নয়াদিল্লি, 26 মে : ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের কাছে ভ্যাকসিনেটেড অ্যাথলিটদের তালিকা চেয়ে পাঠাল ভারতীয় অলিম্পিক অ্যসোসিয়েশন ৷ আগামী 23 জুলাই থেকে টোকিওতে শুরু হতে চলা সামার অলিম্পিকে যে সকল অ্যাথলিটরা অংশ নেবেন, তাঁদের সবার ভ্যাকসিনেশন হয়েছে কি না তা জানতেই এই তালিকা চেয়ে পাঠানো হয়েছে ৷
এ নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নারিন্দর বাত্রা এবং সাধারণ সম্পাদক রাজীব মেহতা জানিয়েছেন, অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিটদের বিস্তারিত তথ্য আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে পাঠাতে হবে ৷ করোনার জন্য পিছিয়ে যাওয়া অলিম্পিকে বিভিন্ন বিভাগ থেকে 90 জনের বেশি ভারতীয় অ্যাথলিট মূলপর্বের জন্য কোয়ালিফাই করেছেন ৷
আরও পড়ুন : কনসাস বিশ্ববিদ্যালয়ের হয়ে হাইজাম্প টাইটেল জয় ভারতের তেজস্বীন শঙ্করের
মোট আটটি প্রশ্নের একটি প্রশ্নমালা তৈরি করে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের কাছে পাঠানো হয়েছে ৷ দ্রুত যার জবাব চেয়ে পাঠিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷ যার মধ্যে অলিম্পিকে অংশ নেওয়া কতজন অ্যাথলিট করোনার ভ্যাকসিন নিয়েছেন, সেই প্রশ্ন করা হয়েছে ৷ সেই সঙ্গে ভারতীয় অ্যাথলিটরা কোন দেশ হয়ে টোকিওতে পৌঁছাবেন, তাও উল্লেখ করতে হবে ৷ সেই সঙ্গে টোকিও পৌঁছানোর আগে, ওই দেশে তাঁরা কতদিন থাকবেন তাও উল্লেখ করতে হবে ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছিল, অলিম্পিকে সুযোগ পাওয়া এবং তার বাইরে থাকা মোট 148 জন অ্যাথলিট এখনও পর্যন্ত করোনার প্রথম ডোজ নিয়েছেন ৷