ETV Bharat / sports

যুক্তরাষ্ট্রকে হারিয়ে জুনিয়র মহিলা হকি বিশ্বকাপে নবমস্থানে শেষ করল ভারত - India vs USA

India Finish 9th at Junior Women's Hockey World Cup: চিলিতে আয়োজিত মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল ভারতীয় দল ৷ 3-2 গোলে মার্কিন দলকে হারিয়ে নবম স্থানে টুর্নামেন্ট শেষ করেছে ভারতের মেয়েরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 3:42 PM IST

স্যান্তিয়াগো, 10 ডিসেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স ভারতীয় মেয়েদের ৷ গোলকিপার মাধুরী কিন্দোর অসাধারণ ক্ষিপ্রতায় সাডেন ডেথে আমেরিকাকে 3-2 গোল হারাল ভারত ৷ সেই সঙ্গে টুর্নামেন্টে নবম স্থানে শেষ করল ভারতের মেয়েরা ৷

উত্তেজক ম্যাচে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, দুই দলই অসাধারণ দৃঢ়তার সঙ্গে খেলে ৷ ফলে নির্ধারিত সময়ে ম্যাচের স্কোর হয় 2-2 ৷ এরপর সাডেন ডেথে মাধুরী কিন্দো একটি অসাধারণ সেভ করেন ৷ অন্যদিকে, ঋতুজা দাদাসো পিসাল শান্ত মাথায় সাডেন ডেথে গোল করে ভারতকে জয় এনে দেন ৷ নির্ধারিত সময়ের প্রথম কোয়ার্টারে মঞ্জু চৌরাসিয়া ভারতের uয়ে প্রথম গোলটি করেন ৷ আর ম্যাচের শেষ মুহূর্তে 57 মিনিটে সুনেলিতা টপ্পো দ্বিতীয় গোলটি করেন ভারতের হয়ে ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কিয়ের্সটেন থোমাসি 27 ও 53 মিনিটে দু’টি গোল করেন ৷ টানটান উত্তেজনায় ভরা পেনাল্টি শুট-আউটে মুমতাজ খান এবং ঋতুজা দাদাসো ভারতের হয়ে নিজেদের সুযোগ কাজে লাগান এবং গোল করেন ৷ এর পর সাডেন ডেথেও গোল করে ভারতের জয় নিশ্চিত করে ভারতীয় মেয়েরা ৷ অন্যদিকে, পেনাল্টি শুটে কেটি ডিক্সন এবং অলিভিয়া বেন্ট-কোল মার্কিন যুক্তরাষ্ট্র দলের হয়ে দু’টি গোল করেন ৷

এ দিনের ম্যাচে ভারতীয় মহিলা জুনিয়র দল শুরু থেকেই ম্যাচে দাপট দেখিয়েছে ৷ শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধে একের পর এক আক্রমণে ওঠেন ভারতীয় খেলোয়াড়রা ৷ প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণে চাপ তৈরি করেন তাঁরা ৷ আর তারই ফল প্রথমার্ধেই ভারত একটি পেনাল্টি কর্নার পেয়ে যায় ৷ ম্যাচের 11 মিনিটে সেই পেনাল্টি কর্নার থেকে মঞ্জু চৌরাসিয়া গোল করে ভারতকে 1-0 এগিয়ে দেন ৷ আর এগিয়ে থাকার সুবাদে ভারতীয় দল তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় ৷ ফলে পুরো ম্যাচেই শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র চাপে ছিল ৷ যা সাডেন ডেথেও স্পষ্ট দেখা যায় তাদের শরীরিভাষায় ৷

আরও পড়ুন:

  1. স্পোর্টস কোড মেনেই 7 ফেব্রুয়ারি নির্বাচন হবে: শর্মি সেনগুপ্ত
  2. 'ফুটবলের জন্যই আমার সবকিছু, এবার ফিরিয়ে দেওয়ার পালা': সুব্রত পাল
  3. পাঁচ গোলে জয়ের রেশ ধরে রাখতে ব্যর্থ লাল হলুদ, পঞ্জাবের অভেদ্য চক্রব্যুহে দিশাহারা ইস্টবেঙ্গল

