ETV Bharat / sports

Hockey World Cup 2023: ওয়েলস অভিযানে নামছে ভারত, জিতলেই সরাসরি বিশ্বকাপের কোয়ার্টারে

এর আগে ভারতের খেলা ছিল স্পেন ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ হকি বিশ্বকাপে ভারতের আজ তৃতীয় ম্যাচ ৷ প্রতিপক্ষ টিম ওয়েলস (India vs Wales Match) ৷ হরমনপ্রীত সিংরা তাঁদের প্রথম ম্যাচে স্পেনকে 2-0 গোলে পরাজিত করেছিল । পরের ম্যাচে 0-0 গোলে ড্র করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। বর্তমানে, মেন ইন ব্লু পুল ডি-তে দ্বিতীয় স্থানে রয়েছে ৷ শীর্ষে রয়েছে ইংল্যান্ড। আজকে জিতলেই সরাসরি বিশ্বকাপের কোয়ার্টারে ফাইনালে ভারত ৷

Hockey World Cup 2023
ওয়েলস অভিযানে নামছে ভারত
author img

By

Published : Jan 19, 2023, 12:34 PM IST

Updated : Jan 19, 2023, 12:46 PM IST

রাউরকেল্লা, 19 জানুয়ারি: গ্রুপে আজ ভারতের শেষ ম্যাচ ৷ নামছে ওয়েলসের বিরুদ্ধে। একইদিনে ইংল্যান্ড নামছে স্পেনের বিরুদ্ধে । ভারত যদি ওয়েলসকে হারিয়ে দেয় তা হলে লিগ টেবিলে 7 পয়েন্ট হবে ভারতের। ইংল্যান্ড যদি স্পেনকে হারিয়ে দেয় তা হলে তাদেরও হবে 7 পয়েন্ট। তখন দেখা হবে গোলপার্থক্য। যেখানে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কিন্তু যদি ইংল্যান্ড হেরে যায় তা হলে ওয়েলসকে হারালেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ভারত।

হকি বিশ্বকাপ খেলছে মোট 16টি দল। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে তাদের। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। ভারত রয়েছে পুল ডি-তে ৷ গ্রুপে স্পেন এবং ইংল্যান্ড ছাড়াও রয়েছে ওয়েলস। প্রথম ম্যাচে ভারত স্পেনকে 2-0 গোলে হারিয়েছে (India Beat Spain 2-0 in Hockey World Cup) Match ৷ দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে ড্র হয়েছে ৷ দু'টি ম্যাচে ভারতের সংগ্রহ 4 পয়েন্ট। গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ওয়েলসকে 5 গোলে পরাজিত করেছিল ইংল্যান্ড। পয়েন্ট সমান হলেও তাই গোলপার্থক্যে এগিয়ে রয়েছে তারা। গ্রুপের শীর্ষ স্থানে থাকা দলই শুধু সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। সরাসরি কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তায় তাই সিকিভাগ এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন: হাড্ডাহাড্ডি ম্যাচ, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র ভারতের

ওয়েলসের বিরুদ্ধে, মেন ইন ব্লু যদি ইংল্যান্ডের চেয়ে বেশি গোলের ব্যবধানে জিততে পারে তবে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালের পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। কিন্তু তারা যদি ইংল্যান্ডের চেয়ে কম গোল ব্যবধানে হারে বা জিতে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য তাদের ক্রসওভার ম্যাচ খেলতে হবে। বর্তমানে ভারতের গোল ব্যবধান দুই এবং ইংল্যান্ডের গোল ব্যবধান পাঁচ। যেহেতু ইংল্যান্ড ভারতের ম্যাচের আগেই স্পেনের বিরুদ্ধে খেলবে, তাই হরমনপ্রীত সিং-এর নেতৃত্বাধীন দল ইংল্যান্ডকে পিছিয়ে দেওয়ার জন্য তাঁদেরকে ন্যূনতম সংখ্যক গোল করতে হবে৷

ভারত এবং ইংল্যান্ড উভয় দলই গ্রুপ শীর্ষে হয়ে পরবর্তী রাউন্ডে যেতে চায় যাতে ক্রসওভার খেলতে না-হয় তাদের। প্রথম স্থানে শেষ করা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করা দল ক্রসওভার ম্যাচ খেলবে এবং এই ম্যাচের জয়ী দল পৌছে যাবে শেষ আটে।

রাউরকেল্লা, 19 জানুয়ারি: গ্রুপে আজ ভারতের শেষ ম্যাচ ৷ নামছে ওয়েলসের বিরুদ্ধে। একইদিনে ইংল্যান্ড নামছে স্পেনের বিরুদ্ধে । ভারত যদি ওয়েলসকে হারিয়ে দেয় তা হলে লিগ টেবিলে 7 পয়েন্ট হবে ভারতের। ইংল্যান্ড যদি স্পেনকে হারিয়ে দেয় তা হলে তাদেরও হবে 7 পয়েন্ট। তখন দেখা হবে গোলপার্থক্য। যেখানে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কিন্তু যদি ইংল্যান্ড হেরে যায় তা হলে ওয়েলসকে হারালেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ভারত।

হকি বিশ্বকাপ খেলছে মোট 16টি দল। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে তাদের। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। ভারত রয়েছে পুল ডি-তে ৷ গ্রুপে স্পেন এবং ইংল্যান্ড ছাড়াও রয়েছে ওয়েলস। প্রথম ম্যাচে ভারত স্পেনকে 2-0 গোলে হারিয়েছে (India Beat Spain 2-0 in Hockey World Cup) Match ৷ দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে ড্র হয়েছে ৷ দু'টি ম্যাচে ভারতের সংগ্রহ 4 পয়েন্ট। গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ওয়েলসকে 5 গোলে পরাজিত করেছিল ইংল্যান্ড। পয়েন্ট সমান হলেও তাই গোলপার্থক্যে এগিয়ে রয়েছে তারা। গ্রুপের শীর্ষ স্থানে থাকা দলই শুধু সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। সরাসরি কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তায় তাই সিকিভাগ এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন: হাড্ডাহাড্ডি ম্যাচ, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র ভারতের

ওয়েলসের বিরুদ্ধে, মেন ইন ব্লু যদি ইংল্যান্ডের চেয়ে বেশি গোলের ব্যবধানে জিততে পারে তবে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালের পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। কিন্তু তারা যদি ইংল্যান্ডের চেয়ে কম গোল ব্যবধানে হারে বা জিতে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য তাদের ক্রসওভার ম্যাচ খেলতে হবে। বর্তমানে ভারতের গোল ব্যবধান দুই এবং ইংল্যান্ডের গোল ব্যবধান পাঁচ। যেহেতু ইংল্যান্ড ভারতের ম্যাচের আগেই স্পেনের বিরুদ্ধে খেলবে, তাই হরমনপ্রীত সিং-এর নেতৃত্বাধীন দল ইংল্যান্ডকে পিছিয়ে দেওয়ার জন্য তাঁদেরকে ন্যূনতম সংখ্যক গোল করতে হবে৷

ভারত এবং ইংল্যান্ড উভয় দলই গ্রুপ শীর্ষে হয়ে পরবর্তী রাউন্ডে যেতে চায় যাতে ক্রসওভার খেলতে না-হয় তাদের। প্রথম স্থানে শেষ করা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করা দল ক্রসওভার ম্যাচ খেলবে এবং এই ম্যাচের জয়ী দল পৌছে যাবে শেষ আটে।

Last Updated : Jan 19, 2023, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.