ETV Bharat / sports

ISL 2022-23: বেঙ্গালুরুর বিরুদ্ধে বুমোসের অভাব ঢাকতে গ্যালেগো'ই ভরসা ফেরান্দোর - এটিকে মোহনবাগান

আইএসএল-এ (ISL 2022-23) ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান (ATK MB vs Bengaluru FC) ৷ এই ম্যাচে জয় মানে প্লে-অফ নিশ্চিত ৷ তাই পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চান কোচ জুয়ান ফেরান্দো ৷

ISL 2022-23 ETV BHARAT
ISL 2022-23
author img

By

Published : Feb 5, 2023, 11:34 AM IST

প্রত্যাশা মতো পারফর্মেন্স না হলেও খেলোয়াড়দের উপর ভরসা রাখছেন জুয়ান ফেরান্দো

কলকাতা, 5 ফেব্রুয়ারি: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ মানেই ফুটবল মাঠে বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ ৷ আইএসএলের মঞ্চে দুই দলের ফিরতি লড়াই শুধু দু’টি দলের ফুটবল ম্যাচ নয়, ব্যক্তিগত দ্বৈরথও বটে ৷ এই প্রেক্ষাপটে ইস্টবেঙ্গলের কাছে হায়দরাবাদ এফসি-র পরাজয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে এটিকে মোহনবাগান ৷ 27 পয়েন্টে দাঁড়িয়ে থাকা সবুজ-মেরুনের দরকার আর মাত্র একটি জয় ৷ তাহলেই কেরালা ব্লাস্টার্সকে শুধু টপকাবে না, প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan vs Bengaluru FC Preview) ৷

রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ৷ সুনীল ছেত্রী-রয় কৃষ্ণাদের হারাতে পারলেই কেরালা ব্লাস্টার্সকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে আসবে জুয়ান ফেরান্দোর দল ৷ ওড়িশার বিরুদ্ধে জেতার পর অক্সিজেন পেয়েছে দিমিত্রি পেত্রাতোসরা ৷ শনিবার নিজেদের মাঠে অনুশীলনেও বেশ চনমনে দেখাচ্ছিল দিমিত্রসদের ৷ গত ম্যাচে অস্ট্রেলিয় বিশ্বকাপার জোড়া গোল করেছিলেন ৷ বেঙ্গালুরুর বিরুদ্ধেও গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে চান ৷

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে জুয়ান বলেন, ‘‘ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ যেহেতু আমরা নিজেদের ঘরের মাঠে খেলছি ৷ আমি জানি এই ম্যাচের গুরুত্বটা, আমাদেরকে প্লে-অফে যোগ্যতা অর্জন করতে হবে ৷ আমরা আত্মবিশ্বাসী ৷ আমাদের লক্ষ্য তিন পয়েন্ট পাওয়া ৷’’ কিন্তু ছন্দে থাকা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে জেতাটা একটু চাপের হতে পারে মোহনবাগানের পক্ষে ৷ কারণ হুগো বুমোস নাও খেলতে পারেন এবং কার্ড সমস্যায় খেলতে পারবেন না আশিক কুরুনিয়ান ৷ যদিও আশিক ছন্দের ধারে কাছে নেই ৷

কিন্তু, ফরাসি মিডফিল্ডার হুগো না খেললে সেটাই বেশি সমস্যা হয়ে দেখা দেবে ৷ মোহনবাগানের আক্রমণের নিউক্লিয়াস হুগো বুমোস ৷ তাঁর বল ধরে দলের আক্রমণ পরিচালনায় এটিকে মোহনবাগান বিধ্বংসী রূপ নেয় ৷ তাই তাঁকে না পাওয়া বড় ধাক্কা ৷ যদিও, তাঁর পরিবর্তে ফেডেরিকো গ্যালেগো রয়েছেন ৷ তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে এই ম্যাচে ৷ কিন্তু গ্যালেগো নবাগত ৷ দলের সঙ্গে মানিয়ে নিতে সময় দরকার তাঁর ৷ সেটাই চিন্তার কারণ সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্কের ৷

