৷ অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি ৷ ইস্টবেঙ্গলের দেওয়া এই সম্মানে আমি সম্মানিত ৷ এই ক্লাবের ঐতিহ্য, দেশের খেলাধুলায় অনস্বীকার্য অবদান রয়েছে ৷’’

1 অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের 103 তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই সম্মান ঝুলনের হাতে তুলে দেওয়া হবে। ডাক্তার রমেশচন্দ্র সেন মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে ৷ ব্যোমকেশ বসু মেমোরিয়াল টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মান পাচ্ছেন স্বপন সেনগুপ্ত ৷ দুই প্রাক্তন ফুটবলারই লাল-হলুদ ক্লাব থেকে এই সম্মান পেয়ে আপ্লুত ৷

আরও পড়ুন: দু'বছর পর সেজে উঠেছে ক্লাব তাঁবু, আলোর মালায় চলছে মোহনবাগান দিবসের প্রস্তুতি

পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মান দেওয়া হচ্ছে সুপ্রিয় ভট্টাচার্য এবং তপন হালদারকে ৷ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সোমবার বিকেলে অনুষ্ঠানের পাশাপাশি, বেলা সাড়ে এগারোটায় ইস্টবেঙ্গল ক্লাবে পতাকা উত্তোলন করবেন কর্তারা ৷

কলকাতা, 29 জুলাই: ঝুলনের পর এ বার প্রাক্তন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজকেও ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল (Leander Paes will Gets Bharat Gourab Award from East Bengal) ৷ শুক্রবার এই খবর জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের সচিব কল্যাণ মজুমদার ৷ তিনি জানান, “কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ শহরে পৌঁছে গিয়েছেন ৷ আমরা আমাদের ক্লাবের 103তম প্রতিষ্ঠা দিবসে ঝুলন গোস্বামী এবং লিয়েন্ডার পেজকে ভারত গৌরব সম্মানে সম্মাধিত করব ৷’’

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ভারত গৌরব সম্মান পেয়ে উচ্ছ্বসিত লিয়েন্ডার পেজ ৷ তিনি বলেন, ‘‘ময়দান আমার বেড়ে ওঠার প্রথম মাটি ৷ অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি ৷ ইস্টবেঙ্গলের দেওয়া এই সম্মানে আমি সম্মানিত ৷ এই ক্লাবের ঐতিহ্য, দেশের খেলাধুলায় অনস্বীকার্য অবদান রয়েছে ৷’’

1 অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের 103 তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই সম্মান ঝুলনের হাতে তুলে দেওয়া হবে। ডাক্তার রমেশচন্দ্র সেন মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে ৷ ব্যোমকেশ বসু মেমোরিয়াল টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মান পাচ্ছেন স্বপন সেনগুপ্ত ৷ দুই প্রাক্তন ফুটবলারই লাল-হলুদ ক্লাব থেকে এই সম্মান পেয়ে আপ্লুত ৷

আরও পড়ুন: দু'বছর পর সেজে উঠেছে ক্লাব তাঁবু, আলোর মালায় চলছে মোহনবাগান দিবসের প্রস্তুতি

পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মান দেওয়া হচ্ছে সুপ্রিয় ভট্টাচার্য এবং তপন হালদারকে ৷ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সোমবার বিকেলে অনুষ্ঠানের পাশাপাশি, বেলা সাড়ে এগারোটায় ইস্টবেঙ্গল ক্লাবে পতাকা উত্তোলন করবেন কর্তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.