ETV Bharat / sports

Asian Games 2023: ব্যাডমিন্টনে ছেলেদের পদক নিশ্চিত 37 বছর পর, হতাশার হার পিভি সিন্ধুদের

Indian men assure of medal in Badminton: এশিয়ান গেমস 2023 এর ব্যাডমিন্টনের পুরুষ বিভাগের সেমিফাইনালে উঠেছে ভারত ৷ ফলে ভারতের পদক নিশ্চিত ৷ এই বিভাগে 37 বছর পর পদক পেতে চলেছে ভারত ৷ তবে কোয়ার্টার ফাইনালে হেরে শুক্রবার গেমস থেকে ছিটকে গেল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল ৷

PHOTO - SAI MEDIA X
PHOTO - SAI MEDIA X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 6:58 PM IST

হাংঝাউ, 29 সেপ্টেম্বর: এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করল ভারতের ব্যাডমিন্টন দলের ছেলেরা৷ কোয়ার্টার ফাইনালে নেপালকে 3-0 তে হারানোর পর তারা এই গেমসে পদক নিশ্চিত করে ফেলেছে ৷ এর ফলে এশিয়ান গেমসের এই বিভাগে ভারত 37 বছর পর পদক জিততে চলেছে ৷

শুক্রবার ভারতের লক্ষ্য সেন নেপালের প্রিন্স দাহালকে 21-5 ও 21-8 গেমে হারিয়েছে ৷ ভারতের পুরুষ ব্যাডমিন্টন দলের এটা ছিল প্রথম জয় ৷ দ্বিতীয় জয় আসে কিদাম্বী শ্রীকান্তের ব়্যাকেটে ৷ তিনি নেপালের সুনীল যোশীকে 21-4 ও 21-13 গেমে হারিয়ে দেন ৷ তৃতীয় ম্যাচে নেপালের বিষ্ণু কাটুয়ালকে 21-2 ও 21-17 গেমে হারান ভারতের মিঠুন মঞ্জুনাথ ৷

সেমিফাইনালে লক্ষ্য-কিদাম্বিদের খেলতে হবে ইন্দোনেশিয়া ও কোরিয়ার মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ৷ সেই ম্যাচ জিততে পারলে সোনা জয়ের লক্ষ্যে নামতে পারবেন ভারতের পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড়রা ৷ তবে সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পদকপ্রাপ্তি নিশ্চিত লক্ষ্য-কিদাম্বিদের ৷

ভারতের পুরুষ খেলোয়াড়রা সোনা জয়ের আশা জিইয়ে রাখলেও এ দিন হতাশ করলেন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা ৷ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে পিভি সিন্ধুরা কোনও লড়াই দিতেই পারেননি ৷ 0-3 এ হেরে তাঁরা ছিটকে গেলেন এশিয়ান গেমসের লড়াই থেকে ৷

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ব়্যাটচানোক ইন্তানোনের মুখোমুখি হয়েছিলেন অলিম্পিক্সে দু’বার পদকজয়ী পিভি সিন্ধু ৷ প্রথম গেম তিনি 21-14 তে জেতেন ৷ কিন্তু পরের দু’টো গেম 15-21 ও 14-21 হারতে হয় তাঁকে৷ ফলে ম্যাচও হেরে যান তিনি ৷ পরের ম্যাচে হেরে যান তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি ৷ তৃতীয় ম্যাচেও হেরে যান ভারতের অস্মিতা চালিহা ৷ এর আগে 2014 সালের এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের মেয়েরা ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: ষষ্ঠদিনে এশিয়াডে পদকের বৃষ্টি, শুটিং ও টেনিসে 3টি রুপো ভারতের

হাংঝাউ, 29 সেপ্টেম্বর: এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করল ভারতের ব্যাডমিন্টন দলের ছেলেরা৷ কোয়ার্টার ফাইনালে নেপালকে 3-0 তে হারানোর পর তারা এই গেমসে পদক নিশ্চিত করে ফেলেছে ৷ এর ফলে এশিয়ান গেমসের এই বিভাগে ভারত 37 বছর পর পদক জিততে চলেছে ৷

শুক্রবার ভারতের লক্ষ্য সেন নেপালের প্রিন্স দাহালকে 21-5 ও 21-8 গেমে হারিয়েছে ৷ ভারতের পুরুষ ব্যাডমিন্টন দলের এটা ছিল প্রথম জয় ৷ দ্বিতীয় জয় আসে কিদাম্বী শ্রীকান্তের ব়্যাকেটে ৷ তিনি নেপালের সুনীল যোশীকে 21-4 ও 21-13 গেমে হারিয়ে দেন ৷ তৃতীয় ম্যাচে নেপালের বিষ্ণু কাটুয়ালকে 21-2 ও 21-17 গেমে হারান ভারতের মিঠুন মঞ্জুনাথ ৷

সেমিফাইনালে লক্ষ্য-কিদাম্বিদের খেলতে হবে ইন্দোনেশিয়া ও কোরিয়ার মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ৷ সেই ম্যাচ জিততে পারলে সোনা জয়ের লক্ষ্যে নামতে পারবেন ভারতের পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড়রা ৷ তবে সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পদকপ্রাপ্তি নিশ্চিত লক্ষ্য-কিদাম্বিদের ৷

ভারতের পুরুষ খেলোয়াড়রা সোনা জয়ের আশা জিইয়ে রাখলেও এ দিন হতাশ করলেন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা ৷ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে পিভি সিন্ধুরা কোনও লড়াই দিতেই পারেননি ৷ 0-3 এ হেরে তাঁরা ছিটকে গেলেন এশিয়ান গেমসের লড়াই থেকে ৷

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ব়্যাটচানোক ইন্তানোনের মুখোমুখি হয়েছিলেন অলিম্পিক্সে দু’বার পদকজয়ী পিভি সিন্ধু ৷ প্রথম গেম তিনি 21-14 তে জেতেন ৷ কিন্তু পরের দু’টো গেম 15-21 ও 14-21 হারতে হয় তাঁকে৷ ফলে ম্যাচও হেরে যান তিনি ৷ পরের ম্যাচে হেরে যান তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি ৷ তৃতীয় ম্যাচেও হেরে যান ভারতের অস্মিতা চালিহা ৷ এর আগে 2014 সালের এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের মেয়েরা ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: ষষ্ঠদিনে এশিয়াডে পদকের বৃষ্টি, শুটিং ও টেনিসে 3টি রুপো ভারতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.