বার্মিংহ্যাম, 2 অগস্ট: ইতিহাসে ভারতের মহিলা লন বোলস দল । দক্ষিণ আফ্রিকাকে 17-10 ব্যবধানে হারিয়ে কমনওয়েলথ গেমসে দেশকে চতুর্থ সোনা এনে দিলেন তারা । গেমসের ইতিহাসে এই প্রথম লন বোলসে স্বর্ণপদক এল ভারতের ঘরে (Indian Women Lawn Bowls Team Wins Gold)। এই সোনা জয় তাই প্রশ্নাতীতভাবে ঐতিহাসিক হয়ে রইল । আর ঐতিহাসিক সোনা জয়ের চার কান্ডারি পিঙ্কি, রুপা রানি তিরকে, নয়নমণি সাইকিয়া এবং লাভলি চৌবে ।
মারকুটে পারফরম্যান্সে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করে লাভলি চৌবে অ্যান্ড কোম্পানি । 7 পয়েন্টের লিড বজায় রেখে ভারতের 'চার রানি' কমনওয়েলথে প্রথম স্বর্ণপদক এনে দেয় দেশকে ৷ কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে এর আগে কোনওদিন পদক আসেনি। লন বোলসে এতদিন দেশের সেরা পারফরম্যান্স বলতে ছিল চতুর্থস্থান। সেই পরিসংখ্যান সাফ হয়ে গেল মঙ্গলবার।
![CWG 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15996116_wb_lawn.jpg)
গতকাল, অর্থাৎ সোমবার লন বোলসের ফাইনালে উঠে ইতিহাস গড়ে ফেলেছিলেন লাভলিরা। মঙ্গলবার ছিল সেই ইতিহাসকে আরও স্মরণীয় করার সুযোগ ৷ ভারতের সামনে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা ৷ ফাইনালে শুরু থেকেই তাঁদের দাপট দেখাতে শুরু করেন ভারতীয়রা ৷ প্রাথমিকভাবে 8-2 ব্যবধানে লিড নিয়ে সোনা জয়ের স্বপ্ন উসকে দেয় তাঁরা ৷
-
HISTORY CREATED 🥳
— SAI Media (@Media_SAI) August 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
1st Ever 🏅 in Lawn Bowls at #CommonwealthGames
Women's Fours team win 🇮🇳 it's 1st CWG medal, the prestigious 🥇 in #LawnBowls by defeating South Africa, 17-10
Congratulations ladies for taking the sport to a new level🔝
Let's #Cheer4India#India4CWG2022 pic.twitter.com/uRa9MVxfRs
">HISTORY CREATED 🥳
— SAI Media (@Media_SAI) August 2, 2022
1st Ever 🏅 in Lawn Bowls at #CommonwealthGames
Women's Fours team win 🇮🇳 it's 1st CWG medal, the prestigious 🥇 in #LawnBowls by defeating South Africa, 17-10
Congratulations ladies for taking the sport to a new level🔝
Let's #Cheer4India#India4CWG2022 pic.twitter.com/uRa9MVxfRsHISTORY CREATED 🥳
— SAI Media (@Media_SAI) August 2, 2022
1st Ever 🏅 in Lawn Bowls at #CommonwealthGames
Women's Fours team win 🇮🇳 it's 1st CWG medal, the prestigious 🥇 in #LawnBowls by defeating South Africa, 17-10
Congratulations ladies for taking the sport to a new level🔝
Let's #Cheer4India#India4CWG2022 pic.twitter.com/uRa9MVxfRs
আরও পড়ুন: শিউলির সোনা থেকে সুশীলার রুপো... বার্মিংহাম গেমসে এ যাবৎ তেরঙ্গার দাপটের খুঁটিনাটি
হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকাও ৷ ব্যবধান কমানোর লক্ষ্যে একসময় স্কোর সমানে-সমানে নিয়ে আসে তারা ৷ থাবেলো মুভাঙ্গো, ব্রিজেট ক্যালিটজ, এসমে ক্রুগার, এবং জোহান্না স্নিম্যান টিকে থাকতে স্কোর 8-8 করে। ভারতের পালটা আক্রমণে দিশে হারায় প্রোটিয়ারা ৷ শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে 17-10 ব্যবধানে হারিয়ে বার্মিংহ্যামে ফের তেরঙ্গা ওড়ান পিঙ্কি, রুপা রানি তিরকে, নয়নমণি সাইকিয়া এবং লাভলি চৌবে ৷ এই নিয়ে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে সোনা এল চারটি ৷ আগের তিনটি সোনাই এসেছে ভারোত্তোলনে।