বেঙ্গালুরু ম্যাচে যে দু’জন ফুটবলারকে ছাড়াই খেলতে হবে ওড়িশা ম্যাচের পরেই তা স্পষ্ট হয়ে যায় ৷ তাই সেভাবেই ফুটবলারদের তৈরি করেছেন সবুজ-মেরুন কোচ ৷ ফেরান্দো বলছেন, ‘‘আমি জানতাম, বেঙ্গালুরু ম্যাচে দু’জন প্রধান ফুটবলারকে ছাড়াই নামতে হবে ৷ সেভাবেই পরিকল্পনা তৈরি করেছি ৷’’ গত ম্যাচে মোহনবাগান দু’গোল করলেও ভালো খেলতে পারেনি ৷ মাঝমাঠ ও আক্রমণভাগের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল ৷ সুযোগও সেভাবে তৈরি হয়নি ৷ বেঙ্গালুরুর বিরুদ্ধে সুযোগ নষ্ট হলে ভুগতে হবে এটিকে মোহনবাগানকে ৷

আরও পড়ুন: 'রাগের মাথায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া', জার্সি ছুড়ে ক্ষমাপ্রার্থী অঙ্কিত

তবে, প্রীতম কোটাল-হামিল সমৃদ্ধ ডিফেন্স আটকে রেখেছিল মাউরিসওদের ৷ এবার প্রীতমদের সামনে সুনীল, শিবশক্তি ৷ বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে সবুজ-মেরুন শিবিরের জন্য ৷ তবে, পরিসংখ্যান মোটিভেশন বাড়িয়ে দেবে প্রীতমদের ৷ মুখোমুখি সাক্ষাতে বেঙ্গালুরুর বিরুদ্ধে কখনই হারেনি এটিকে মোহনবাগান ৷ চারটে জয় ও একটা ড্র ৷

অন্যদিকে, বেঙ্গালুরুও কোনওভাবেই হারা চলবে না ৷ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে ৷ এই ম্যাচটা জিতলেই ওড়িশাকে টপকে ষষ্ঠ স্থানে উঠে আসবে বেঙ্গালুরু ৷ শেষ চার ম্যাচে জিতেছে বেঙ্গালুরু ৷ যা এই ম্যাচের আগে তাদের আত্মবিশ্বাস যোগাবে ৷

প্রত্যাশা মতো পারফর্মেন্স না হলেও খেলোয়াড়দের উপর ভরসা রাখছেন জুয়ান ফেরান্দো

কলকাতা, 5 ফেব্রুয়ারি: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ মানেই ফুটবল মাঠে বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ ৷ আইএসএলের মঞ্চে দুই দলের ফিরতি লড়াই শুধু দু’টি দলের ফুটবল ম্যাচ নয়, ব্যক্তিগত দ্বৈরথও বটে ৷ এই প্রেক্ষাপটে ইস্টবেঙ্গলের কাছে হায়দরাবাদ এফসি-র পরাজয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে এটিকে মোহনবাগান ৷ 27 পয়েন্টে দাঁড়িয়ে থাকা সবুজ-মেরুনের দরকার আর মাত্র একটি জয় ৷ তাহলেই কেরালা ব্লাস্টার্সকে শুধু টপকাবে না, প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan vs Bengaluru FC Preview) ৷

রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ৷ সুনীল ছেত্রী-রয় কৃষ্ণাদের হারাতে পারলেই কেরালা ব্লাস্টার্সকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে আসবে জুয়ান ফেরান্দোর দল ৷ ওড়িশার বিরুদ্ধে জেতার পর অক্সিজেন পেয়েছে দিমিত্রি পেত্রাতোসরা ৷ শনিবার নিজেদের মাঠে অনুশীলনেও বেশ চনমনে দেখাচ্ছিল দিমিত্রসদের ৷ গত ম্যাচে অস্ট্রেলিয় বিশ্বকাপার জোড়া গোল করেছিলেন ৷ বেঙ্গালুরুর বিরুদ্ধেও গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে চান ৷

