ETV Bharat / sports

Leander Paes Biopic: মধুসূদনের জন্মবার্ষিকী পরিকল্পনার মধ্যেই বায়োপিকের ঘোষণা লিয়েন্ডারের - Biopic

25 জানুয়ারি গিয়েছে প্রপিতামহ মধুসূদন দত্তর জন্ম দ্বিশতবার্ষিকী ৷ তা পালন করার উদ্যোগ নিচ্ছেন প্রপৌত্র লিয়েন্ডার পেজ। গত কয়েকদিন ধরে কলকাতায় রয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে রয়েছেন বাবা ভেস পেজও ৷ রবিবার লিয়েন্ডার পেজ তাঁর বাবা ভেস পেজের জন্মদিন (30 এপ্রিল) উপলক্ষ্যে আয়োজিত একটি টেনিস টুর্নামেন্টে অংশ নেন। সেখানেই তিনি জানালেন আগামী আঠারো মাসের মধ্যে লিয়েন্ডার পেজের বায়োপিক (Biopic of Leander Paes) পর্দায় আসবে।

Leander Paes
লিয়েন্ডার পেজ তাঁর বাবা ভেস পেজ
author img

By

Published : Feb 12, 2023, 7:09 PM IST

Updated : Feb 12, 2023, 10:18 PM IST

বায়োপিকের ঘোষণা লিয়েন্ডারের

কলকাতা, 12 ফেব্রুয়ারি: চলতি বছর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশতবার্ষিকী। 25 জানুয়ারি ইতিমধ্যেই মধুকবির জন্মদিন পালিত হয়েছে। এবার প্রপিতামহ মধুসূদন দত্তর জন্ম দ্বিশতবার্ষিকী পালনে উদ্যোগ নিচ্ছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)।

রবিবার মধ্য কলকাতার একটি অভিজাত হোটেলে লিয়েন্ডার পেজ তাঁর বাবা ভেস পেজের জন্মদিন (30 এপ্রিল) উপলক্ষ্যে আয়োজিত একটি টেনিস টুর্নামেন্টে অংশ নেন। গত দু'বছর একই কারণে ক্রিকেট টুর্নামেন্ট করার পরে এবছর টেনিস টুর্নামেন্টের আয়োজন। কলকাতায় গত কয়েকদিন ধরে রয়েছেন লিয়েন্ডার। অবসরের পর ভারতীয় টেনিসের কিংবদন্তি তাঁর ব্যস্ত সূচির বাইরে নানারকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন। রবিবার দুপুরেও খুদে শিক্ষার্থীদের টেনিসের খুঁটিনাটি শেখালেন।

কবীর পারেখ নামে বছর ন'য়ের একটি খুদে টেনিস খেলোয়াড়ের প্রশংসা করলেন অকাতরে। প্রাক্তন সতীর্থ তথা ভারতীয় দলের কোচ জিশান আলিকে পাশে বসিয়ে লিয়েন্ডার জানালেন, দেশের তেরঙার জন্য তিনি সবসময়ই আবেগপ্রবণ। অবসরের পরেও সেই আবেগ শেষ হয়নি। সাম্প্রতিককালে গোয়ায় নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে সেই রাজনৈতিক প্রসঙ্গ এদিনও সুকৌশলে এড়িয়ে গেলেন 1996 অলিম্পিকের ব্রোঞ্জজয়ী।

ডেভিস কাপে ভারতের বর্তমান পারফরম্যান্স ভালো নয়। কবে আরেকজন লিয়েন্ডার পাওয়া যাবে, সেই প্রশ্নের উত্তর দিলেন লিয়েন্ডারের বদলে পাশে বসা জিশান আলি। আক্ষেপের সুর জিশান আলি বলেন, "যে ধরনের আবেগ আমাদের সময় ছিল তা বর্তমান সময়ে নেই। এটিপি পয়েন্ট কত অর্জন হবে। কত অর্থ মিলবে তার চিন্তা থাকে বর্তমান সময়ের খেলোয়াড়দের মধ্যে ৷" রজার ফেডেরার, রাফায়েল নাদাল, জকোভিচের মধ্যে সর্বকালের সেরা কে এই প্রশ্নের উত্তরে লিয়েন্ডার জানান, পরিসংখ্যান বলছে জোকারই গ্রেট।