স্যান্তিয়াগো, 10 ডিসেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স ভারতীয় মেয়েদের ৷ গোলকিপার মাধুরী কিন্দোর অসাধারণ ক্ষিপ্রতায় সাডেন ডেথে আমেরিকাকে 3-2 গোল হারাল ভারত ৷ সেই সঙ্গে টুর্নামেন্টে নবম স্থানে শেষ করল ভারতের মেয়েরা ৷

উত্তেজক ম্যাচে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, দুই দলই অসাধারণ দৃঢ়তার সঙ্গে খেলে ৷ ফলে নির্ধারিত সময়ে ম্যাচের স্কোর হয় 2-2 ৷ এরপর সাডেন ডেথে মাধুরী কিন্দো একটি অসাধারণ সেভ করেন ৷ অন্যদিকে, ঋতুজা দাদাসো পিসাল শান্ত মাথায় সাডেন ডেথে গোল করে ভারতকে জয় এনে দেন ৷ নির্ধারিত সময়ের প্রথম কোয়ার্টারে মঞ্জু চৌরাসিয়া ভারতের uয়ে প্রথম গোলটি করেন ৷ আর ম্যাচের শেষ মুহূর্তে 57 মিনিটে সুনেলিতা টপ্পো দ্বিতীয় গোলটি করেন ভারতের হয়ে ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কিয়ের্সটেন থোমাসি 27 ও 53 মিনিটে দু’টি গোল করেন ৷ টানটান উত্তেজনায় ভরা পেনাল্টি শুট-আউটে মুমতাজ খান এবং ঋতুজা দাদাসো ভারতের হয়ে নিজেদের সুযোগ কাজে লাগান এবং গোল করেন ৷ এর পর সাডেন ডেথেও গোল করে ভারতের জয় নিশ্চিত করে ভারতীয় মেয়েরা ৷ অন্যদিকে, পেনাল্টি শুটে কেটি ডিক্সন এবং অলিভিয়া বেন্ট-কোল মার্কিন যুক্তরাষ্ট্র দলের হয়ে দু’টি গোল করেন ৷

এ দিনের ম্যাচে ভারতীয় মহিলা জুনিয়র দল শুরু থেকেই ম্যাচে দাপট দেখিয়েছে ৷ শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধে একের পর এক আক্রমণে ওঠেন ভারতীয় খেলোয়াড়রা ৷ প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণে চাপ তৈরি করেন তাঁরা ৷ আর তারই ফল প্রথমার্ধেই ভারত একটি পেনাল্টি কর্নার পেয়ে যায় ৷ ম্যাচের 11 মিনিটে সেই পেনাল্টি কর্নার থেকে মঞ্জু চৌরাসিয়া গোল করে ভারতকে 1-0 এগিয়ে দেন ৷ আর এগিয়ে থাকার সুবাদে ভারতীয় দল তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় ৷ ফলে পুরো ম্যাচেই শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র চাপে ছিল ৷ যা সাডেন ডেথেও স্পষ্ট দেখা যায় তাদের শরীরিভাষায় ৷

আরও পড়ুন:

  1. স্পোর্টস কোড মেনেই 7 ফেব্রুয়ারি নির্বাচন হবে: শর্মি সেনগুপ্ত
  2. 'ফুটবলের জন্যই আমার সবকিছু, এবার ফিরিয়ে দেওয়ার পালা': সুব্রত পাল
  3. পাঁচ গোলে জয়ের রেশ ধরে রাখতে ব্যর্থ লাল হলুদ, পঞ্জাবের অভেদ্য চক্রব্যুহে দিশাহারা ইস্টবেঙ্গল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.