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে জুয়ান বলেন, ‘‘ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ যেহেতু আমরা নিজেদের ঘরের মাঠে খেলছি ৷ আমি জানি এই ম্যাচের গুরুত্বটা, আমাদেরকে প্লে-অফে যোগ্যতা অর্জন করতে হবে ৷ আমরা আত্মবিশ্বাসী ৷ আমাদের লক্ষ্য তিন পয়েন্ট পাওয়া ৷’’ কিন্তু ছন্দে থাকা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে জেতাটা একটু চাপের হতে পারে মোহনবাগানের পক্ষে ৷ কারণ হুগো বুমোস নাও খেলতে পারেন এবং কার্ড সমস্যায় খেলতে পারবেন না আশিক কুরুনিয়ান ৷ যদিও আশিক ছন্দের ধারে কাছে নেই ৷

কিন্তু, ফরাসি মিডফিল্ডার হুগো না খেললে সেটাই বেশি সমস্যা হয়ে দেখা দেবে ৷ মোহনবাগানের আক্রমণের নিউক্লিয়াস হুগো বুমোস ৷ তাঁর বল ধরে দলের আক্রমণ পরিচালনায় এটিকে মোহনবাগান বিধ্বংসী রূপ নেয় ৷ তাই তাঁকে না পাওয়া বড় ধাক্কা ৷ যদিও, তাঁর পরিবর্তে ফেডেরিকো গ্যালেগো রয়েছেন ৷ তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে এই ম্যাচে ৷ কিন্তু গ্যালেগো নবাগত ৷ দলের সঙ্গে মানিয়ে নিতে সময় দরকার তাঁর ৷ সেটাই চিন্তার কারণ সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্কের ৷

বেঙ্গালুরু ম্যাচে যে দু’জন ফুটবলারকে ছাড়াই খেলতে হবে ওড়িশা ম্যাচের পরেই তা স্পষ্ট হয়ে যায় ৷ তাই সেভাবেই ফুটবলারদের তৈরি করেছেন সবুজ-মেরুন কোচ ৷ ফেরান্দো বলছেন, ‘‘আমি জানতাম, বেঙ্গালুরু ম্যাচে দু’জন প্রধান ফুটবলারকে ছাড়াই নামতে হবে ৷ সেভাবেই পরিকল্পনা তৈরি করেছি ৷’’ গত ম্যাচে মোহনবাগান দু’গোল করলেও ভালো খেলতে পারেনি ৷ মাঝমাঠ ও আক্রমণভাগের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল ৷ সুযোগও সেভাবে তৈরি হয়নি ৷ বেঙ্গালুরুর বিরুদ্ধে সুযোগ নষ্ট হলে ভুগতে হবে এটিকে মোহনবাগানকে ৷

আরও পড়ুন: 'রাগের মাথায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া', জার্সি ছুড়ে ক্ষমাপ্রার্থী অঙ্কিত

তবে, প্রীতম কোটাল-হামিল সমৃদ্ধ ডিফেন্স আটকে রেখেছিল মাউরিসওদের ৷ এবার প্রীতমদের সামনে সুনীল, শিবশক্তি ৷ বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে সবুজ-মেরুন শিবিরের জন্য ৷ তবে, পরিসংখ্যান মোটিভেশন বাড়িয়ে দেবে প্রীতমদের ৷ মুখোমুখি সাক্ষাতে বেঙ্গালুরুর বিরুদ্ধে কখনই হারেনি এটিকে মোহনবাগান ৷ চারটে জয় ও একটা ড্র ৷

অন্যদিকে, বেঙ্গালুরুও কোনওভাবেই হারা চলবে না ৷ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে ৷ এই ম্যাচটা জিতলেই ওড়িশাকে টপকে ষষ্ঠ স্থানে উঠে আসবে বেঙ্গালুরু ৷ শেষ চার ম্যাচে জিতেছে বেঙ্গালুরু ৷ যা এই ম্যাচের আগে তাদের আত্মবিশ্বাস যোগাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.