আরও পড়ুন: দশম অস্ট্রেলিয়ান ওপেন জয় নোভাক জকোভিচের, ছুঁলেন নাদালকে

বাংলার ক্রীড়া দুনিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর বায়োপিক তৈরির কাজ চলছে। লিয়েন্ডারকে কি বায়োপিকে দেখা যাবে? দেশের সর্বকালের অন্যতম টেনিস তারকা বলছেন, ইতিমধ্যে তাঁকে এবং মহেশ ভূপতিকে কেন্দ্র করে ওয়েব সিরিজ তৈরি হয়েছে। যার নাম ছিল 'ব্রেক পয়েন্ট'। এবার বায়োপিক নিয়ে কাজ চলছে। আগামী আঠারো মাসের মধ্যে তা পর্দায় আসবে। যেখানে বাবা ভেস পেজের 1972 সালের অলিম্পিক পদক জয়ের গল্প থেকে 1996 সালের অলিম্পিকে লিয়েন্ডারের পদক জয়ের গল্পও থাকবে।

বায়োপিকের ঘোষণা লিয়েন্ডারের

কলকাতা, 12 ফেব্রুয়ারি: চলতি বছর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশতবার্ষিকী। 25 জানুয়ারি ইতিমধ্যেই মধুকবির জন্মদিন পালিত হয়েছে। এবার প্রপিতামহ মধুসূদন দত্তর জন্ম দ্বিশতবার্ষিকী পালনে উদ্যোগ নিচ্ছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)।

রবিবার মধ্য কলকাতার একটি অভিজাত হোটেলে লিয়েন্ডার পেজ তাঁর বাবা ভেস পেজের জন্মদিন (30 এপ্রিল) উপলক্ষ্যে আয়োজিত একটি টেনিস টুর্নামেন্টে অংশ নেন। গত দু'বছর একই কারণে ক্রিকেট টুর্নামেন্ট করার পরে এবছর টেনিস টুর্নামেন্টের আয়োজন। কলকাতায় গত কয়েকদিন ধরে রয়েছেন লিয়েন্ডার। অবসরের পর ভারতীয় টেনিসের কিংবদন্তি তাঁর ব্যস্ত সূচির বাইরে নানারকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন। রবিবার দুপুরেও খুদে শিক্ষার্থীদের টেনিসের খুঁটিনাটি শেখালেন।

কবীর পারেখ নামে বছর ন'য়ের একটি খুদে টেনিস খেলোয়াড়ের প্রশংসা করলেন অকাতরে। প্রাক্তন সতীর্থ তথা ভারতীয় দলের কোচ জিশান আলিকে পাশে বসিয়ে লিয়েন্ডার জানালেন, দেশের তেরঙার জন্য তিনি সবসময়ই আবেগপ্রবণ। অবসরের পরেও সেই আবেগ শেষ হয়নি। সাম্প্রতিককালে গোয়ায় নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে সেই রাজনৈতিক প্রসঙ্গ এদিনও সুকৌশলে এড়িয়ে গেলেন 1996 অলিম্পিকের ব্রোঞ্জজয়ী।

ডেভিস কাপে ভারতের বর্তমান পারফরম্যান্স ভালো নয়। কবে আরেকজন লিয়েন্ডার পাওয়া যাবে, সেই প্রশ্নের উত্তর দিলেন লিয়েন্ডারের বদলে পাশে বসা জিশান আলি। আক্ষেপের সুর জিশান আলি বলেন, "যে ধরনের আবেগ আমাদের সময় ছিল তা বর্তমান সময়ে নেই। এটিপি পয়েন্ট কত অর্জন হবে। কত অর্থ মিলবে তার চিন্তা থাকে বর্তমান সময়ের খেলোয়াড়দের মধ্যে ৷" রজার ফেডেরার, রাফায়েল নাদাল, জকোভিচের মধ্যে সর্বকালের সেরা কে এই প্রশ্নের উত্তরে লিয়েন্ডার জানান, পরিসংখ্যান বলছে জোকারই গ্রেট।

আরও পড়ুন: দশম অস্ট্রেলিয়ান ওপেন জয় নোভাক জকোভিচের, ছুঁলেন নাদালকে

বাংলার ক্রীড়া দুনিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর বায়োপিক তৈরির কাজ চলছে। লিয়েন্ডারকে কি বায়োপিকে দেখা যাবে? দেশের সর্বকালের অন্যতম টেনিস তারকা বলছেন, ইতিমধ্যে তাঁকে এবং মহেশ ভূপতিকে কেন্দ্র করে ওয়েব সিরিজ তৈরি হয়েছে। যার নাম ছিল 'ব্রেক পয়েন্ট'। এবার বায়োপিক নিয়ে কাজ চলছে। আগামী আঠারো মাসের মধ্যে তা পর্দায় আসবে। যেখানে বাবা ভেস পেজের 1972 সালের অলিম্পিক পদক জয়ের গল্প থেকে 1996 সালের অলিম্পিকে লিয়েন্ডারের পদক জয়ের গল্পও থাকবে।

Last Updated : Feb 12, 2023, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.