ETV Bharat / sports

টোকিয়োয় ভারতীয় দলের পতাকা বইবেন মেরি কম , মনপ্রীত ও বজরং - tokyo 2020

টোকিয়ো অলিম্পিক্সে মোট 201 জনের দল যাবে । এর মধ্যে রয়েছেন 126 জন খেলোয়াড় ও 75 জন কর্মকর্তা । ভারতীয় দলে 56 শতাংশ পুরুষ ও 44 শতাংশ মহিলা রয়েছে ।

IOA
IOA
author img

By

Published : Jul 5, 2021, 7:15 PM IST

নয়া দিল্লি, 5 জুলাই : আসন্ন টোকিয়ো 2020 অলিম্পিক্সের পতাকা বাহকদের নাম ঘোষণা করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন । 23 জুলাই অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন বক্সার মেরি কম ও হকি খেলোয়াড় মনপ্রীত সিং । 8 অগস্ট সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন কুস্তিগীর বজরং পুনিয়া ।

টোকিয়ো অলিম্পিক্সে মোট 201 জনের দল যাবে । এর মধ্যে রয়েছেন 126 জন খেলোয়াড় ও 75 জন কর্মকর্তা । ভারতীয় দলে 56 শতাংশ পুরুষ ও 44 শতাংশ মহিলা রয়েছে ।

IOA
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন বক্সার মেরি কম

আরও পড়ুন : Dinesh Karthik : "ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী", বিতর্কিত মন্তব্যে মা-স্ত্রীর বকা খেলেন কার্তিক

এবারের অলিম্পিক্সে ভারতীয় 78টি কোটা পেয়েছে । মোট 85টি পদকের জন্য লড়বেন ভারতীয় খেলোয়াড়েরা । ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসেসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে অলিম্পিক্সে সফল হওয়ার শুভেচ্ছা জানানো হয়েছে ।

নয়া দিল্লি, 5 জুলাই : আসন্ন টোকিয়ো 2020 অলিম্পিক্সের পতাকা বাহকদের নাম ঘোষণা করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন । 23 জুলাই অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন বক্সার মেরি কম ও হকি খেলোয়াড় মনপ্রীত সিং । 8 অগস্ট সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন কুস্তিগীর বজরং পুনিয়া ।

টোকিয়ো অলিম্পিক্সে মোট 201 জনের দল যাবে । এর মধ্যে রয়েছেন 126 জন খেলোয়াড় ও 75 জন কর্মকর্তা । ভারতীয় দলে 56 শতাংশ পুরুষ ও 44 শতাংশ মহিলা রয়েছে ।

IOA
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন বক্সার মেরি কম

আরও পড়ুন : Dinesh Karthik : "ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী", বিতর্কিত মন্তব্যে মা-স্ত্রীর বকা খেলেন কার্তিক

এবারের অলিম্পিক্সে ভারতীয় 78টি কোটা পেয়েছে । মোট 85টি পদকের জন্য লড়বেন ভারতীয় খেলোয়াড়েরা । ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসেসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে অলিম্পিক্সে সফল হওয়ার শুভেচ্ছা জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.